সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উন্নয়ন ও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রচারের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি বঞ্চনার অভিযোগ তুলে ফের সুর চড়ালেন তিনি। ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনা - একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে জানিয়ে দিলেন, রাজ্যের আর দিল্লির 'ভিক্ষে'-র প্রয়োজন নেই।এদিন রাজ্যের নিজস্ব তহবিলে তৈরি প্রায় 20 হাজার কিলোমিটার নতুন 'পথশ্রী' রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন