উত্তর ভারতে জোরালো শীতের আভাস। উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে অন্য বছরের তুলনায় শৈত্যপ্রবাহের দাপট বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে চর্চায় পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের শীত। তবে আবহাওয়াবিদরা ফের শঙ্কার কথা শোনাচ্ছেন। এবারও হয়ত বঙ্গে শীতের দাপটে কাঁটা ছড়াতে পারে বৃষ্টি। কারণ অক্টোবর থেকে ডিসেম্বরে পূর্ব ভারতে গড় পরিমাণের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ পতন কিছুটা বেশি। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৩ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতাতেও নতুন সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নেমে ১৮ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গজুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি নিচে নামবে। তবে ফের মাথাচাড়া দেবে পারদ । তখন আবার গরম অনুভূত হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন