করোনা আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে বহু সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে, এমন আবহে এবার ১ লাখ কর্মী নিয়োগের ঘোষণা করল তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজ্যান্ট। শুধু তাই নয়, ২০২২ সালের মধ্যে এই সংস্থা ৪৫ হাজার ফ্রেশারকে নিয়োগ করবে বলে জানিয়েছে কগনিজ্যান্ট।
শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
বেতন বাড়ছে সরকারি কর্মী-পেনশনভোগী-শিক্ষকদের!
সরকারি কর্মীদের জন্য বড় খবর । এই সিদ্ধান্তের ফলে ১৬ লক্ষ সরকারি কর্মী ও ১২ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীরা ব্যাপক সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অর্থ দফতরকে এই নিয়ে পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ কর্মচারীদের ডিএ ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও ২৮ শতাংশ ডিআর ধার্য করা হয়েছে।
তাঁদের ডিএ ১১ শতাংশ বৃদ্ধি করে মোট ডিএ ২৮ শতাংশ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রের মত জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও অবসরপ্রাপ্ত কর্মী ও শিক্ষকদের জন্য ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের ডিএ ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর ২০২০ সালের ২৪ এপ্রিল থেকে ফ্রিজ করা হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও পেনশনভোগীদের জন্য ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
বড় সিদ্ধান্ত; এবার থেকে বাংলায় পড়া যাবে ইঞ্জিনিয়ারিং
এবার থেকে ১১টি ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেতে চলেছেন ছাত্রছাত্রীরা। মূলত এই কারণেই তথ্যপঞ্জি তৈরি করছে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন। বৃহস্পতিবার জাতীয় শিক্ষানীতির এক অনুষ্ঠানে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইচ্ছার বিরুদ্ধে কর্মীর বেতন কাটা যায় না!
'অনুদান' নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। এই 'অনুদান' বিষয়টি গোটাটাই দাতার ইচ্ছার উপর নির্ভর করে। কোনও ব্যক্তির বেতন থেকে জোর করে অনুদান হিসেবেও কোনও অর্থ কেটে নেওয়া বেআইনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করে এমনই রায় দিল কলকাতা হাই কোর্ট। কোন মামলার প্রেক্ষিতে আদালতের এমন রায়? এই ঘটনার সূত্রপাত গতবছরের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের সময়।
বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
কতদিন চলবে বৃষ্টি? পড়ুন
নিম্নচাপের জেরে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। এদিন দুপুরে বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসন তড়িঘড়ি বৈঠকে বসে। উপকূল এলাকার কাঁচা বাড়ির বাসিন্দাদের স্কুল বা ফ্লাড সেন্টারে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। জল জমেছে শহর কলকাতার ৯০ শতাংশ জায়গায়।
যার জেরেই রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা এবং জেলা সংলগ্ন অঞ্চল গুলিতে সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে। এছাড়াও কাল বৃষ্টিপাত হবে বাঁকুড়া, কলকাতা, পশ্চিম বর্ধমানের মতন জেলাগুলিতে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতেও। ভারী বৃষ্টির সম্ভাবনার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
শিক্ষকদের বদলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল স্কুলশিক্ষা দফতর!
আগামী সপ্তাহ থেকে 'উৎসশ্রী' পোর্টালে শিক্ষকদের অনলাইন বদলির আবেদন গ্রহণ করবে রাজ্য সরকার। বুধবার স্কুলশিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২ আগস্ট থেকে প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক-সমস্ত স্তরের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে নেওয়া শুরু হবে।
প্রসঙ্গত, শিক্ষকদের জন্য নয়া প্রকল্প 'উৎসশ্রী' এনেছে রাজ্য সরকার। ২২ জুলাই নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, নিজের জেলা বা নিজের বাড়ির কাছে বদলি চান বহু শিক্ষক-শিক্ষিকারা। বহুদিন ধরে বিষয়টি আটকে ছিল বলে খবর। এবার সেই আবেদন খতিয়ে দেখতে প্রকল্প চালু করছে রাজ্যে।
১৫ অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রাজ্যে; পুজোর আগে রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের
করোনা রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। কেবল জরুরি পরিষেবায় ছাড়। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে। ৩১ জুলাই পর্যন্ত যে বিধি-নিষেধ জারি ছিল, তার মেয়াদ বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হয়েছে।
এদিকে, করোনা মোকাবিলার সমস্ত নিয়মবিধি আগামী ৩১ অগস্ট চলবে— স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করে তা জানিয়ে দেওয়া হল। সক্রিয় রোগীর সংখ্যা কমতেই বিভিন্ন রাজ্য কোভিডবিধি শিথিল করার পথে হাঁটতে শুরু করেছে। দৈনিক সংক্রমণ কমে আসা পরিতৃপ্তির বিষয় হলেও এখনই আত্মতুষ্টিতে ভুগলে হবে না। খুবই সচেতন এবং সতর্ক হয়ে সমস্ত পদক্ষেপ করতে হবে, নির্দেশিকা জারি করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, আর-ফ্যাক্টর (এক জনের থেকে কত জনের শরীরে সংক্রমণ ছড়াচ্ছে, তা বোঝা যায় আর-ফ্যাক্টর থেকে) এখন অনেক জায়গাতেই একের নীচে রয়েছে। তা যাতে কোনও ভাবেই না বাড়ে, সে দিকে বিশেষ লক্ষ্য রাখা জরুরি। প্রয়োজনে, কড়া পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।
সামনেই পুজোর মরসুম। সেই বিষয়টি মাথায় রেখে যাতে পূর্বনির্ধারিত 'পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিৎসা-টিকাকরণ-কোভিডবিধি'— এই পাঁচ-স্তরীয় নীতি মেনে চলা হয়, তারও পরামর্শ দেওয়া হয়েছে।