দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। এমন সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। এবার থেকে 'Work From Home'-এর দিন শেষ। সব দফতরের সমস্ত কর্মচারী ও আধিকারিকদের সোমবার থেকে অফিসে এসে কাজ করার নির্দেশ। এদিন থেকেই সমস্ত দফতরে ১০০ শতাংশ কর্মচারীর হাজিরার নির্দেশ।
সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
কতদিন চলবে 'পাড়ায় শিক্ষালয়',কবে থেকে খুদেরা যাবে স্কুলে? জানালেন মেয়র
শিক্ষাদফতরের সিদ্ধান্ত মাফিক আজ থেকে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শুরু হয়েছে উন্মুক্ত প্রাঙ্গনে ক্লাস। চেতলা অগ্রণীর মাঠে মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় পাড়ায় শিক্ষালয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকালেই শিক্ষালয় ঘুরে দেখেন মেয়র। মেয়রের এলাকার এই শিক্ষালয়ে চেতলা গার্লস, চেতলা বয়েজ স্কুলের পড়ুয়ারা আসে।
এর পরে মেয়র বলেন, "পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পাড়ায় শিক্ষালয় চলবে। এরকমভাবেই মাঠে আনন্দ করে ক্লাস হবে। আমরা ধীরে ধীরে স্কুলগুলোকে ইনডিভিজ্যুয়াল করে দেব। এক একটা স্কুল এক-এক জায়গায় ক্লাস করবে। যেখানে পড়ুয়া বেশি, সেখানে ক্লাস হবে। শান্তিনিকেতনেও তো গাছের তলায় পড়াশোনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করে গিয়েছিলেন। প্রকৃতির মাঝখানে পড়াশোনা করার মতো আনন্দ আর কিছুতে নেই। পরে তো আমরা কাঠ-সিমেন্ট দিয়ে পড়াশোনা শুরু করলাম। তার আগে তো এমনভাবেই পড়াশোনা হত। এটা একটা আলাদা আনন্দ আছে, কিছুদিন উপভোগ করুক।" এর পরে মেয়র বলেন, "তারপর যদি আমাদের যে অ্যাডভাইজারি কমিটি রয়েছে, যাঁরা কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, তাঁরা যদি দেখেন, তাঁরা বললে সেই বুঝে সিদ্ধান্ত হবে।" এদিকে শিলিগুড়িতে পাড়ার শিক্ষালয়ের শুরুতেই দেখা যায় বিপত্তি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খোলা আকাশের নীচে প্রখর রোদে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। সেখানে ধরা পড়ে চরম অব্যবস্থার ছবি।
রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
তৃণমূলের প্রার্থী হয়ে জিতে লুটেপুটে খাও; বিস্ফোরক বিমান
"তৃণমূলের প্রার্থী হয়ে জিতে লুটেপুটে খাও "। রবিবার ঝাড়গ্রামে অনুষ্ঠিত সিপিএমের দ্বিতীয় জেলা সম্মেলনের মঞ্চ থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর !
কিংবদন্তী লতা মঙ্গেশকরের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শ্রদ্ধা জানাতে আগামী দুদিন রাষ্ট্রীয় শোক দিবসের ঘোষণা করা হয়েছে। এদিকে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামীকাল অর্থাৎ সোমবার অর্ধ দিবস ছুটি। গায়িকাকে শ্রদ্ধা জানাতে আগামী ১৫ দিন টানা লতার গান বাজানো হবে রাজ্যে।
প্রসঙ্গত, করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে ৯২ বছর বয়সে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
ফের বিশ্বসেরা ভারত!
প্রয়াত লতা মঙ্গেশকর!
করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে ৯২ বছর বয়সে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী। কোভিড পজিটিভ ধরা পড়ার পরই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। চলতি বছরের জানুয়ারির গোড়ার দিকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃদু উপসর্গ নিয়ে আইসিইউতে ভরতি হয়েছিলেন।
শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
এবার একসঙ্গে স্কুলে আসবে না সব পড়ুয়া; নয়া সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
আগামী কাল, বৃহস্পতিবার থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে স্কুলের দরজা। কিন্তু শহরের বেশির ভাগ স্কুল কর্তৃপক্ষই জানাচ্ছেন, ওই দিন থেকে অষ্টম থেকে দ্বাদশের সব পড়ুয়াকে একসঙ্গে স্কুলে আনার ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা।
প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে অফলাইনেই। জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, ইউনিভার্সিটিরও। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে 'পাড়ায় পাঠশালা'য়। ছোটদের স্কুল এখনই খুলছে না। ৪, ৫ সরস্বতী পুজো। ছেলেমেয়েরা পুজো করতে পারবে। সরকারি, বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে হবে কাজকর্ম।

