দুজন ভর্তিও আছেন হাসপাতালে। তবে এবার উদ্বেগের খবর শোনালেন পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা সংখ্যা (বুধবার) ৪৮ থেকে বেড়ে হয়েছে ৮২ জন। পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত ৪৮ জনের কন্টাক্ট ট্রেসিং করে লাইন লিস্টটা তৈরি করা হয়েছিল। সেটা বুধবার আরও বেড়েছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা ৮২ জনে পৌঁছেছে। এদের মধ্যে ২ জনের লক্ষ্মণ দেখা দিয়েছিল। তাঁদের মধ্যে একজন হাউস স্টাফ আছেন। তাঁর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়। উনি এখন বেলেঘাটা আইডিতে ভর্তি আছেন। তবে তিনি ভাল আছেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন