দুদিনের বিরতির পর ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দামে। নিত্যদিন জ্বালানির মূল্যবৃদ্ধি চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মধ্যবিত্তের কপালে। আগেই সেঞ্চুরি করেছে পেট্রল। এবার দেশের একাধিক শহরে সেঞ্চুরি ডিজেলের দামেও। কলকাতাও রয়েছে তালিকায়।
দুদিনের বিরতির পর ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দামে। নিত্যদিন জ্বালানির মূল্যবৃদ্ধি চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মধ্যবিত্তের কপালে। আগেই সেঞ্চুরি করেছে পেট্রল। এবার দেশের একাধিক শহরে সেঞ্চুরি ডিজেলের দামেও। কলকাতাও রয়েছে তালিকায়।
বৃষ্টির হাত থেকে মুক্তি নেই আমজনতার। বৃহস্পতিবার সকালেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
জল্পনা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই। এমনকী দেশের প্রধান বিচারপতি এন ভি রমনার কেন্দ্রের প্রতি লাগাতার বিষদগারের কারণেও বাড়ছিল চাপ। অবশেষে বুধবার বেলা গড়াতেই ক্রমশ স্পষ্ট হতে থাকে চিত্র টা। কেন্দ্রের ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করে বুধবারই পেগসাস কান্ডে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট।
পেগসাস মামলায় যে বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠিত হবে, সে কথা আগেই জানিয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রামানা। বুধবার রায় ঘোষণার সময় সেই ঘোষণাই করা হয়।
এরপরই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। জানানো হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রণের নেতৃত্বে কাজ করবে ওই কমিটি। তাঁর পাশাপাশি বাকি দুই সদস্য হলেন অলোক যোশী এবং সন্দীপ ওবেরয়। তদন্ত শেষ করে ৮ সপ্তাহ পর সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট পেশ করতে হবে।
বুধবার সকালে হাইকোর্টের অন্দরে চলল গুলি। তখনও আদালতে আসেননি কোনও বিচারপতি বা আইনজীবী। এক কনস্টেবলের রাইফেল থেকে গুলি ছিটকে যায় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
করোনা সংক্রমণ আটকাতে ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্রের সরকার। আগামী মাসে শুরু হচ্ছে বিশাল টিকাকরণ অভিযান। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত সরকার 'হর ঘর দস্তক' নামের কর্মসূচি শুরু করতে চলেছে নভেম্বর মাস থেকে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার জানান যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাস স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে করোনা টিকা দিয়ে আসবেন।
আর অনলাইনে নয়, এবার স্কুলে গিয়ে দিতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২২ এর ক্ষেত্রে আর আগের নাম্বার দেখে মূল্যায়নের পথে হাঁটতে চাইছে না রাজ্য শিক্ষা দফতর। সূত্রের খবর, কোভিড পরিস্থিতিতে পড়ুয়ারা যাতে নিশ্চিন্তে এবং নিরাপদে পরীক্ষা দিতে পারেন সেকথা মাথায় রেখেই নেওয়া হবে পরীক্ষা।
মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক, এপ্রিলের শুরুতেই উচ্চমাধ্যমিক। এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রাস।
শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক যোগ দিয়ে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবকে বলেন, পুজোর মরসুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, "স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে। তার পরেই স্কুল শুরু হবে।"
১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, গাইডলাইনের খসড়া তৈরি। এক সময়ে সব ক্লাস নয়, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা।