বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৭ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে বলে জানানো হয়েছে। পর্ষদ সূত্রে খবর, জেলা অনুযায়ী নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। ২৭ ও ২৮ জানুয়ারি কলকাতা থেকে আবেদন করা প্রার্থীদের ইন্টারভিউ হবে। ২৮ ও ২৯ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের এবং ২৯ ও ৩০ জানুয়ারি জলপাইগুড়ি থেকে আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ধাপে ধাপে সমস্ত জেলার প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন করা হবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন