Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

নভেম্বরে শিক্ষক নিয়োগের কথা ঘোষণার পরেও কথা রাখেনি মুখ্যমন্ত্রী; বিক্ষোভ টেট উত্তীর্ণদের

 ১২:২৮ AM     kolkata     No comments   

আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জট এখনও কাটেনি। চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। তবে আদালতের অনুমতি ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্টে। প্রাথমিকে চাকরি না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বড় অংশ। ডেপুটেশন দিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসেও। 

রাজ্যে তখন বিধানসভা নির্বাচন হয়নি। গত বছরে নভেম্বরে শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, ইতিমধ্যেই ২০ হাজার যুবক-যুবতী টেট পাস করেছে। শূন্যপদ ১৬,৫০০।

ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিন যাঁরা বালিগঞ্জে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয়ে সংসদেপ অফিসে ডেপুটেশন দিলেন, তাঁরা সকলেই ২০১৪ সালে টেট উত্তীর্ণ। 

বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ঘোষণায় আশার আলো দেখেছিলেন টেট উত্তীর্ণ কর্মপ্রার্থীরা। এমনকী, ইন্টারভিউয়ের পর সময়মতো ফলও বেরিয়ে গিয়েছে। কিন্তু সাত-আট মাস পেরিয়ে গেলেও অধিকাংশ প্রার্থীই চাকরি পাননি। এদিকে বয়স বেড়ে আচ্ছে, আর চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। সেকারণেই হয় 'নিয়োগ, না হয় স্বেচ্ছামৃত্যুর অনুমতি' দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৮ জুলাই, ২০২১

ব্যাঙ্ক লাটে উঠলে পেতে পারেন ৫ লক্ষ টাকা!

 ১১:১৯ PM     India     No comments   

 

ব্যাঙ্কের ভরাডুবি হলে আমানতকারীদের সুরক্ষা দিতে বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদীর সরকার। বুধবার ডিপোজিট ইনসিওরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন আইনের সংশোধন অনুমোদিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। একথা সাংবাদিকদের জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এর ফলে কোনও ব্যাঙ্কের বিপর্যয় হলে ৯০ দিনের মধ্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন আমানতকারীরা।  

বাজেটেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে রয়েছে যে সব ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। আগে ব্যাঙ্কগুলি সঙ্কটে পড়লে বীমা বাবদ মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেত। এবার সরকারের এই নতুন ঘোষণায় এ বার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদ টাকা পাবেন গ্রাহকরা। সেই টাকা পাওয়ার জন্যে বছরের পর বছর অপেক্ষাও করার প্রয়োজন পড়বে না। গ্রাহকরা টাকা পেয়ে যাবেন মাত্র ৯০ দিনের মধ্যে। 

কোনও কারণে ব্যাঙ্ক আর্থিক সঙ্কটে পড়লে ওই ব্যাঙ্কের লেনদেন বন্ধ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সে ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় ব্যাঙ্কের গ্রাহকদের। তাঁদের জমানো টাকা না তুলতে পারলে বিপদে পড়তে হয়। ব্যাঙ্কের গ্রাহকদের সেই ভয় দূর করতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই প্রসঙ্গে জানিয়েছেন, আরবিআই ব্যাঙ্কে 'মোরাটোরিয়াম' জারি করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা পাওয়া যাবে। নির্মলা সীতারমন বলেন, 'সরকারের এই নয়া সিদ্ধান্তে দেশের ৯৮.৩ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে গেল।'

সদ্য পঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অরপারেটিভ ব্যাঙ্ক ডুবে গিয়েছিল। তখনই আমানতকারীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। বাজেটেও আইনে সংশোধন করার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুল খোলা নিয়ে কেন্দ্রের ভাবনা কি? রাজ্যের হাতে সিদ্ধান্ত

 ৯:৪২ PM     India     No comments   

 

বর্তমান মহামারি পরিস্থিতিতে বাচ্চাদের জন্য স্কুল কবে থেকে খুলবে, তা নিয়ে চর্চা চলছে শিক্ষকদের মধ্যে। তবে এই স্কুল খোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রের সরকার। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। যদিও স্কুল খোলার বিষয়ে কোনও বিতর্কে জড়াতে চাইছে না কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে-র রিপোর্টে বলা হয়েছে, "এ নিয়ে এখনও কোনও আলোচনাই হয়নি"। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ সূত্রগুলি বলেছে, এটা সম্পূর্ণ ভাবে রাজ্যগুলির হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ অবশ্যই করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ। এই ঢেউয়ের তীব্রতা কতটা হতে পারে, সে বিষয়ে অনিশ্চিত নন বিশেষজ্ঞরা। এর আগেও কেন্দ্রের তরফে স্কুল খোলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু তার পর যা ঘটে, তা কারও অজানা নয়। তবে একই সঙ্গে কেন্দ্র আরও বলেছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও শিশুদের সংক্রমিত হওয়া বা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু উদ্বেগের কারণ হল এটাই যে, শিশুদের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্য প্রশাসনকে বুড়ো আঙ্গুল; করোনা আবহে চলছে শিশুদের স্কুল

 ৩:১৫ PM     kolkata     No comments   

 

সরকারের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে কোভিড নিয়ম না মেনেই চলছে স্কুল, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পৌঁছতেই বেপাত্তা হয় যান স্কুলের আধিকারিকরা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে কলেজ মোড় সংলগ্ন অভিযাত্রী শিশু বিদ্যা নিকেতনে। 

