Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

যান্ত্রিক ত্রুটিতে গোলমাল এসএসসি তালিকায়, দাবি উপদেষ্টার

 ৫:৩৩ PM     kolkata     No comments   

কাগুজে নথির পাশাপাশি স্কুলে নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত মামলায় এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের কম্পিউটারও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

এই ইস্যুতে সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে এসএসসি-র উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ তাদের জানান, কম্পিউটারের যান্ত্রিক ত্রুটিই নাকি সব জটিলতার মূল কারণ।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের‌ নির্দেশে এসএসসি-র দুর্নীতির মামলার যোগসূত্রে মঙ্গলবার প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, প্রয়োজনে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এসএসসি-র নিয়োগকর্মে ব্যবহৃত কম্পিউটার এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হবে। কম্পিউটারে কোনও রকম কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল কি না, তা যাচাইয়ের জন্য প্রয়োজনে করা হবে ফরেন্সিক পরীক্ষাও। উপরন্তু নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য সব চাকরিপ্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড়ে পৌঁছনোর চেষ্টা তলছে বলে তদন্তকারী সূত্রের খবর।

এক সিবিআই-কর্তা বলেন, "প্রাথমিক পর্যায়ে এসএসসি-র সব নথি ও কম্পিউটার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ধরনের দুর্নীতিতে প্রভাবশালী-যোগ থাকাটা স্বাভাবিক। শান্তিপ্রসাদ এবং এসএসসি-র উপদেষ্টা কমিটির অন্য চার কর্তাকে জিজ্ঞাসাবাদ করে সম্ভাব্য প্রভাবশালী যোগসূত্রকে প্রকাশ্যে নিয়ে আসা অত্যন্ত জরুরি।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নবম দশম শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক; সিবিআই তদন্তের নির্দেশ

 ৪:৫৩ PM     kolkata     No comments   

 

নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন FIR দায়ের করে তদন্ত করবে সিবিআই, এমনটাই বলা হয়েছে আদালতের তরফে। আজকেই FIR দায়ের করবে সিবিআই, এমনটাই খবর পাওয়া গিয়েছে আদালত সূত্রে। আর কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কাউকে রেয়াত নয়, সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।  বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে স্পষ্ট ভাবে সিবিআইকে সেই স্বাধীনতা দিল। এর পাশাপাশি এও জানান হয় যে, শান্তিপ্রসাদ সিনহা এবং বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, 'আদালতের সামনে শান্তি প্রসাদ সিনহা বারবার বলেছেন যে উপদেষ্টা কমিটির কোন মিটিং হয়নি। তিনি নির্লজ্জের মত মিথ্যা বলেছেন।' সিবিআই এর সামনে উপদেষ্টা কমিটির বাকি সদস্যরা যা বয়ান দিয়েছেন তার সঙ্গে শান্তি প্রসাদ সিনহার বয়ান মিলছে না, এমনই মন্তব্য করেছেন বিচারপতি।   

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন। তাঁদের দুর্দশা দূর করার জন্য আমি, যা করার করব। যাঁরা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাঁদের জন্য আমি একাই যথেষ্ট। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। টাকা কোথা থেকে কোথায় গেছে... সেটা খুঁজে বার করব। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

খাস কলকাতায় বন্ধ হয়ে গেল স্কুল!

 ১:০৭ PM     kolkata     No comments   

 

এবার বন্ধ হল জিডি বিড়লা স্কুল। ইতিমধ্যে নোটিশ দিয়ে এই কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নোটিশে দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারনেই এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই চিন্তার ভাজ পড়েছে অভিভাবকদের কপালে।

জিডি বিড়লা গ্রুপের এই নোটিশে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। হঠাত করেই জি ডি বিড়লা গ্রুপের স্কুলগুলি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হল এই নোটিশের মাধ্যমে। আইন শৃঙ্খলার কথা উল্লেখ করে বন্ধ করা হয়েছে স্কুল। অন্যদিকে অভিভাবকদের দাবি বিভিন্ন ছাত্র ছাত্রী যারা এই কোভিডকালে সম্পুর্ন মাইনে দিতে পারেনি তাদের অনেকের ক্ষেত্রেই বিড়লা গ্রুপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র আটকে রেখেছিল এবং তাদেরকে ক্লাস করতে দেয়নি। আদালতের নির্দেশের পরে অভিভাবক্রা আবার চেষ্টা করবেন ছাত্রছাত্রিদের স্কুলে ঢোকানর জন্য। সেই ঘটনা আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ অভিভাবকদের। সার্বিকভাবে, অভিযোগ এবং স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্যহত হল ছাত্রছাত্রীদের পড়াশুনা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দেশের সংকটে দাদার মতো পাশে দাঁড়িয়েছে ভারত: রণতুঙ্গা

 ১২:৫৫ PM     India     No comments   

 

ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। গত সাত দশকে সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখে শ্রীলঙ্কা। বিদেশি ঋণের বোঝায় ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা সরকার। এই পরিস্থিতিতে বড় দাদার মতোই পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। বিনা শর্তে শ্রীলঙ্কাকে সবরকমভাবে সাহায্য করছে মোদী সরকার।

সংকটের আবহে ভারত সরকারের এই ভূমিকায় স্বাভাবিকভাবেই কৃতজ্ঞ শ্রীলঙ্কা ক্রিকেটের মহারথীরা। অর্জুন রণতুঙ্গা থেকে সনৎ জয়সূর্য, সকলেই ধন্যবাদ জানালেন ভারত সরকারকে। সেই সঙ্গে বিঁধলেন নিজেদের সরকারকে। 

প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। তিনি বলছেন,"আজ আমাদের ভিখারির মতো গোটা বিশ্বের কাছে সাহায্যের আরজি জানাতে হচ্ছে। ভাগ্য ভাল যে বহু দেশ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। বিশেষ করে ভারত সরকার।" প্রেসিডেন্ট রাজাপক্ষেকে আক্রমণ করে রণতুঙ্গা বলেন,"সরকার গৃহযুদ্ধ লাগাতে চাইছে। অপপ্রচার করা হচ্ছে। বোঝানোর চেষ্টা হচ্ছে, এই সমস্যা তামিল এবং মুসলিমরা সৃষ্টি করেছে। ভয় হয়, আমাদের না আবার গৃহযুদ্ধের সম্মুখীন হতে হয়।"  শ্রীলঙ্কায় রাজাপক্ষে বিরোধী মুখ হিসাবে পরিচিত রণতুঙ্গা। তবে, সংকটের সময় যেভাবে ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে, তাতে তিনিও কৃতজ্ঞতা জানিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলছেন, "ভারত আমাদের কাছে বড় ভাইয়ের মতো। ওরাই আমাদের সব প্রয়োজন মেটাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর উদারতার জন্যই জাফনা বিমানবন্দর খোলা সম্ভব হয়েছে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কাউন্সিলর খুনের তদন্তে ঝালদায় সিবিআই, তৈরি হল ক্যাম্প

 ১২:৪২ PM     kolkata     No comments   

 

নিহত কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে ঝালদায় সিবিআই টিম। তপন কান্দু খুনের তদন্তে অস্থায়ী ক্যাম্প তৈরি করল সিবিআই। ঝালদায় বন দফতরের বাংলোয় তৈরি করা হয়েছে এই অস্থায়ী ক্যাম্প। বৃহস্পতিবার তপন কান্দুর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে দলটি এদিন ঘটনাস্থল ঘুরে দেখবেন।

সিবিআই-এর এই বিশেষ দলটির নজরদারিতে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার এক অফিসার। বুধবারই জেলা পুলিশের থেকে কেস ডাইরি ও তদন্তের সব নথি হাতে নেয় সিবিআই। এলাকা ঘুরে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। 

আদালতের নির্দেশের পর গত মঙ্গলবারই জেলা পুলিশের কাছ থেকে মামলার এফআইআর কপি-সহ অনান্য নথি হাতে নেন তদন্তকারীরা। রাত সাড়ে এগারোটা নাগাদ সিবিআই গোয়েন্দারা ঝালদা থানায় পৌঁছন। কেস ডায়েরি নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। এই কেস সংক্রান্ত অনান্য নথি সংগ্রহ করেন তাঁরা। বগটুইয়ের মতোই সিবিআই একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে। এখান থেকেই তদন্ত প্রক্রিয়া চলবে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আদালতে আবেদন জানাবে সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকে স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সিবিআই-এর হয়ে আদালতে সওয়াল করবেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ক্লাসে প্রথম দিন,বাবার ছবি জড়িয়ে অভিষেককন্যা

 ১২:৩০ PM     Entertainment     No comments   

 

সম্প্রতি বাবাকে হারিয়েছে ছোট্ট ডল। মেয়ে ছিল অভিষেক চট্টোপাধ্যায়ের চোখের মণি। মৃত্যুর আগে বারবার নাকি স্ত্রীয়ের কাছে মেয়ের কথাই জানতে চাইছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আসলে মেয়ে সাইনাকে খুব ভালো বাসতেন বাবা অভিষেক। আদর করে মেয়ে ডাকতেন ডল বলে। মাত্র ১২ বছর বয়সেই বাবাকে হারাল সাইনা।

বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে কাতর মেয়ে।  

অভিষেক যে সবসময় সঙ্গে আছেন ডলের পাশে, তা  মনে প্রাণে বিশ্বাস করে ছোট্ট মেয়েটা। বৃহস্পতিবার স্কুলের পথে রওনা দেওয়ার আগে জড়িয়ে ধরল বাবার ছবি। স্কুলে যাওয়ার সময় বাবার কাছে আদর খেয়েই স্কুলে যেত সে। অভিষেকের অনুপস্থিতিতে তাঁর ছবিকেই জড়িয়ে ধরল বাবার ছোট্ট ডল। এদিন অভিষেকের ফেসবুক প্রোফাইলে ডল লেখে,'প্রিয় বাবা, আজ ক্লাস সেভেনে আমার প্রথম দিন। তোমার আশীর্বাদ চাই। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। তোমার প্রিয় ডল।' সকলের উদ্দেশ্যে অভিষেকের স্ত্রী সংযুক্তা লেখেন,'আপনারা আমার ডলকে শুভেচ্ছা ও আশীর্বাদ করুন। ওর ক্লাস সেভেনের নতুন টার্ম শুরু হল।' 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৬ এপ্রিল, ২০২২

শীঘ্রই নিয়োগ হবে ৪৫০০ পদে নিয়োগ!

 ৯:৪৪ PM     kolkata     No comments   

গুরুত্বপূর্ণ উদ্যোগ মুখ্যমন্ত্রীর। এবার মহিলা পুলিশ ব্যাটালিয়ন তৈরি করতে উদ্যোগী নবান্ন। জেলায় জেলায় তৈরি হবে ব্যাটালিয়ন। ক্যারাটে সহ নানা বিষয়ে পারদর্শী মহিলাদের ব্যাটালিয়নে নিয়োগ করা যায় কিনা, সেই বিষয়ে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিয়োগ হবে প্রায় ৪৫০০ মহিলা পুলিশ। রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে এদিন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। 

অপরদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আগামীকাল(বৃহস্পতিবার) নবান্ন সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে টাস্ক ফোর্স সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এমনিতেই নিত্যপণ্যের বাজারদর আগুন। তারওপর আবার যেভাবে জ্বালানির দাম ক্রমাগত বেড়েই চলেছে, তাতে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছবে, তা ভেবেই আতঙ্কিত আমজনতা। তাছাড়া শুরু হয়ে গিয়েছে রমজান মাস। কদিন আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ফলের চড়া বাজারদর নিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন। সব মিলিয়ে আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates