সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
তোপ অনুপম হাজরার; 'ঠিকই বলছেন', মন্তব্য দিলীপের
একের পর এক নির্বাচনে ধাক্কা। জেতা আসানসোল উপ-নির্বাচনে হাতছাড়া হয়েছে বিজেপির। যার জন্য রাজ্য নেতৃত্বকেই দুষলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন "আমাদের মতো পুরনো কর্মীরা রয়েছে মার খাওয়ার জন্য ও জেলে যাওয়ার জন্য।" এর পরে তিনি বলেন, "বিজেপিকে আমি তিনটে পর্যায়ে ভাগ করেছি। একটা ২০১৯ সালের আগে, সেটা ছিল বিজেপির কঠিন সময়।
অনুপমের মন্তব্যের সমর্থন করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "ঠিকই বলেছেন। উনি কেন্দ্রীয় নেতা, এখানকার নেতাদের পরামর্শ দেওয়া ওনার কাজ। এখানে কী হচ্ছে, সেটাও জানানো উচিত কেন্দ্রে।"
রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
হাঁসখালিকাণ্ডে ৩জনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ!
হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালি-সহ তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাঁসখালির ধর্ষণ-খুনের মামলায় পুলিশ ইতিমধ্যে যাঁদের বয়ান নিয়েছিল, এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
জানা গিয়েছে, দিন দুয়েক আগেই হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল রক্তমাখা তোশক, ওষুধের শিশি, ফ্রিজে রাখা খাবারের নমুনা। এর পাশাপাশি, মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালির বাড়ির পিছন থেকে মদের বোতল ও মোবাইল ফোনের ভাঙা অংশ উদ্ধার করে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ব্রজর বাড়ি থেকে নেওয়া হয় আঙুলের ছাপ।
হাঁসখালিকাণ্ডে ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই। এর আগে নির্যাতিতার বাড়ি থেকে তার নিত্যব্যবহার্য জিনিস সংগ্রহ করা হয়। মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে। তখনই জানা গিয়েছিল, ডিএনএ সংগ্রহ করা হবে মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালি-সহ ধৃত ২ জনেরও।
'মমতার বিষাক্ত ইঞ্জেকশনে উডবার্নেই মরতে হবে অনুব্রতকে'; বিস্ফোরক মন্তব্য ঘিরে বিতর্ক
বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএমে ভরতি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। একাধিকবার তলব করা হলেও সিবিআই দফতরে হাজিরাও দিতে পারেননি তিনি। এবার সেই অনুব্রত মণ্ডল প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার।
এদিন, রবিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে 'চালন্দিয়া নদী বাঁচাও মঞ্চে'র পক্ষ থেকে যশোর রোড অবরোধ করা হয়। সেই কর্মসূচিত শামিল হয়েছিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত-সহ তৃণমূলের নেতাদের তীব্র কটাক্ষ করেন তিনি। অনুব্রতর হাসপাতালে ভরতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "আমার মনে হয়, অনুব্রত মণ্ডল আর ফিরতে পারবে না। ফিরলেই ওনাকে সিবিআইয়ের কাছে যেতে হবে। আর ওখানে গেলে সবার সব কিছু ফাঁস হয়ে যাবে। আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইঞ্জেকশনে উডবার্ন ওয়ারেডই মরতে হবে ওনাকে।"
কর্মসংস্থানকে বেশি গুরুত্ব; রাজ্যের বিকল্প শিক্ষানীতি তৈরির উদ্যোগ মেনে নিল কেন্দ্র
রাজ্যের বিকল্প শিক্ষানীতিতে আপত্তি নেই নরেন্দ্র মোদীর সরকারের। রবিবার কলকাতায় বণিকসভার অনুষ্ঠান শেষে এ কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্য সরকারের উদ্যোগ মেনে নিয়েও তিনি কটাক্ষের শুরে বলেন, "গোটা দেশ যা করে বাংলার সরকার ভিন্ন কিছু করতে চায়। এটা রাজনৈতিক নাকি অন্য কারণে, তা আমি জানি না। তবে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কোনও রাজ্য যদি কিছু যোগ করতে চায়, তা সাংবিধানিক অধিকার। তাতে কোনও আপত্তি নেই সরকারের।" উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির আগেই বিরোধিতা করেছে রাজ্য।
শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
নয়া জল্পনা; কংগ্রেসের বৈঠকে হাজির প্রশান্ত কিশোর
কয়েক মাস পরেই গুজরাত বিধানসভা নির্বাচন হবে। সেই ভোটে কংগ্রেসের রণকৌশল কী হবে, তা নিয়ে শনিবার প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন।
ফের তৃণমূলের জয়জয়কার!
রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনেও শাসকদল তৃণমূলকেই ফের বেছে নিল জনতা। অভিজাত এলাকা বালিগঞ্জ এবং শিল্পাঞ্চল আসানসোল উপনির্বাচনে বড়সড় ভোটের ব্যবধানে জিতেছেন দুই প্রার্থী বাবুল সুপ্রিয় এবং শত্রুঘ্ন সিনহা। সকাল থেকে ফলাফলের ট্রেন্ড দেখেই তৃণমূলের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন শাসক দলের নেতা কর্মীরা। বেলা বাড়তেই টুইট করে দলীয় প্রার্থীদের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।