কোভিডের জেরে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। মাঝে লকডাউন শিথিল করে স্কুল খোলার ভাবনা চিন্তা শুরু হলেও, ফের সংক্রমণ বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত বদলে ফেলা হয়।

ফলে দেড় বছরের বেশি সময় কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি। এমনকি এ বারের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। এমন আবহে সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বালুরঘাটের প্রাণকেন্দ্রে শিশুদের স্কুল খুলে চলছিল পঠনপাঠন। বুধবার অভিযাত্রী শিশু বিদ্যা নিকেতন স্কুলে সংবাদমাধ্যমের কর্মীরা পৌঁছলে দেখা যায় স্কুলের দুটি ঘরে খুদে শিশুদের ক্লাস চলছে। সরকারি নির্দেশনামা না মেনে কীভাবে স্কুল চলছে, প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

টিম আইপ্যাককে 'মুক্তি' দিতে ত্রিপুরায় যাচ্ছেন ব্রাত্যরা!

 ১০:১২ PM     kolkata     No comments   

 

তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিমকে ত্রিপুরায় হেনস্তা করার অভিযোগ উঠেছে। সে রাজ্যের পুলিশের এহেন আচরণের নিন্দায় সোমবারই সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার হেনস্তার প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ শুরু করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

তৃণমূল সূত্রে খবর, বুধবার সকালে ৯ টা ২০-র বিমান ধরে ত্রিপুরায় যাচ্ছেন ব্রাত্য-মলয়রা। সেখানে পৌঁছে আগরতলার হোটেলে বন্দি আইপ্যাকের সদস্যদের মুক্ত করার যাবতীয় প্রক্রিয়া তাঁরা শুরু করবেন। এরপর বৃহস্পতিবার দিল্লি থেকে সোজা ত্রিপুরায় চলে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

স্থানীয় সূত্রে খবর, কোভিড প্রোটোকলের 'অজুহাতে' আইপ্যাকের সংস্থার ২৩ সদস্যকে আটকে রাখা হয়েছে। এই নিয়ে ত্রিপুরার তৃণমূল রাজ্য সভাপতি আশিসলাল সিংয়ের বক্তব্য, "করোনা পরীক্ষা হয়ে যাওয়ার পরও তাঁদের হোটেল থেকে বেরোতে দেওয়া হয়নি। পরশু থেকে আইপ্যাকের সদস্যদের হেনস্থা করা হয়েছে।" এর প্রতিবাদে ত্রিপুরায় মিছিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ এস বোম্মাই!

 ৯:৪৪ PM     India     No comments   

 

অবশেষে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা অবসান। বিএস ইয়েদুরাপ্পার উত্তরসূরী হিসেবে বাসবরাজ বোম্মাইকে বেছে নিল বিজেপি পরিষদীয় দল। ইয়েদুরাপ্পার মতো লিঙ্গায়েত সম্প্রদায়ের শক্তিশালী নেতা বোম্মাই। ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠও। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসআর বোম্মাইয়ের পুত্র তিনি।

জনতা দল ইউনাইটেড ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

রাজ্য বিজেপির অভ্যন্তরে ক্রমশই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা শোনা যাচ্ছিল ইয়েদুরাপ্পার। এরপর ইস্তফা দেন ইয়েদুরাপ্পা। আজ বেঙ্গালুরুতে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল। সেখানেই মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয় বাসবরাজ এস বোম্মাইকে। 

কর্নাঠকে গত কয়েক বছরে তিনবার বদলেছে মুখ্যমন্ত্রী। জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফার পর দায়িত্ব নিয়েছিলেন বিজেপির ইয়েদুরাপ্পা। এবার সেই মুখ্যমন্ত্রীরও বদল ঘটল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রথা ভেঙে মুকুলকে পিএসি চেয়ারম্যান পদ কেন? মামলা বিজেপি বিধায়কের

 ৯:৩০ PM     kolkata     No comments   

মুকুল রায়কে কীভাবে পিএসি-র চেয়ারম্যান? তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। মামলাকারীর প্রশ্ন, মুকুল রায় বিজেপি মনোনীত প্রতিনিধি নন। তাহলে তাঁকে কীভাবে বিজেপি মনোনীত প্রতিনিধি হিসাবে দেখানো হল। যে মর্মে বিধানসভার স্পিকার তাঁকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলেন সেটা সম্পূর্ণ বেআইনি।

বিধানসভার পিএসি-র চেয়ারম্যান পদে বসার কথা বিরোধীদলের কোনও বিধায়কের। 

সূত্রের খবর, জনস্বার্থ মামলায় আবেদনকারী বিজেপি বিধায়ক জানতে চেয়েছেন, কীভাবে এবং কোন যুক্তিতে মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করা হল? বিজেপি যে ৬ বিধায়কের নামের তালিকা দিয়েছিল, সেখানে মুকুল রায়ের নাম ছিল না। তাহলে কৃষ্ণনগরের বিধায়ককে কীভাবে বিজেপি দ্বারা মনোনীত প্রতিনিধি হিসেবে দেখানো হচ্ছে? বিজেপি বিধায়কের দাবি, যে মর্মে মুকুলকে চেয়ারম্যান করা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি। অম্বিকার বক্তব্য, সংসদীয় এবং পরিষদীয় প্রথা অনুযায়ী পিএসি চেয়ারম্যানের পদ প্রধান বিরোধী দলের প্রাপ্য। কিন্তু মুকুলকে পিএসি চেয়ারম্যান করে সেই প্রথা ভেঙেছে রাজ্যের শাসকদল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates