কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই পড়ুয়াদের হাতে সরাসরি তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নবান্ন সূত্রে খবর, ১৭০ জন আবেদনকারী পড়ুয়াকে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে। জেলাশাসক অফিস মারফত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করা হবে। তবে আপাতত বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকেই এই ১৭০ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। যে ১৭০ জন পড়ুয়ার আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই ম্যানেজমেন্ট কোর্সে পড়াশোনা করতে আগ্রহী।
রবিবার, ১৫ আগস্ট, ২০২১
শনিবার, ১৪ আগস্ট, ২০২১
দ্রুত কমছে সংক্রমণ; খুলছে স্কুল
রাজ্য সহ দেশে কমছে সংক্রমণ। আর সেই কারণে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার। তবে বর্তমানে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন পাঠন শুরু করা হবে।
সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিকা জারি নবান্নর!
কাজের দিনে সব অফিসার ও কর্মীদের হাজির থাকার নির্দেশিকা জারি করল নবান্ন। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই দফতরটি স্বরাষ্ট্র সচিবের অধীনস্থ।
করনা পরিস্থিতিতে সরকারি অফিসগুলিতে প্রতিদিন ২৫ শতাংশ কর্মী হাজিরার নির্দেশ রয়েছে। সেই নির্দেশের পরও অনেক অফিসেই কর্মীরা যথা সময়ে অফিস আসছে না। অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন।
করোনা মোকাবিলায় রাজ্যগুলির অর্থসংকট মেটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ কেন্দ্রের!
করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে যাতে অর্থ সংকটের সম্মুখীন না হতে হয়, সেই কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল কেন্দ্রের সরকার। কোভিড পরিস্থিতিতে জরুরি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতির জন্য কেন্দ্র অর্থসাহায্যের কথা ঘোষণা করেছিল আগেই। শুক্রবার তার দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়া হল রাজ্যগুলির হাতে। এই অর্থ দিয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।
একে অতিমারী, তার উপর দেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগে সমস্যায় ভুগছে দেশের মানুষ।
নতুন মন্ত্রীসভার শপথের পরই করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যেই একটা বড় অংশ দেওয়ার কথা রাজ্যগুলিকে। রাজ্যগুলি যাতে আগেভাগে তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিতে পারে সেটা নিশ্চিত করাই আসল উদ্দেশ্য।
বঙ্গে স্কুল খোলার পরিকল্পনা; পরিকাঠামোর সমীক্ষা
এখনও করোনা মুক্ত হতে পারেনি দেশ। যদিও পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এমন আবহে পুজোর পর স্কুল খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পরিকাঠামো সংক্রান্ত খুঁটিনাটি তথ্য চেয়ে পাঠালেন বিদ্যালয় পরিদর্শকরা (ডিআই-প্রাথমিক ও মাধ্যমিক)।
তাঁদের বক্তব্য, করোনা আবহে প্রায় দেড় বছর স্কুল বন্ধ।
রাজ্যে সরকার 'পুনরায় স্কুল খোলার উদ্দেশ্যে পরিকাঠামো সমীক্ষা'য় নির্দিষ্ট ফরম্যাটে স্কুলের নাম, ঠিকানা, বিদ্যালয় প্রধানের নাম ও ফোন নম্বর-সহ স্কুলে শ্রেণিকক্ষ, পানীয় জল সরবরাহের উৎস এবং শৌচাগারের অবস্থা জানতে চাওয়া হয়েছে। কোনওটা সারানোর প্রয়োজন কি না, থাকলে আনুমানিক খরচ কত, তার বিশদ হিসাবও চাওয়া হয়েছে। একই সঙ্গে মিড ডে মিলের রান্নাঘর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, চেয়ার, টেবিল এবং বেঞ্চের সংখ্যা ও প্রয়োজনীয়তা-সহ নানা বিষয়ে পর্যাপ্ত তথ্য ও প্রয়োজনীয় অর্থের নথি পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া স্কুল সাফাই ও স্যানিটাইজেশনের জন্য আনুমানিক খরচ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালে ভরতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়; ফোনে দাদার খোঁজ নিলেন সৌরভ
শুক্রবার সন্ধেয় হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভরতি করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসকে। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে আচমকাই শরীর খারাপ লাগে তাঁর। মাস কয়েক আগেই হার্টে স্টেন্ট বসেছে তাঁর। তাই কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে দ্রুত হাসপাতালে ভরতি করা হয়।
শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
নয়া নির্দেশিকায় আরও ছাড় নবান্নর! পড়ুন
গতকালই নাইট কার্ফুর ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে নবান্ন। শুক্রবার এই নির্দেশিকা জারির মাধ্যমে নতুন করে রাজ্য সরকার বিধিনিষেধে আরও কিছু ছাড়পত্র দিল। নতুন নির্দেশিকায় আরও শিথিল করে ঘোষণা করা হয়েছে, এখন থেকে রাজ্যে দোকানপাট, বার-রেস্তোরাঁ রাত সাড়ে ১০ টা পর্যন্ত খুলে রাখা যাবে।