একাধিক দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি রুখতে তৎপর রাজ্য পুলিশ। বুধবার রাজ্যজুড়ে পুলিশি বাধার ছবি দিকে দিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশাকর্মীদের (আসিক্রেডিটেড সোশাল হেলথ অ্যাক্টিভিস্ট) আটকানোর অভিযোগ। শিয়ালদা স্টেশনে আশাকর্মীদের আটকানোর অভিযোগ GRP'র বিরুদ্ধে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন