এসএসসি-র পর এবার প্রাথমিকেও নিয়োগে তোড়জোড়। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। ১৩ হাজার ৪২১ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার। সূত্রের খবর, পর্ষদ অফিসে ভিডিওগ্রাফি-সহ কেন্দ্রীয়ভাবে চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। এই ইন্টারভিউয়ের পর প্রকাশিত হবে মেধাতালিকা। সূত্র মারফত এও খবর পাওয়া যাচ্ছে, বছর শেষে শুধু ইংরাজিমাধ্যম স্কুলে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। পরে বাকি স্কুলগুলির জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন