চাকরির দাবিতে ফের শহরের রাজপথে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। শুক্রবার সকাল থেকে মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, সাব ইনস্পেক্টর পদের নিয়োগে বিস্তর আইনি জটিলতা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। জটিলতা কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়োগ শুরু হয়নি। প্রবল গরমের মধ্যে পিএসসি অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড বাধে।
শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়!
হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার বেসরকারী হাসপাতাল উডল্যান্ডসে ভর্তি বাংলা সিনেমার প্রবীণ এই অভিনেত্রী। জানা যাচ্ছে অভিনেত্রীর ইলোকট্রলাইট ইমব্যালেন্স হয়েছে। দীর্ঘদিন ধরেই রক্তাল্পতায় ভুগছিলেন অভিনেত্রী।
কালবৈশাখীর পূর্বাভাস; আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন বঙ্গে
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণির পরীক্ষা!
প্রবল গরমের জেরে আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতিতে স্কুলগুলিকে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা পিছিয়ে দিতে বলল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে কোনও স্কুল ২ মে'র আগেই সেই পরীক্ষা নিতে পারবে বলে জানান হয়েছে। সেটা আগে থেকে ঘোষণা করলে তবেই ২ মে'র আগে পরীক্ষা নেওয়া যাবে।
টার্গেট তরুন প্রজন্ম; নয়া পরিকল্পনা সিপিএম-এর
বামেদের টার্গেট তরুন প্রজন্ম। এবার কী খোলনলচে বদলাচ্ছে সিপিএম? DYFI-এর সম্মেলনে এবার হবে ব্যান্ডফেস্ট। সম্মেলনের জন্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে পাঁচটি গান। এর দায়িত্বে সৃজন-শতরূপ সহ নবীন প্রজন্মের নেতারা।
এর আগে পুরনো দিনে মানুষের কাছে পৌঁছানোর হাতিয়ার হিসেবে দলের কাকছে ছিল গণসঙ্গীত এবং গণনাট্য।
দলে নতুন পরিকল্পনায় সিপিএম সিদ্ধান্ত নিয়েছে DYFI-এর সর্বভারতীয় সম্মেলনকে লক্ষ রেখে ব্যান্ডফেস্ট করা হবে। সিপিএম-এর ইতিহাসে এই প্রথমবার নতুন প্রজন্মের নতুন দাবিদাওয়ার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
নতুন জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য এর বিকল্প কোনও পথ নেই। ইতিমধ্যেই বেশ কিছু গান তৈরি হয়েছে এবং এবং একটি অ্যালবামের কাজও চলছে। তৈরি হয়ে গিয়েছে থিম সং। সেই গান রিলিজ করার পরিকল্পনা রয়েছে আগামি শনিবার।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভের!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিসিসিআই প্রেসিডেন্ট। কী কারণে এই বৈঠক, তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচে দর্শক প্রবেশের বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে।
দু-বছরের হা হুতাশ মিটিয়ে চলতি আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। তাও কোনও আতিপাতি ম্যাচ নয়, একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে।
বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
ডিএ মামলার শুনানি, ফের সময় চাইল রাজ্য
ডিএ নিয়ে বিতর্ক চলছে বেশ কয়েক বছর ধরে। রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ডিএ সংক্রান্ত মামলার সমাধান আজও হল না। সময় চাইল রাজ্য সরকার। বহু বিতর্কের পরেও ডিএ মামলা ফের হাইকোর্টে বিচারাধীন। চলতি সপ্তাহের শুনানির সম্ভাবনা।
এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, ২০১৬ সালে তাঁরা মামলাটি করেছিলেন। আজ ২০২২।






