এদিন বেলার দিকে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে। ঠান্ডা হাওয়ার যে ছোঁয়া দুই, তিনদিন আগেও পাওয়া যাচ্ছিল সেটা আর পাওয়া যাচ্ছে না। হেমন্তের হিমের পরশ কার্যত উধাও হয়ে এখন আবহাওয়ায় বসন্তের ছোঁয়া। ঠান্ডা-গরমের মিশেলে হঠাৎ করে গরমের পরিমাণ বেশি মনে হচ্ছে। হালকা ঘামের ছোঁয়াও শরীরে লাগছে। হঠাৎ এই আবহাওয়া বদলের কারণ, বঙ্গোপসাগর থেকে ঢুকছে পূবালী হাওয়া।আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরে দাপট দেখাবে কুয়াশা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন