প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারে না নাবালিকা। নাবালিকার সম্মতি গ্রহণ করাও যায় না। পকসো মামলায় এমন পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। ঘটনাক সূত্রপাত কয়েক বছর আগে। জানা গিয়েছে, ২০১৪ সালে এক নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০১৬ সালে নাকি প্রেমিকের সঙ্গে সহবাস করে নাবালিকা। অভিযোগ, এরপর একাধিকবার নাবালিকার আপত্তি সত্ত্বেও তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে প্রেমিক। যার জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযোগ, বিষয়টা জানাজানি হতে পিতৃত্ব অস্বীকার করে অভিযুক্ত। এরপর নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দোষী প্রমাণিত হওয়ায় নাবালিকার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন