সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি কিছুটা থাকলেও বঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকছে। কোনও কোনও জেলায় সকালে কুয়াশার দেখা মিললেও এবং পরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তাপমাত্রায় তেমন বড়সড় পরিবর্তনও নেই। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, মালাক্কা প্রণালী ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আলিপুর আবহাওয়া দফতর তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন