দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধনে ভোটমুখী বঙ্গকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদহ থেকে হাওড়া-কামাখ্যা ট্রেনের সূচনা করলেন মোদি। এর পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করতে বেশ কড়া বার্তা দিলেন মোদি। নাম না করে বেলডাঙার বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি তৃণমূলকেই দায়ী করলেন। বেলডাঙায় মহিলা সাংবাদিককে নিগ্রহের প্রসঙ্গে তুলে মোদি বললেন, "একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে।
এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?” বেলডাঙা পরিস্থিতির সঙ্গে এদিন একই সারিতে মোদি বসালেন অনুপ্রবেশ ইস্যুকে। তাঁর কথায়, ‘‘মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন