বিচারপতি কৌশিক চন্দকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হল। শীর্ষ আদালতের কলেজিয়াম মঙ্গলবার এক বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সরকারিভাবে বিবৃতি দিয়ে এই তথ্য জানায় দেশের শীর্ষ আদালত।
বিচারপতি কৌশিক চন্দকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হল। শীর্ষ আদালতের কলেজিয়াম মঙ্গলবার এক বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সরকারিভাবে বিবৃতি দিয়ে এই তথ্য জানায় দেশের শীর্ষ আদালত।
বিজেপি বিধায়ক চন্দনা বাউরির দ্বিতীয় বিয়ের অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে বাঁকুড়ায়। জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শালতোড়ার বিধায়ক চন্দনা। তাঁর দাবি, পুরোটাই বিরোধীদের চক্রান্ত। তাঁকে অপদস্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
এবারের নির্বাচনে নজরে ছিলেন চন্দনা বাউরি। কারণ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া চন্দনাকে ভোটের ময়দানে দেখে কিছুটা অবাকই হয়েছিলেন সকলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধায়ক হওয়ার পর থেকেই ধীরে ধীরে পালটাতে থাকে চন্দনার জীবনযাত্রা। অল্প সময়ের মধ্যে নিজের গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিধায়ক।
স্বামী ও দুধের সন্তানের কথা চিন্তা না করেই বুধবার রাতে লুকিয়ে বিবাহিত প্রেমিক কৃষ্ণকে বিয়ে করেন চন্দনা। তারপর এক সঙ্গেই ছিলেন তাঁরা। কোনওভাবে বিষয়টি জানতে পারেন চন্দনার প্রথম স্বামী। কী করবেন বুঝে উঠতে না পেরে গঙ্গাজলঘাঁটি থানায় যান তিনি। তবে অভিযোগ দায়ের করেননি। এরপরই চন্দনা ও কৃষ্ণের খোঁজ শুরু করে পুলিশ। তাঁদের ডেকে পাঠায় থানায়। বৃহস্পতিবার নবদম্পতি থানায় যান। এদিকে কৃষ্ণের স্ত্রীও পুলিশের দ্বারস্থ হন। জানা গিয়েছে, এরপরই প্রথম স্বামীর সঙ্গে চন্দনাকে বাড়িতে ফেরত পাঠায় পুলিশ।
কেন্দ্রের সরকার গত বছরই নতুন শিক্ষানীতি নিয়ে এসেছে। যা নিয়ে বিতর্ক কম হয়নি গোটা দেশে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই শিক্ষানীতির বিরোধিতা করে আসছে গোড়া থেকে। কিন্তু শেষ পর্যন্ত মমতার সরকার এই শিক্ষানীতি মানতে বাধ্য হবে বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেছেন তিনি।
রাজ্যের 'ভোট পরবর্তী হিংসা'র ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ছ-সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। খুন-ধর্ষণ-অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর মামলার তদন্তে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে ৩ সদস্যের সিট গঠন।
প্রথম থেকে শিক্ষকদের অভিযোগ ছিল। পোর্টালের ভাষা, নিয়মাবলীর অধিকাংশই নাকি অস্পষ্ট। নিয়ম অনুযায়ী ৬ মাসে কোনও স্কুলের মোট শিক্ষকের ১০ শতাংশের বেশি বদলি করা সম্ভব নয়। এদিকে এই ১০ শতাংশ শিক্ষক-শিক্ষাকর্মী দুটি মিলিয়েই, নাকি শুধু শিক্ষক? এর কোনও উত্তর নেই। প্রতিবন্ধী শিক্ষকরাও এর মধ্যেই পড়ছেন কিনা, সেই কথাও উল্লেখ করা হয়নি এখানে।
মুখে নাম নেননি। তবে মমতার প্রধান লক্ষ্য যে শুভেন্দু অধিকারী, তা কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন নেত্রী। নবান্নের সভাঘরে মমতার অভিযোগ করলেন,হলদিয়ায় টাকা তোলে বিজেপি নেতারা। এরপর সমবায় ব্যাঙ্কের অডিটের কথা জানিয়ে তাঁর বক্তব্য,বেনামি অ্যাকাউন্টের টাকা পেলেই সরকারি কোষাগারে চলে আসবে। গত ২২ জুলাই বালি পাচার রুখতে 'স্যান্ড মাইনিং নীতি'র কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। অবশেষে শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় স্বস্তি পেল রাজ্য। নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম বেআইনি কিছু হয়নি। এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। উল্টে মামলাকারীদেরকেই জরিমানা করল আদালত। এর ফলে নিয়োগ প্রক্রিয়া চালাতে কোনও অসুবিধা থাকলো না মাদ্রাসা সার্ভিস কমিশনের।
প্রসঙ্গত, রাজ্যে ৬১৪টি মাদ্রাসায় প্রধান শিক্ষক এবং শারীর শিক্ষা-কর্ম শিক্ষার শূন্য পদ পূরণ করতে গত ১১ই আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। ইন্টারভিউয়ের জন্য কল লেটার ডাউনলোড করা যাবে ১৮ আগস্ট থেকে। ইতিমধ্যে এমন ঘোষণা করা হয়েছে।