Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

রাজ্যে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা; কলকাতায় সংক্রমিত ২৭২

 ৬:৪৫ PM     kolkata     No comments   

 

সামনেই দীপাবলি। পুজোর আবহে ফের বাংলায় চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনা আক্রান্ত ৯৭৬ জন। যা আগের দিনের তুলনায় বেশি। যা স্বাভাবিকভাবেই নতুন করে চিন্তায় ফেলেছে রাজ্যবাসীকে।

একদিনে করোনার বলি ১৫ জন। পজিটিভিটি রেট ২.২৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ২৭২ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১৫৯ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যমন্ত্রীর কাছে স্কুল-কলেজ না খোলার আবেদন অধীরের!

 ৬:০৬ PM     kolkata     No comments   

 

আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে স্কুলে পঠনপাঠন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যে কোনও রাজনৈতিক দলকেই বিরোধিতা করতে দেখা যায়নি। কিন্তু, প্রথমবার স্কুল খোলার সিদ্ধান্তের বিরোধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। 

তাঁর দাবি, 'দুর্গাপুজোর পর থেকে রাজ্যে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় স্কুল খোলা সমীচীন হবে কিনা তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার।' রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়ার বিষয়টি নিয়ে বুধবার এক ভিডিয়ো বার্তা দেন অধীর। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তের সংখ্যার বাড়বাড়ন্ত নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, 'কোভিড ও ডেঙ্গুতে রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান সত্য নয়। আসল তথ্য গোপন করা হচ্ছে।' 

এর পাশাপাশি স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বিবেচনা করার আবেদন জানিয়ে অধীর বলেন, 'রাজ্যে কোভিড বাড়ছে, ডেঙ্গি বাড়ছে। কোভিডে মৃত্যু হলেও স্বীকার করা হয় না। ডেঙ্গিতে মৃত্যু হলেও স্বীকার করা হয় না। সরকারি তথ্যের থেকে পাঁচ থেকে সাত গুণ কোভিডে মৃত্যু হয়েছে এ রাজ্যে। এই অবস্থায় স্কুল খোলা সমীচীন হবে কিনা তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত। এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে সোমে খুলছে স্কুল; চলবে অনলাইন পড়াশোনাও

 ৫:২৭ PM     India     No comments   

 


করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল স্কুল-কলেজ। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই আগামী সোমবার থেকে ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে দিল্লিতে খুলছে সব স্কুল। প্রতিটি শ্রেণির পঠন পাঠনই শুরু হচ্ছে। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। 

তবে স্কুলে শারীরিক ভাবে উপস্থিত থাকাটা ছাত্র ও অভিভাবকদের ইচ্ছের উপর ছাড়া হয়েছে।

পড়ুয়াদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের উপর জোর দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি । স্কুলে অফলাইনের পাশাপাশি চলবে অনলাইন ক্লাসও। আজ টুইটে মণীশ শিশোদিয়া জানিয়েছেন, "দিল্লির সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সব ক্লাস। নভেম্বর থেকে খোলার অনুমতি দেওয়া হচ্ছে। যদিও স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসও চলবে। যারা অফলাইন ক্লাস করতে চাইবে না, তারা অনলাইন ক্লাসেই যোগ দেবে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কালীপুজো-দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ!

 ৪:৩৪ PM     kolkata     No comments   

 

সামনেই কালীপুজো এবং দীপাবলি এবং ছট পুজো। আর এই পুজোতে বাজি ফাটানোর নিয়ম বেঁধে দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উৎসবের দিনগুলোতে কতক্ষণ বাজি ফাটানো যাবে, তা স্পষ্ট ভাবে জানিয়ে দিল পর্ষদ। 

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানান হয়েছে, পরিবেশবান্ধব বাজি ফাটাতে হবে। কালীপুজো, দীপাবলিতে মাত্র দু-ঘণ্টা বাজি ফাটানো যাবে।

কেবলমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। ছট পুজোর দিন সকালে ২ ঘণ্টা বাজি পোড়ানো যাবে। 

কোভিড বিধি মেনে এবার দুর্গাপুজো অনুমতি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। পুজো সময়ে মানুষের ঢল নেমেছিল মণ্ডপে মণ্ডপে। উৎসবের পর কিন্তু করোনা দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে বাজি পোড়ানো নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রোশনি আলি নামে এক সমাজকর্মী। তাঁর আর্জি, বাজির ধোঁয়ায় করোনা রোগীর শ্বাসকষ্ট বাড়ে। অসুস্থ হয়ে পড়তে পারেন সাধারণ মানুষও। সেকারণে এবারও বাজির পোড়ানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হোক।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের ফুল বদল; তৃণমূলে ফিরলেন কৃষ্ণ কল্যাণী

 ৪:১৪ PM     kolkata     No comments   

 


জল্পনা ছিল অনেক দিন ধরেই। বেশ কিছুদিন ধরে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর সঙ্গে তাঁর বিরোধ প্রকট হয়ে উঠেছিল। অবশেষে তৃণমূলে ফিরলেন রায়গঞ্জের বিধায়ক  কৃষ্ণ কল্যাণী।  তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল, বুধবার বিকেল তিনটে নাগাদ কলকাতায় তৃণমূলে যোগ দেবেন তিনি। পরিকল্পনা মতোই কাজ হল। ঘাসফুল শিবিরে ফিরে এলেন কৃষ্ণ। কয়েকমাস ধরেই বেসুরো ছিলেন তিনি।

একের পর এক দল বিরোধী মন্তব্য করতে শোনা যাচ্ছিল তাঁকে। এমনকি, ক্ষোভ উগরে দিচ্ছিলেন দলীয় নেতৃত্বদের বিরুদ্ধেও। দলের কর্মসূচিতেও যোগ দিচ্ছিলেন না তিনি। তারপরই সব জল্পনার অবসান ঘটিয়ে ১ অক্টোবর বিজেপি ছেড়েছিলেন রায়গঞ্জের বিধায়ক। বুধবার বিকেলেই তৃণমূলে ওয়াপসি হল। তৃণমূলে যোগদানের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক বছরের সনাতন বলে কটাক্ষ করেন কৃষ্ণ কল্যাণী। বিধায়ক বলেন, 'উনি নিজেকে বলেন যে উনি সনাতন ধর্মে বিশ্বাসী। এক বছর আগে বলতেন বিজেপি হটাও, দেশ বাঁচাও। এখন বলছেন তৃণমূল হটাও। তার মানে উনি এক বছরের সনাতন। আর আমি ৪৪ বছরের সনাতন। আমাকে কী ওনার কাছ থেকে সনাতন ধর্ম শিখতে হবে?' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আশাকর্মীদের জন্য ভাল খবর; মিলবে বাড়তি টাকা

 ১১:৫৬ AM     kolkata     No comments   

 

ভাল খবর আশাকর্মীদের জন্য। এবার দুয়ারে গিয়ে জল পরীক্ষার জন্য আশাকর্মীদের ১০০ টাকা করে দেওয়া হবে। জল পরীক্ষার জন্য দিনে যে ক-টি কিট ব্যবহার করা হবে সেই কিট পিছু ১০০ টাকা করে দেওয়া হবে আশাকর্মীদের।

সম্প্রতি কামারহাটিতে পুরসভার পানীয় জল থেকে ডায়েরিয়া ছড়ানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনার পরই জনস্বাস্থ্য কারিগরি দফতরও নড়েচড়ে বসে। সরবরাহ করা জল কতটা পরিস্রুত তা জানার জন্য দুয়ারে গিয়ে জল পরীক্ষা করার সিদ্ধান্ত আগেই নিয়েছে দফতর। 

জানা গিয়েছে, জনস্বাস্থ্য কারিগরির অধীনে প্রায় ২১৭টি ল্যাবরেটারি রয়েছে। যে সব এলাকায় জনস্বাস্থ্য কারিগরি জল সরবরাহ করে থাকে সেই সব এলাকা থেকে জল সংগ্রহ করে এই পরীক্ষাগারে পাঠানো হয়। এক্ষেত্রে জলের রিপোর্ট পেতে বেস কিছুদিন অপেক্ষা করতে হয়। এছাড়া বাড়ি বাড়ি জল সংগ্রহ করে পরীক্ষাগারে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে লোকও সময়মতো পাওয়া যায় না। তাই দুয়ারে গিয়ে জল পরীক্ষার ব্যবস্থা করছে রাজ্য সরকার। বাড়ি বাড়ি জল পরীক্ষা করার জন্য আশাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে স্বাস্থ্য দফতরের কথা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আশাদের এই প্রশিক্ষণ শুরু করতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ আটকে; শিক্ষকের অভাব; অন ও অফলাইন ক্লাস কী ভাবে?

 ১১:৪২ AM     kolkata     No comments   

 

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলে আসছে বেশ কয়েক বছর ধরে। অনিয়মের অভিযোগে দায়ের হয়েছে মামলা। সেই মামলার কারণে আটকে আছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এমনটাই দাবি করেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। আইনি জালে আটকে থাকা উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে তা এখনও বলা বেশ কঠিন। 

মূলত দীর্ঘ দিন নিয়োগ না হওয়ায় যথেষ্ট সংখ্যক শিক্ষক বা প্রয়োজনীয় পরিকাঠামো নেই গ্রাম-মফস্‌সলের অনেক স্কুলেই।

প্রশ্ন উঠছে, ১৬ নভেম্বর স্কুল খুলে গেলে সেই সব প্রতিষ্ঠানে একসঙ্গে অনলাইন ও অফলাইনে ক্লাস নেওয়া যাবে কী ভাবে? কম শিক্ষক নিয়ে যুগপৎ অফলাইনে নবম থেকে দ্বাদশ এবং অনলাইনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস করা যে খুবই সমস্যার, তা মেনে নিচ্ছেন শিক্ষক শিবিরের অনেকেই। 

গ্রামীণ এলাকার অধিকাংশ শিক্ষক চান, ১৬ নভেম্বর স্কুল খুললে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদেরও অফলাইনে ক্লাস করার অনুমতি দেওয়া হোক। শহরাঞ্চলের বহু স্কুল অবশ্য জানাচ্ছে, তারা অন ও অফ দুই লাইনেই ক্লাস চালু রাখবে। নবম-দ্বাদশের ক্লাস চলবে অফলাইনে। পঞ্চম থেকে অষ্টম অনলাইনে। 

প্রশ্ন উঠছে, নবম-দ্বাদশের যে-সব ছাত্রছাত্রী স্কুলে ক্লাস করতে চায় না, তাদের কী হবে? তা হলে কি ওই চার শ্রেণির জন্য অফ ও অন দুই লাইনই চালু থাকবে? শিক্ষক পাওয়া যাবে কী ভাবে? কিছু স্কুল জানাচ্ছে, নবম-দ্বাদশের কিছু পড়ুয়া অফলাইনে আর কিছু পড়ুয়া অনলাইন ক্লাস চাইলে কী ভাবে সেটা করা যায়, পরিস্থিতি অনুযায়ী সেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates