অশিক্ষক কর্মী যেমন গ্রুপ সি ও ক্লার্কদের বয়সে ছাড়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর সঙ্গে বয়সের ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট।। ‘দাগি’ নয় এমন প্রার্থীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন, নির্দেশ দিল কোর্টের। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন, যাঁরা ‘দাগি’ নন, তাঁদের বয়েসে ছাড়ের বিষয়টি আটকাতে পারে না স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী নিয়োগে তাঁদের বয়সে ছাড় দিতে হবে। এ দিন, বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, দাগিদের জন্যই এই সব কর্মীরা চাকরি পাননি এমনটা হতেই পারে। সেই কারণে, দাগি নন এমন যে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। কারা-কারা দাগি নন, তাঁদের লিস্ট বের করারও নির্দেশ দেন বিচারপতি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন