আজ প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এই সংক্রান্ত দুই মামলা ৪ ও ৫ নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। বিচারপতি এদিন প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত মামলাটি ডিস্পোজ করলেন।
আজ প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এই সংক্রান্ত দুই মামলা ৪ ও ৫ নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। বিচারপতি এদিন প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত মামলাটি ডিস্পোজ করলেন।
ভ্যাকসিন নিয়ে এখনও জটিলতা কাটেনি। বিভিন্ন জায়গায় লাইন দেওয়ার ছবি সামনে এসেছে। দীর্ঘ সময় লাইন দেওয়ার পর ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে, এমন অভিযোগও সামনে এসেছে। এ বার রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। গ্রামে টিকাকরণ কী ভাবে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভ্যাকসিন সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্য ও কেন্দ্র উভয়কেই হলফনামা দিতে হবে।
অবশেষে জল্পনা সত্যি হল। কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বিএস ইয়েদুরাপ্পা। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেবেন তিনি। এ দিনই তাঁর সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান রয়েছে। তার আগেই ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
করোনা বিধি মেনে খোলা হোক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সব ফি মকুব করা হোক। একাধিক দাবিতে সোমবার বিক্ষোভে শামিল হলেন ডিএসও-র সদস্যরা। আর তাঁদের এই কর্মসূচি ঘিরে সপ্তাহের প্রথম কাজের দিন কার্যত রণক্ষেত্র হয়ে উঠল শহরের অন্যতম ব্যস্ত এলাকা কলেজ স্ট্রিট।
জান গিয়েছে, সকালে কলেজ স্ট্রিটের সামনে জমায়েত হন ডিএসও কর্মী সমর্থকরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল করে তাঁরা কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত আসেন। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার জন্য পুলিশের তরফে প্রথমে আবেদন জানানো হয়। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থাকেন ডিএসও কর্মীরা। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডিএসও কর্মীদের। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করতে থাকে পুলিশ। বেশ কয়েকজন কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। কলেজ স্ট্রিট মোড় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এরপর একটি বাস নিয়ে আসা হয়। সেখানেও বিক্ষোভকারীদের তোলা হয়। এলাকায় পুলিশ পিকেট মোতায়েন।
অভিযোগ নতুন নয়। নার্সদের এই অভিযোগ অনেক দিনের। এ বার সেই দাবিতেই বিক্ষোভ শুরু। আজ বিকেলে এসএসকেএম হাসপাতালে জমায়েত হবে নার্সদের। তাঁদের সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, আজ সোমবার বিকেল ৩টেয় তাঁরা এসএসকেএম হাসপাতালে যাবেন। তাঁদের স্পষ্ট অভিযোগ, প্রশাসনিক স্তরে বারবার অভিযোগ জানানো হয়েছে।
করোনা আবহে পেনশন এবং বেতনের জন্য গ্রাহকদের আর ব্যাঙ্কের 'ওয়ার্কিং ডে'-র অপেক্ষা করতে হবে না। নয়া নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র তরফে আনা হচ্ছে 'ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসে'র নিয়মে পরিবর্তন, যার ফলে এ বার থেকে ছুটির দিনেও ব্যাঙ্কের আক্যাউন্টে চলে আসবে মাসিক বেতন বা বার্ধক্য ভাতা।
আদালতের নির্দেশ মত স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক স্তরে ইন্টারভিউয়ের জন্য বাতিল চাকরিপ্রার্থীদের অভিযোগ পত্র জমা নিচ্ছ। এদিন প্রার্থীদের অভিযোগ সম্বলিত নথি জমা নেওয়ার সময়সীমা বাড়ালো স্কুল সার্ভিস কমিশন। আজ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি।
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়ল স্কুল সার্ভিস কমিশনে। আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন তিনটি মাধ্যমে অভিযোগ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। কমিশন সূত্রে পাওয়া খবর, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে ইন্টারভিউ তালিকা নিয়ে প্রায় সাড়ে ৭ হাজার অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ইমেল মারফত সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে কমিশনে। প্রায় ৫ হাজার ৩০০ অভিযোগ জমা পড়েছে ইমেল মারফত।