এসএসসি মামলায় আদালতে গুরুত্বপূর্ণ কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। SSC-র তরফে প্রকাশিত মেধাতালিকায় অযোগ্য প্রার্থীরও নাম থাকার অভিযোগ আগেই সামনে এসেছে। এসএসসির তরফে যে লিস্ট প্রকাশিত হয়েছে, তা ম্যানিপুলেট করার অভিযোগ। পার্ট টাইম টিচারদেরও অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার অভিযোগ!বিবিধ অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। এবার আদালতে বড় কথা জানাল কমিশন। কমিশন স্পষ্ট জানাল, এসএসসির ফল প্রকাশ হলেও ভেরিফিকেশনে ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ যাবে। যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে। এক পার্ট টাইম টিচারের দায়ের করা মামলায় একথায় জানাল কমিশন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন