সাধারণতন্ত্র দিবসের আগে মুক্তি পেয়েই বক্স অফিসে বিরাট লাফ 'বর্ডার ২'-এর। সানির এই ছবি রীতিমতো টক্কর দিল 'ধুরন্ধর' রণবীরকে। নস্ট্যালজিয়া উসকে বরুণ ধাওয়ানরা পর্দায় ফিরতেই রাজত্ব হারাল 'ছাবা'ও! হিসাব বলছিল, মুক্তির দিনই চালিয়ে খেলবে বর্ডার-এর সিক্যুয়েল। অন্তত ৩০ কোটি টাকার ব্যবসা হাঁকাবে ছবিটি। সেই ভবিষ্যদ্বাণীর অন্যথা হল না। ওপেনিংয়েই বিজয়রথ ছোটাল অনুরাগ সিংয়ের ছবি। জানা গিয়েছে, মুক্তির দিন বক্স অফিসে ৩২.১০ কোটির ব্যবসা করেছে ছবিটি। গত বছর ভিকি কৌশলের সুপারহিট ছবি 'ছাবা'র প্রথম দিনের বক্স অফিসে আয় হয়েছিল ৩৩.১০ কোটি। অন্যদিকে হিন্দি ছবির অতীত সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া 'ধুরন্ধরে'র প্রথম দিনের ব্যবসা ছিল ৩৩.৬৯ কোটি। গত বছরের দুই ব্লকবাস্টার সিনেমার ঘাড়ে নিশ্বাস ফেললেও নিজের গত ছবির থেকে অনেকটা পিছিয়ে সানি দেওল।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন