অবশেষে লোকসভায় পাস হল গুরুত্বপূর্ণ ওবিসি বিল। এর আগেও একাধিক বিল পাস হয়েছে লোকসভায়। তবে এই বিল পাস হওয়ায় এবার থেকে রাজ্যগুলি নিজেদের মতো করে ওবিসি তালিকা তৈরি করতে পারবে। বিরোধীরাও এই বিল কে সমর্থন জানিয়েছে।
বুধবার, ১১ আগস্ট, ২০২১
'দৃষ্টান্তমূলক' কাজের সম্মান; মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার পাচ্ছেন কলকাতার নগরপাল
পশ্চিমবঙ্গ সরকারের তরফে পুলিশ পুরস্কারের জন্য নাম মনোনীত করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। প্রতিবছর আইপিএস আধিকারিকদের কাজের ভিত্তিতে তাঁদের পুরস্কৃত করা হয়। এবার সেই তালিকা নাম রয়েছে কলকাতার নগরপাল সৌমেন মিত্রর।
'পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস'-এর সম্মান দেওয়া হচ্ছে আইপিএস পীযূষ পাণ্ডে এবং আইপিএস ডিপি সিংকে। এখন পীযূষ পাণ্ডে রয়েছেন এডিজি (কারা)-র দায়িত্বে এবং ডিপি সিংহ উত্তরবঙ্গের আইজি। প্রশংসনীয় কাজের জন্য পদক পাচ্ছেন মোট সাত জন আইপিএস অফিসার। আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে এঁদের প্রত্যেককে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৭ অগাস্ট থেকে স্কুল খোলার অনুমতি!
করোনা আবহে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। মহারাষ্ট্রে দৈনিক করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা আগের থেকে অনেকটাই কমেছে। এরইমধ্যে রাজ্য সরকার বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে রাজ্য সরকার স্কুল খোলার কথা জানিয়েছে।
এদিকে বম্বে হাইকোর্ট একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত মহারাষ্ট্র সরকারের নির্দেশ মঙ্গলবার স্থগিত করে দিয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দশম শ্রেণী উত্তীর্ণ পড়ুয়াদের জন্য সশরীরে হাজির হয়ে প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি মাসে। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের গত ২৮ মে জারি নির্দেশিকা খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
আইন মেনে কতজনকে নিয়োগ করা যায় খতিয়ে দেখছে কমিশন: SSC-র চেয়ারম্যান
শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। বার বার অনিয়মের অভিযোগ এনেছেন চাকরিপ্রার্থীদের বড় অংশ। অনিয়মের প্রতিবাদে একাধিকবার আন্দোলনে নামতে দেখা গিয়েছে চাকরিপ্রার্থীদের।
এসএসসি-র চাকরিপ্রার্থীদের আন্দোলনের জের। আবেদনের ভিত্তিতে নিয়ম মেনে নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর একথা জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। মেধা তালিকায় নাম থাকার পরেও তাঁদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ তুলেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য আবেদনকারীদের একাংশ। সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে ১৮৭ দিন ধরে অনশন চলেছে এই সমস্ত চাকরিপ্রার্থীরা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও কমিশনের সচিব সেই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়া ছিলেন রাজ্যে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরে প্রধান সচিবও। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, অর্থাৎ যাঁরা অভিযোগ করছেন যে, মেধাতালিকায় নাম থাকার পরেও তাঁদের নিয়োগ করা হয়নি বা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন দমিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন-তাঁদের বিষয়গুলি খতিয়ে দেখবে সরকার। তাঁদের অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলে বৈঠক শেষে জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার।
তিনি বলেন, তাঁদের অভিযোগগুলি কী রকম তার একটা বিশ্লেষণ করা হবে। তাঁদের মধ্যে যাঁদের সত্যি সত্যিই সমস্যা হয়েছে, তাঁরা অ্যাগ্রিভড- সেটা দেখা হবে। দুই নম্বর হচ্ছে, তাঁদের কীভাবে বা কতজনকে অ্যাকমোডেট করা যায় আইন মেনে, ন্যায্যভাবে সেটা আমাদের বিষয় রয়েছে।
দেশে কোণঠাসা; তবু মমতার থেকে এগিয়ে সিপিআই(এম)
রাজনীতির হিসাবে মমতার থেকে অনেক পিছিয়ে গিয়েছেন বিমান-ইয়েচুরি-বিজয়ন-কারাটরা। কিন্তু দলীয় আয়ের নিরিখে এখনও তৃণমূলের থেকে বেশ খানিকটা এগিয়ে সিপিআই(এম)। এ বছর জানুয়ারিতে ভারতের নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে তৃণমূল। তার আগেই নিজেদের আয়-ব্যয়ের হিসেব জমা দেয় সিপিআই(এম)।
গুরুত্বপূর্ণ উদ্যোগ; প্রতি মাসে ১ টাকা খরচায় পেয়ে যান ২ লক্ষ টাকা কভারেজ
প্রতিটা মানুষের জন্যই জীবনবিমা গুরুত্বপূর্ণ। এবার প্রতি মাসে ১ টাকা খরচায় পেয়ে যান ২ লক্ষ টাকা কভারেজ। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নতুন এক প্রকল্প আনা হচ্ছে। যেখানে আপনি প্রতি মাসে ১ টাকা করে দিলেই আপনি পেয়ে যাবেন ২ লক্ষ টাকার কভারেজ।
দরিদ্র পরিবারগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের সরকার। এই যোজনার অধীনে বছরে মাত্র ১২ টাকার বিনিময়ে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনার কভারেজ পাওয়া যায়।
কীভাবে এই যোজনায় নিজেকে নিবন্ধন করবেন? সেই রাস্তাও খুবই সহজ। আপনার নিকটস্থ ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন আপনি। আপনি বিমা এজেন্টের সঙ্গেও কথা বলতে পারেন। সরকারি ও বেসরকারি বিমা কোম্পানিগুলো ব্যাঙ্কের সহযোগিতায় এই পরিষেবা প্রদান করে থাকে।
হৃদরোগে আক্রান্ত; আশঙ্কাজনক ক্রিস কেয়ার্ন্স
নিউজিল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার ক্রিস কেয়ার্ন্স হৃদরোগে আক্রান্ত। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্যানবেরায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ক্রিস রয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৫১ বছর বয়সি এই প্রাক্তন অলরাউন্ডার। সেই থেকেই অসুস্থ ছিলেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন ক্রিস। দুটি টি২০ ম্যাচও খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে কিউই অলরাউন্ডারের সংগ্রহ ৮২৭৩ রান এবং ৪২০টি উইকেট। টেস্টে পাঁচটি এবং একদিনের ক্রিকেটে চারটি শতরান রয়েছে তাঁর।