বড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। এমন খবর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ কমল বেশ কিছুটা। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বাড়বে। পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাতে।কাল শনিবার ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
রবিবার ঘন কুয়াশার সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার ঘন কুয়াশার সতর্কতা উত্তর দিনাজপুর। বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন