বড়সড় পরিবর্তন আসছে অধ্যাপক নিয়োগের পরীক্ষায়। দীর্ঘ ২৭ বছর পরে এমন সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। জানা গিয়েছে, অধ্যাপক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এবার হবে বাংলাতে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর।
বড়সড় পরিবর্তন আসছে অধ্যাপক নিয়োগের পরীক্ষায়। দীর্ঘ ২৭ বছর পরে এমন সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। জানা গিয়েছে, অধ্যাপক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এবার হবে বাংলাতে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর।
বঙ্গে কবে থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান? এই নিয়ে প্রশ্ন ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশের। এমন সময় রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ মারাত্মক আকার না নিলে পুজোর পরই খুলতে পারে স্কুল।
মুখ্যমন্ত্রী বলেন, 'পুজো এসে গিয়েছে। পুজোর ছুটির নিয়মে এমনিতেই ভাই ফোঁটা পর্যন্ত স্কুল ছুটি থাকে। এখন আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক আছে। কিন্তু তৃতীয় ঢেউ চলে এলে তো কিছু করার নেই। অন্যান্য অনেক রাজ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। কেরল, মহারাষ্ট্রে প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। আমরাও চাই ছাত্রছাত্রীরা স্কুলে যাক।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর পর সম্পূর্ণ জীবাণুনাশের কাজ করেই স্কুল খোলা হবে।
চাকরি থেকে অবসরের পর চাকরির মেয়াদ আর বাড়ানো হবে না। ইতিমধ্যে এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবান্ন। এক্ষেত্রে রাজ্য সরকার নতুন নিয়োগ ও বর্তমানে সরকারের বিভিন্ন পদে কর্মরতদের উন্নীত করে সেই শূন্যস্থান পূরণ করতে চাইছে। বয়সে নবীন তথা কর্মঠদেরকর্মী ও আধিকারিক হিসেবে তুলে আনতে চাইছে রাজ্য সরকার। সে জন্য অবসরের পরেও মেয়াদ বৃদ্ধি করে সরকারি দফতরের বিভিন্ন দায়িত্বে থাকা আধিকারিক ও কর্মীদের অব্যাহতি দিতে চাইছে সরকার।
চলতি মাসের ১৯ তারিখে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকার। সরকারি কর্মীদের জন্য জারি করা সেই বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফর্মও দেওয়া হয়েছে। সেখানে ইচ্ছুক কর্মীদেরতাঁদের কর্মজীবনের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। আবেদনপত্রে দাখিল করা বিভিন্ন তথ্যের সপক্ষে প্রামাণ্য নথিও দিতে বলা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি হওয়া এই আবদেনপত্রটি চলতি মাসের ৩০ তারিখের মধ্যে অর্থ দফতরে জমা দিতে হবে।
প্রায় ৭ বছরের কাছাকাছি সময় আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। আর এই নিয়োগ জট কাটবে কবে, সেই দিকে তাকিয়ে চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ। এদিকে, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাক না পাওয়া প্রার্থীদের অভিযোগের শুনানি শুরু হয়েছে ১০ আগস্ট থেকে। সল্টলেক করুণাময়ীর কাছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশে কমিশনের দ্বিতীয় ক্যাম্পাসে শুনানি হচ্ছে বলে জানা গিয়েছে।
করোনা আবহে চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। দ্রুত ৫০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই জন্যই ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাথমিক ও উচ্চতর মাধ্যমিকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিহার সরকারের।
কাবুল বিমানবন্দরে বহু ভারতীয়-সহ ১৫০ জনকে মুক্তি দিল তালিবান। যদিও এই অপহরণের খবর অস্বীকার করে এসেছে তালিবান। সূত্রে পাওয়া খবর অনুসারে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ঢোকার সময় তাঁদের অপহরণ করে তালিবান। বেশ কয়েক ঘণ্টা বাদে অপহৃতদের মুক্তি দেয় তারা।
এর পাশাপাশি, কাবুল থেকে ভারতীয় বায়ু সেনার বিমান ৮৫ জনকে এয়ার লিফট করে শনিবার সকালে। সেই সময় বিমানবন্দরে হাজির ছিলেন আরও বহু ভারতীয়। প্রথম এয়ার লিফটের পরই ঘটে অপহরণের ঘটনা। তারপর বেশ কয়েক ঘণ্টার উত্কন্ঠা শেষে জানা যায়, জিজ্ঞাসাবাদের পর অপহৃতদের মুক্তি দিয়েছে তালিবান। এ দিকে ৮৫ জনকে এয়ার লিফট করার পর বায়ুসেনার ছোট বিমান নিরাপদে তাজিকিস্তানের দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। দুশানবে থেকে বড় বিমানে তাঁদের ভারতে ফেরানো হবে বলে জানা গিয়েছে।
জীবদ্দশাতেই শিল্পীর নামে প্রেক্ষাগৃহ হাওড়ায়। আমতায় ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হচ্ছে গায়ক নচিকেতা চক্রবর্তীর নামে। নাম 'নচিকেতা মঞ্চ'। ভূপেন হাজারিকা ছাড়া আর কোনও শিল্পীর এমন সৌভাগ্য হয়নি বলে জানা গিয়েছে।