Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ১৫ আগস্ট, ২০২১

কথা রাখলেন মুখ্যমন্ত্রী; আরও ১৭০ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

 ১:০৯ AM     kolkata     No comments   



কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই পড়ুয়াদের হাতে সরাসরি তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নবান্ন সূত্রে খবর, ১৭০ জন আবেদনকারী পড়ুয়াকে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে। জেলাশাসক অফিস মারফত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করা হবে। তবে আপাতত বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকেই এই ১৭০ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। যে ১৭০ জন পড়ুয়ার আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই ম্যানেজমেন্ট কোর্সে পড়াশোনা করতে আগ্রহী।

নবান্ন সূত্রে খবর আগামী মঙ্গলবার সবথেকে বেশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। আলিপুরদুয়ার থেকে পাঁচজন, কোচবিহার থেকে পাঁচজন , দার্জিলিং থেকে দু-জন, কালিম্পং থেকে একজন, উত্তর দিনাজপুর থেকে ৯-জন, মালদহ থেকে এগারো জন,জলপাইগুড়ি থেকে তিনজন , নদিয়া থেকে তিনজন, পূর্ব বর্ধমান থেকে ৩৩ জন, পশ্চিম বর্ধমান থেকে ৬-জন , হাওড়া থেকে ৬-জন, হুগলি থেকে ৩৭ জন, উত্তর ২৪ পরগণা থেকে চারজন, দক্ষিণ ২৪ পরগণা থেকে দশজন, বাঁকুড়া থেকে ১৪ জন , পূর্ব মেদিনীপুর থেকে আটজন, পশ্চিম মেদিনীপুর থেকে পাঁচজন  এবং কলকাতার দশজন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

দ্রুত কমছে সংক্রমণ; খুলছে স্কুল

 ১১:৪৮ PM     India     No comments   

রাজ্য সহ দেশে কমছে সংক্রমণ। আর সেই কারণে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার। তবে বর্তমানে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন পাঠন শুরু করা হবে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, যেসব জেলায় সংক্রমণের হার ২ শতাংশের কম, সেই সমস্ত জেলায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবে। টিকা নেওয়া থাকলে তবেই অভিভাবক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে ঢোকার অনুমতি পাবেন। কর্ণাটকে ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ২২ জনের। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিকা জারি নবান্নর!

 ৭:০৮ PM     kolkata     No comments   

 


কাজের দিনে সব অফিসার ও কর্মীদের হাজির থাকার নির্দেশিকা জারি করল নবান্ন। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই দফতরটি স্বরাষ্ট্র সচিবের অধীনস্থ।   

করনা পরিস্থিতিতে সরকারি অফিসগুলিতে প্রতিদিন ২৫ শতাংশ কর্মী হাজিরার নির্দেশ রয়েছে। সেই নির্দেশের পরও অনেক অফিসেই কর্মীরা যথা সময়ে অফিস আসছে না। অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন।

কেউ কেউ সময়ের আগে বাড়ি চলে যাচ্ছেন বলেও অভিযোগ। ফলে গুরুত্বপূর্ণ ফাইল আনা, চিঠি তৈরির মতো লোকও পাওয়া যাচ্ছে না। স্থায়ী তো বটেই অস্থায়ী কর্মীদের উপস্থিতিও তথৈবচ। অফিসার-কর্মীদের গরহাজিরায় ক্ষুব্ধ নবান্ন। কারণ এখন স্টাফ স্পেশাল ট্রেন চলছে। চালু হয়েছে মেট্রো। বাসও পরিষেবাও স্বাভাবিক। ফলে অফিসে আসতে কোনও সমস্যা হবে না কর্মীদের। সরকারি কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে জারি করা হল সরকারি নির্দেশিকা। ওই নির্দেশিকায় বলা হয়েছে,'নজরে এসেছে, কাজের সময় অফিসারদের পাওয়া যাচ্ছে না। নিরবচ্ছিন্ন জনপরিষেবা দিতে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের সকল অফিসার, কর্মী ও অস্থায়ী কর্মীদের সব কর্মদিবসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

করোনা মোকাবিলায় রাজ্যগুলির অর্থসংকট মেটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ কেন্দ্রের!

 ৪:৩১ PM     India     No comments   

 

করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে যাতে অর্থ সংকটের সম্মুখীন না হতে হয়, সেই কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল কেন্দ্রের সরকার। কোভিড পরিস্থিতিতে জরুরি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতির জন্য কেন্দ্র অর্থসাহায্যের কথা ঘোষণা করেছিল আগেই। শুক্রবার তার দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়া হল রাজ্যগুলির হাতে। এই অর্থ দিয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। 

একে অতিমারী, তার উপর দেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগে সমস্যায় ভুগছে দেশের মানুষ।

অথচ, সেই অতিমারীর বছরেই কেন্দ্রের রাজস্ব ভাগ বাবদ গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম টাকা পেয়েছে রাজ্যগুলি। যা নিয়ে রাজ্যগুলির মধ্যে অসন্তোষ ছিল। করোনার ভ্যাকসিন কেনা নিয়েও এর আগে একাধিক রাজ্যের প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু নতুন মন্ত্রীসভার শপথের পরই আগের 'ভুল' শুধরে নেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। 

নতুন মন্ত্রীসভার শপথের পরই করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যেই একটা বড় অংশ দেওয়ার কথা রাজ্যগুলিকে। রাজ্যগুলি যাতে আগেভাগে তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিতে পারে সেটা নিশ্চিত করাই আসল উদ্দেশ্য। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বঙ্গে স্কুল খোলার পরিকল্পনা; পরিকাঠামোর সমীক্ষা

 ৩:৪১ PM     kolkata     No comments   

 

এখনও করোনা মুক্ত হতে পারেনি দেশ। যদিও পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এমন আবহে পুজোর পর স্কুল খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পরিকাঠামো সংক্রান্ত খুঁটিনাটি তথ্য চেয়ে পাঠালেন বিদ্যালয় পরিদর্শকরা (ডিআই-প্রাথমিক ও মাধ্যমিক)। 

তাঁদের বক্তব্য, করোনা আবহে প্রায় দেড় বছর স্কুল বন্ধ।

ভাইরাসের দাপট এখন কিছুটা কমায় এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হয়েছিল। কিন্তু করোনার কারণে পরে স্কুলে স্কুলে কোয়ারান্টিন সেন্টার ও বিধানসভা ভোটের জন্য কমিশন বহু স্কুল অধিগ্রহণ করে। তারপর ইয়াসের তাণ্ডব ও জেলায় জেলায় অতি বৃষ্টি এবং জলাধার থেকে ছাড়া জলের জেরে সাম্প্রতিক পরিস্থিতির পর স্কুলগুলির প্রকৃত চেহারাটা এখন কেমন? তা জানতেই এই সমীক্ষা বলে একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক জানাচ্ছেন। 

রাজ্যে সরকার 'পুনরায় স্কুল খোলার উদ্দেশ্যে পরিকাঠামো সমীক্ষা'য় নির্দিষ্ট ফরম্যাটে স্কুলের নাম, ঠিকানা, বিদ্যালয় প্রধানের নাম ও ফোন নম্বর-সহ স্কুলে শ্রেণিকক্ষ, পানীয় জল সরবরাহের উৎস এবং শৌচাগারের অবস্থা জানতে চাওয়া হয়েছে। কোনওটা সারানোর প্রয়োজন কি না, থাকলে আনুমানিক খরচ কত, তার বিশদ হিসাবও চাওয়া হয়েছে। একই সঙ্গে মিড ডে মিলের রান্নাঘর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, চেয়ার, টেবিল এবং বেঞ্চের সংখ্যা ও প্রয়োজনীয়তা-সহ নানা বিষয়ে পর্যাপ্ত তথ্য ও প্রয়োজনীয় অর্থের নথি পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া স্কুল সাফাই ও স্যানিটাইজেশনের জন্য আনুমানিক খরচ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাসপাতালে ভরতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়; ফোনে দাদার খোঁজ নিলেন সৌরভ

 ৩:০১ PM     kolkata     No comments   

 

শুক্রবার সন্ধেয় হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভরতি করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসকে। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে আচমকাই শরীর খারাপ লাগে তাঁর। মাস কয়েক আগেই হার্টে স্টেন্ট বসেছে তাঁর। তাই কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে দ্রুত হাসপাতালে ভরতি করা হয়।

জানা গিয়েছে, গ্যাসের কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে আপাতত অনেকটাই সুস্থ সিএবি (CAB) সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

নয়া নির্দেশিকায় আরও ছাড় নবান্নর! পড়ুন

 ৭:৩৩ PM     kolkata     No comments   

 

গতকালই নাইট কার্ফুর ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে নবান্ন। শুক্রবার এই নির্দেশিকা জারির মাধ্যমে নতুন করে রাজ্য সরকার বিধিনিষেধে আরও কিছু ছাড়পত্র দিল। নতুন নির্দেশিকায় আরও শিথিল করে ঘোষণা করা হয়েছে, এখন থেকে রাজ্যে দোকানপাট, বার-রেস্তোরাঁ রাত সাড়ে ১০ টা পর্যন্ত খুলে রাখা যাবে।

আগে এই ছাড় ছিল রাত ৮টা পর্যন্ত। ১৫ অগস্ট থেকে এই শিথিলতা বলবৎ হবে। যদিও রাত সাড়ে ১০ টার পর কোনও ভাবেই বার-রেস্তোরাঁ খোলা রাখা যাবে না বলে জানিয়েছে নবান্ন। কারণ রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এখনও কার্যকর থাকছে নাইট কার্ফু। গতকালই নবান্নে বসে একাধিক বিধিনিষেধে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণায় লোকাল ট্রেন চালু করা নিয়ে কোনও আশার কথা তিনি শোনাননি। তবে জানান যে, ৩১ অগস্ট পর্যন্ত বিধির মেয়াদ বাড়ানো হচ্ছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates