বিগত দীর্ঘ সময় ধরেই ভাইজান সলমন খানের বিরুদ্ধে বহু মন্তব্য করেছেন ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ। সাম্প্রতিককালে তাঁর আর এক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ভাই আরবাজের প্রতি সলমন নাকি ভীষণই ঈর্ষাপরায়ণ, ভাইকে নাকি মোটেই পছন্দ করেন না সলমন। আরবাজকে নিয়ে নাকি নিরপত্তাহীনতায় ভোগেন ভাইজান এমনই অভিযোগ এনেছেন হঠাৎ পরিচালক অভিনব কাশ্যপ।‘দাবাং’ ছবির পরিচালক অভিনব বিস্ফোরক মন্তব্য করে আরও বলেন, ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করেছিলেন আরবাজ খানও। সেই ছবি থেকেই ভাই আরবাজের বহু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে দিতে বাধ্য করেছিলেন পরিচালককে সলমন। এখানেই শেষ নয়, এই নিয়ে নাকি দুই ভাইয়ের মধ্যে তুমুল কথা কাটাকাটিও হয়েছিল। অভিনব বলেন, ‘সলমন রাত দেড়টায় আমার ঘরে আসে। এসেই ওঁর চোখে পরে আরবাজের গুরুত্বপূর্ণ অংশগুলি। সেই অংশ সলমন ছবি থেকে বাদ দিয়ে দিতে বলে। ও শুধু নিজেকেই ছবিতে তুলে ধরতে চাইত।'‘দাবাং’ পরিচালক আরও বলেন, ‘দুই ভাই একবার তুমুল ঝগড়া করেছিল আমার সামনে। দু’জনের সম্পর্ক একেবারেই ভাল না। ওদের বোঝা খুব মুশকিল। সেটে ওদের ঝামেলা থামানো যাচ্ছিল না। আমি থামাতে গেলে বলেছিল তুমি এর মধ্যে জড়িয়ো না। এমনকী ছবিতে কী কি অংশ রয়েছে তা জানার জন্য ছবির এডিটরকেও অপহরণ করেছিল সলমন।' সলমন ও আরবাজের বিরুদ্ধে এহেন বিস্ফোরক মন্তব্য করে ফের চর্চায় অভিনব। দীর্ঘ সময় ধরেই সলমনের বিরুদ্ধে নানা অভিযোগ, কটাক্ষের বন্যা বইয়েছেন অভিনব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন