প্যানেলে নাম না থাকা সত্ত্বেও এক ব্যক্তিকে দু-বার চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগের তদন্তভার বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্যানেলে নাম না থাকা সত্ত্বেও এক ব্যক্তিকে দু-বার চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগের তদন্তভার বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
করোনা আতঙ্ক কাটিয়ে সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১১ লক্ষের বেশি পড়ুয়া এই পরীক্ষায় বসতে চলেছে। গত বছর করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ শনিবার সাংবাদিক বৈঠক করে পরীক্ষার প্রস্তুতি বিস্তারিত জানাবে।
CISCE বোর্ডের ICSE ও ISC অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল এদিন। বোর্ডের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে এই পরীক্ষাগুলির দিন জানান হয়েছে। অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনের কথা মাথায় রেখেই দ্বিতীয় সেমিস্টারের দিন চূড়ান্ত করা হয়েছে। CISCE বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে এই দিনক্ষণের বিজ্ঞপ্তি। এছাড়াও সমস্ত স্কুলকে এটি পাঠানো হয়েছে বলেও জানান হয়েছে।
করোনার ধাক্কা সামলে ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা নিয়েই ফের ফের বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের ভবনের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে উঠল ঘোর অভিযোগ। মাধ্যমিকের পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের হেনস্থা করার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন পরীক্ষার্থীরা। নিরাপত্তারক্ষীদের পাশাপাশি বিধাননগর পুলিশের বিরুদ্ধেও একই অভিযোগ।
সামনেই মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এখনও অ্যাডমিট কার্ড পায়নি বহু পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড না পাওয়ায় এই বছর তাদের মাধ্যমিক পরীক্ষায় বসা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। কারণ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকদিনই বাকি। বৃহস্পতিবার সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতরে জড়ো হয় ১০০ জনের বেশি ছাত্র-ছাত্রী। তারা স্কুলে অ্যাডমিট কার্ড নিতে গেলে তাদের স্কুল থেকে মধ্যশিক্ষা পর্ষদে পাঠানো হয় অ্যাডমিট কার্ডের জন্য। তাই তারা মধ্যশিক্ষা পর্ষদে এসে অ্যাডমিট কার্ডের খোঁজ করেন। ছাত্র-ছাত্রীরা সবাই ভিন্ন ভিন্ন স্কুলের পড়ুয়া বলে জানা গিয়েছে। তবে দাবি তাদের একটাই পরীক্ষায় বসতে দেওয়া হোক। তাই তারা এখানে এসে প্রহারের শিকার হতে হবে তা হয়ত আন্দাজ করেনি পড়ুয়ারা। তারা জানিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদে পৌঁছনোর পর নিরাপত্তারক্ষীরা তাদেরকে একসঙ্গে ভিতের যেতে বাধা দেয়। তারপরই তারা ভিতরে ঢুকতে চেয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য দফতরের নিরাপত্তারক্ষীরা শিক্ষার্থীদের হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। এর পাশাপাশি তাদের রেজিস্ট্রেশন সংশাপত্রও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ করে তারা।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বদলাতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। আগামী ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। তবে ওই সময়ই জেইই মেন পরীক্ষা। আর ওই পরীক্ষায় বসেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একটা বড় অংশ।
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নবম ও দশম শ্রেণির নিয়োগ সংক্রান্ত সুপারিশ কমিটির বিরুদ্ধেও এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। অঙ্ক ও ইতিহাস পরীক্ষায় পাশ না করেও নিয়োগের ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ সামনে এসেছে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় সুপারিশ করেছিল ওই পাঁচ সদস্যের কমিটি। এবার তাদের ভূমিকাই খতিয়ে দেখবে সিবিআইয়ের ডিআইজি পদাধিকারী আধিকারিক। আগামী ১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে। রাজ্যের নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় বুধবার রীতিমতো কাঠগড়ায় উঠতে হয় স্কুল সার্ভিস কমিশনের দুই আধিকারিককে।
এদিন দুই আধিকারিককে যেভাবে কাঠগড়ায় তুলে জিজ্ঞাসাবাদের ঘটনা, তা নজিরবিহীন। অভিযোগ, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক ব্যক্তিকে দু-বার রেকমেন্ডশন লেটার দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই সুপারিশ অনুযায়ী তিনি চাকরিও করছিলেন একটি স্কুলে। তাঁর চাকরি ইতিমধ্যেই বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম একই রঙের হতে চলেছে। সাদা জামার সঙ্গে আকাশি রঙের প্যান্ট পরবে পড়ুয়ারা। মেয়েদের চুড়িদার বা ফ্রকের রংও হবে সাদা ও আকাশি-নীল হবে বলেও জানা গিয়েছে।