শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। ফের রাজ্যে কবে শিক্ষক নিয়োগ হবে এই নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা। এমন সময় সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শূন্যপদের সংখ্যা জানার প্রক্রিয়া শুরু করল মাদ্রাসা সার্ভিস কমিশন (এমএসসি)।
শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। ফের রাজ্যে কবে শিক্ষক নিয়োগ হবে এই নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা। এমন সময় সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শূন্যপদের সংখ্যা জানার প্রক্রিয়া শুরু করল মাদ্রাসা সার্ভিস কমিশন (এমএসসি)।
অজন্তা নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এবার কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গত বুধবার তৃণমূলের মুখপত্রে অজন্তার 'বঙ্গ রাজনীতিতে নারীশক্তি' শীর্ষক বিশেষ নিবন্ধের প্রথম কিস্তি প্রকাশিত হয়। তার পরেই রাজ্য সিপিএমের অন্দরে আলোড়ন পড়ে যায়।
উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ তালিকা নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পরল স্কুল সার্ভিস কমিশনে। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে। শনিবার পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে মোট অভিযোগ জমা পড়েছে ২৫৫০০টি। যার মধ্যে এক তৃতীয়াংশ অভিযোগ একাধিকবার জমা পড়েছে বলেও দাবি কমিশনের।
'আমাদের চাকরি চাই'। এই দাবিতেই রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। দ্রুত সেখানে আসে বিশাল পুলিশ বাহিনী। চাকরিপ্রার্থীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়। এদিন সকালে কালিন্দিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ৮০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের চাকরি প্রার্থী।
বিশ্বের এক নম্বরের কাছে সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু। হৃদয় ভেঙেছিল গোটা দেশের। কিন্তু সেই ম্যাচের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অলিম্পিকের মঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর।
এদিন শুরু থেকেই ছিলেন চেনা ছন্দে।
দ্বিতীয় গেমেও সেই এক মেজাজ। কখনও RALLY করিয়ে, কখনও কোর্ট জুড়ে খেলিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করাচ্ছিলেন হায়দরাবাদী শাটলার। আর এদিন হায়দরাবাদী এক একটা বিষাক্ত স্ম্যাশের কাছে অসহায় আত্মসমর্পণ করছিলেন চিনের প্রিতপক্ষ। দ্বিতীয় গেমেও দুরন্ত জয়। ২১-১৫ ফলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু। ৫২ মিনিটেই ব্রোঞ্জ জিতলেন সিন্ধু।
চাকরিজীবীদের জন্য ভাল খবর আসছে। কর্ম সময়ের বেশি যদি ৩০ মিনিটও কোনও কর্মী অফিসের কাজ করেন তবে সেই কর্মীকে ওভারটাইম বা বাড়তি সময় কাজ করার জন্য কর্মীদের অতিরিক্ত টাকা দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে লেবার কোড নিয়ম চালু করার দিকে এগোচ্ছে। যা এই মুহূর্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদি সারা দেশে লেবার কোড আইন বা শ্রম আইন কার্যকর হয় সেক্ষেত্রে অফিসে কাজ করার পদ্ধতিতে বড়সড় বদল আসতে চলেছে। এই নতুন নিয়ম কার্যকর হলে কাজের সময় বাড়তে পারে। বদলে যাবে কাজের স্টাইল এমনকী ৩০ মিনিট বেশি কাজ করলে সংস্থাকে অতিরিক্ত সময়ের টাকা দিতে হবে কর্মচারীদের।
করোনার কারণে বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। চলতে থাকা এমন আবহে গত বছরই রাজ্য স্কুল শিক্ষা দফতর নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য 'টেলিফোনে ক্লাস' শুরু করেছিল। ইতিবাচক ফলাফল পাওয়ার পর এ বছর আরও এক ধাপ এগোল এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার।
কী ভাবে এই প্রকল্প চলবে সে বিষয়ে ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ক্লাস চালানো হবে দুটি পর্যায়ে। মন্ত্রী বলেন "রবিবার বাদে সকাল ১০.৩০ থেকে বেলা দেড়টা পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য ক্লাস হবে। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থা থাকবে।" সে ক্ষেত্রে পুরো ব্যবস্থাটিকে পরিচালনার জন্য ১৩২৪জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে।