চিকেন প্যাটিসকাণ্ডে বেশ বেসুরো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিজিৎ। দলের একাংশকে 'কুলাঙ্গার', 'ক্লাস ফোরের বিদ্যা' বলে তীব্র কটাক্ষ করেন অভিজিৎ। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "যারা এসব করে বেড়াচ্ছেন, এই সব কুলাঙ্গার…" বলেই থামেন অভিজিৎ। এই ঘটনায় দৃশ্যত বিরক্ত।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন