Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

নিয়োগের উপযুক্ত করে তুলতে বড় উদ্যোগ; বিস্তারিত জানালেন ব্রাত্য বসু

 ৪:২৭ PM     kolkata     No comments   

 

করোনার কারণে ইতিমধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এমন আবহে রাজ্যের ছেলেমেয়েদের নিয়োগের উপযুক্ত করে তুলতে ৫ অক্টোবর বিশেষ পোর্টাল চালু করছে শিক্ষাদফতর। শুক্রবার 'মেধা অন্বেষণ' সিরিজের প্রথম ওয়েবিনারে উপস্থিত থেকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষাজগতের সঙ্গে শিল্পজগতের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষে সরকারের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এতে উপস্থিত ছিলেন বণিকসভা, শিল্প এবং উচ্চশিক্ষা জগতের ব্যক্তিত্বরা। সেখানে এই পোর্টালের প্রস্তাব উঠলে শিক্ষামন্ত্রী জানান, আগেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 

এ ধরনের পোর্টাল চালুর কথা আগেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল। তবে, বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, সব মিলিয়ে ৫০০টিরও বেশি কোর্সের সুলুক সন্ধান থাকবে এই পোর্টালে। কোন বিষয় কোথায় ভালো পড়ানো হয়, কোন পেশায় যেতে চাইলে কী কোর্স পড়তে হবে, কী পড়লে চাকরির সুযোগ সবচেয়ে বেশি প্রভৃতি তথ্য বিস্তারিতভাবে থাকবে পোর্টালে। এক ছাতার তলায় মিলবে সব তথ্য। সাইকোমেট্রি টেস্টের ব্যবস্থাও রাখা হচ্ছে। তার মাধ্যমে বুঝে নেওয়া যাবে, কোন পড়ুয়ার কোন পেশা বা কোর্সের দিকে ঝোঁক রয়েছে। সরাসরি কেরিয়ার কাউন্সেলর বা শিক্ষা এবং শিল্পজগতের লোকজনের সঙ্গেও কথা বলার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মোদীর কাছে সুপারি নিয়ে কংগ্রেসকে আক্রমণে নেমেছেন মমতা: অধীর চৌধুরী

 ৪:০৪ PM     kolkata     No comments   

 

গতকাল, শুক্রবার ভবানীপুরে প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এক পংক্তিতে ফেলে সিপিএম ও কংগ্রেসকেও আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত প্রসঙ্গে মমতার প্রশ্ন, বিজেপি শাসিত সরকার কেন কংগ্রেস নেতৃত্বকে কাঠগড়ায় তোলেনি? মমতার এই কটাক্ষে প্রশ্ন উঠছে বিরোধী ঐক্য নিয়ে। এবার সরাসরি তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাকে উদ্দেশ্য করে অধীরের খোঁচা, "আমাদের পিছনে ইডি, সিবিআই লাগাতে হলে আগে কয়লা চোর, বালি চোর হতে হবে। গরু পাচারকারীও হতে হবে। চেষ্টা করে দেখব। দিদির সঙ্গে লড়তে গিয়ে ইডি, সিবিআই আমাদের যেন তাড়া করে তার জন্য গরু পাচার করা যায় কিনা দেখতে হবে। কয়লা পাচার করা যায় কিনা সেটাও দেখতে হবে। চাকরি দিয়ে টাকা খাওয়া যায় কিনা দেখতে হবে। পঞ্চায়েতে টাকা খাওয়া যায় কিনা দেখতে হবে।" 

উল্লেখ্য, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল, "সিপিএম বাংলায় কত বছর রাজনীতি করেছে? ৩৪  বছর। কত অন্যায় করেছে ? ওদের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে? কিছু বলেনি। শুধু চিদাম্বরমের গায়ে হাত দিয়েছে। কিন্তু কংগ্রেসের মাথার গায়ে হাত দেয়নি।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দ্রুত স্কুল খুলতেই আধার কার্ড এনরোলমেন্টের পথে হাঁটছে বিকাশ ভবন!

 ১:২৪ AM     kolkata     No comments   

 

করোনার কারণে প্রায় ২ বছরের কাছাকাছি সময় বন্ধ দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কবে থেকে ফের খুলবে স্কুল-কলেজ? এই উত্তর জানতে চান অভিভাবকরা। একাধিক ক্ষেত্রের তালা খুললেও স্কুল-কলেজে পঠনপাঠন এ রাজ্যে কার্যত বন্ধ। এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা। মাঝে একবার স্কুল-কলেজ খোলা হলেও তা অচিরেই বন্ধ করতে হয় কোভিডের দ্বিতীয় ঢেউ এসে পড়ায়। এখন ফের শিক্ষাক্ষেত্রে তালা খোলার প্রস্তুতি শুরু হয়েছে।

কিন্তু এখনও কাঁটা সেই করোনা। যদিও এখন করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তাই প্রত্যেক পড়ুয়াকে ভ্যাকসিন দিতে তৎপর রাজ্য সরকার। কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য চাই আধার কার্ড। তাই ইতিমধ্যেই প্রত্যেক স্কুল পড়ুয়ার আধার কার্ড তৈরির কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। পড়ুয়ারা যাতে দ্রুত ভ্যাকসিন পায়, এবং ক্লাসে বসে পড়াশোনার আবহ যাতে তাড়াতাড়ি ফেরানো যায়, সেই উদ্দেশ্যেই আধার কার্ড তৈরির কাজ সেরে রাখতে চাইছে বিকাশ ভবন। 

সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে আধার অন্তর্ভুক্তিকরণের পাইলট প্রজেক্টের নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই পাইলট প্রজেক্ট। যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার এনরোলমেন্টের কাজ হবে। ডিআই, এসআইদের তত্ত্বাবধানে এই কাজ সারবে স্কুলগুলি। কেন হঠাৎ আধার অন্তর্ভুক্তিকরণের তোড়জোড়? কেননা, পুজোর পরে স্কুল খোলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাই আধার কার্ডের অভাবে কোনও পড়ুয়া যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হয়, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনিও জানান, স্কুল পড়ুয়াদের টিকাকরণ যাতে মসৃণভাবে করা যায় তার জন্যই দ্রুত আধার অন্তর্ভুক্তিকরণ শুরু হচ্ছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুজোর পরেই আপার জট কাটবে; আদালতের নির্দেশ মেনে নিয়োগ করবে SSC

 ১২:৩৯ AM     kolkata     No comments   

উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্তত কমিশনের আধিকারিকদের থেকে মত তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টের কাছে আবেদন করেছে ডেপুটি সেক্রেটারি পর্যায়ের আধিকারিকদের নিয়ে অভিযোগের নিষ্পত্তি করার জন্য। যদিও সেই আবেদন এখনও হাইকোর্টে বিচারাধীন।  কিন্তু কমিশন সূত্রে খবর, পঞ্চম দফায় অভিযোগের নিষ্পত্তি করার জন্য যে তালিকা প্রকাশ করেছে কমিশন সেখানে ২৪০০ চাকরি প্রার্থীর নাম রয়েছে।

ফলে পুজোর আগে আরও অনেক প্রার্থীর অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বাকি থাকবে বলেই কমিশন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।  

কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৭ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ জমা দিয়েছে। সেক্ষেত্রে পঞ্চম দফার এই তালিকা বের হওয়ার পরেও আরও কয়েক হাজার প্রার্থীর অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বাকি থেকে যাবে। তাই পুজোর পরেই এই প্রক্রিয়ার নিষ্পত্তি হওয়া সম্ভব। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ২১১০, দ্বিতীয় দফায় ১০০৫, তৃতীয় দফায় ৩৪৮৩, চতুর্থ দফায় ৩৮১৪ ও পঞ্চম দফায় অর্থাৎ এই দফায় ২৪০০ জনকে ডাকা হয়েছে অভিযোগের নিষ্পত্তির জন্য।  

আদালতের নির্দেশে কমিশন চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়া চালু রেখেছে। ফলে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করবে না কমিশন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এসএসসি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

৪ অক্টোবর থেকে খুলতে চলেছে স্কুল; সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুল খোলা থাকবে

 ৮:২৬ PM     India     No comments   

 

করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আর এবার স্কুল খোলার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।  আগামী ৪ অক্টোবর থেকে মহারাষ্ট্রে সব স্কুল খুলতে চলেছে। করোনা পরিস্থিতির জেরে গত দেড় বছর ধরে মহারাষ্ট্রে স্কুল বন্ধ ছিল। জানা গিয়েছে, মহারাষ্ট্রের স্কুল শিক্ষা দফতরের তরফে স্কুল খোলা নিয়ে প্রস্তাব গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে। তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

তাই মহারাষ্ট্রে স্কুল খুলতে চলেছে। তবে গ্রামের দিকে পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসতে পারবে। আর শহরে অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা স্কুলে ফিরতে চলেছে। স্কুল খোলা থাকবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। করোনা সংক্রান্ত সব নিয়ম মানতে হবে স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের। করোনা সংক্রমণ শুরু হতেই দেশের অন্যান্য অংশের মতো মহারাষ্ট্রেও সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়। এর পর রাজ্যের যে সমস্ত গ্রাম করোনা মুক্ত হয়েছিল, সেখানে স্কুল খোলা হয়। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ফের স্কুল বন্ধ হয়। তার পর থেকে অনলাইনেই চলছিল পঠন-পাঠন। আর এবার সব বাধা পেরিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিল সরকার। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জোড়া ঘূর্ণাবর্ত; মঙ্গলবার ফের দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে

 ৭:৫৩ PM     kolkata     No comments   

 

আগামী মঙ্গলবার ফের প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এ দিন এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, একটি সুস্পষ্ট নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে।

এই নিম্নচাপের ধাক্কা কাটতে না কাটতেই আরেকটি ঘূর্ণাবর্ত ২৬ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের অভিমুখ উত্তর বঙ্গোপসাগরে দিকে। 

এই জোড়া ঘূর্ণাবর্তের ধাক্কায় ২৬ তারিখ থেকেই প্রবল বর্ষণ শুরু হবে দক্ষিণবঙ্গের প্রায় ১০ টি জেলায়। ২৬ ও ২৭-এর পর ২৮ তারিখ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। প্রথম দু-দিন হলুদ সতর্কতা জারি করা থাকলেও ২৮ সেপ্টেম্বরের জন্য এখন থেকেই কমলা সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ তারিখ শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। দক্ষিণের বাকি জেলাগুলোয় হালকা বৃষ্টিপাত হতে পারে। ২৭ তারিখ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু ২৮ তারিখ দুই মেদিনীপুরের পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হবে। নিম্নচাপটি যেহেতু বর্তমানে সমুদ্রের উপরে অবস্থান করছে সেই কারণে ২৫ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। ২৮ তারিখ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলের পরিমাণ অনেকটাই বাড়বে। যার দরুণ নিচু জায়গাগুলোতে আবারও জল জমার সম্ভাবনা তৈরি হয়েছে। আগাম সতর্কতা অবলম্বন করে বাংলা ও ওড়িশার তটে উপকূল বাহিনীকে মোতায়েন করা হয়েছে। দুর্যোগের তিন দিন হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিলোমিটারের মধ্যেই থাকতে পারে বলে জানানো হয়েছে। ঝড়-বৃষ্টির সময় কাউকে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 

উল্লেখ্য, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও রাজ্যে নতুন নয়। দমদম, খড়দহ, আগরপাড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদহে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। সেই ঘটনাকেই হাতিয়ার করেছে বিরোধীরা। বিদ্যুৎ দফতরের উদাসীনতায় এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে বলেই দাবি। কলকাতায় জলছবির নেপথ্যে পুরসভার কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। শুক্রবার ভবানীপুরের ভোটপ্রচারে সে প্রসঙ্গে বিরোধীদের পালটা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বাংলা নৌকার মতো। এর পাশাপাশি রাজ্যে বৃষ্টি হলে এখানে জল চলে আসে। আগে বৃষ্টি হলে ৭-১০ দিন জল থাকত। এখন অনেক পাম্পিং স্টেশন করা হয়েছে। বৃষ্টি বেশি হলে সতর্ক থাকুন। জল জমলে বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৫ দিন বন্ধ মদের দোকান!

 ৫:০১ PM     kolkata     No comments   

 

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। আগামী সপ্তাহে পাঁচদিন কলকাতার একাধিক জায়গার পানশালা, বার এবং মদের দোকান বন্ধ থাকতে চলেছে। ফলে চিন্তায় শহরের সুরাপ্রেমীরা।  

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন।

যে কারণে হার্ড ড্রিংকস বিক্রির ক্ষেত্রে কয়েকদিনের নিয়ন্ত্রণ আরোপ করেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, শহর জুড়ে সব মিলিয়ে ৫ দিন কার্যত 'ড্রাই ডে'। কী আছে আবগারি দপ্তরের এই বিজ্ঞপ্তিতে?

২৮ সেপ্টেম্বর সন্ধে ৬.৩০টা থেকে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে সুরার বিকিকিনি। এরপরে, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে বন্ধ থাকতে চলেছে সব। আবার ৩ তারিখ ভবানীপুরের ভোটের ফল বেরোবে। তাই সেদিনও বন্ধ থাকবে দোকানে মদ বিক্রি। তাই ১ তারিখ দোকান, রেস্তোরাঁয় ভিড় বাড়বে। এমনটাই মনে করছেন দোকানিরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates