এসএসসি গ্রুপ সি নিয়োগে দুর্নীতি হয়েছে । আর এই অভিযোগে চলছে তদন্ত। এই মামলায় শুক্রবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করল বাগ কমিটি। ওই রিপোর্টে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট এগারোজন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে।
শুক্রবার, ১৩ মে, ২০২২
বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা!
অর্থনৈতিক সঙ্কটে বেশ চাপে শ্রীলঙ্কা। এমন আবহে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভের মুখে পড়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে মাহিন্দা রাজাপক্ষে। তার পর থেকেই দেশের পরিস্থিতি ক্রমে জটিল হয়েছে।
ফের আইনি জালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া; নম্বরের বিভাজন প্রকাশ করার নির্দেশ আদালতের
ফের নিয়োগ ঘিরে বিতর্ক। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের বিভাজন ১০ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিল আদালত। এর পাশাপাশি আগামী ১৭ জুন পর্যন্ত সমস্ত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে এমন খবর জানা গিয়েছে।
মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট মিলে প্রায় ২০ হাজারের মতো চাকরিপ্রার্থী ছিলেন। কিন্তু চাকরিতে যারা নিযুক্ত হয়েছেন এবং যারা অকৃতকার্য হয়েছেন কারও নম্বর (শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর) প্রকাশ করা হয়নি।
অনিন্দিতা বিশ্বাস-সহ একাধিক প্রার্থীর অভিযোগ, ২০১৬ সালে নবম-দশমে মেধা তালিকা প্রকাশ হলেও প্রকাশ করা হয়নি কোনও নম্বর। মামলাকারীদের আরও অভিযোগ নম্বর কম পেয়েও চাকরি দেওয়া হয়েছে অনেককে। মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, লিস্টে কীভাবে নামের বিন্যাস করা হয়। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "কীভাবে মেধা তালিকা তৈরি হয় সেটা জানার জন্য নম্বর সামনে আসা প্রয়োজন।"
যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "মামলাকারীরা মেধাবী হতে পারেন। কিন্তু সুযোগ পাননি বলে এখন মামলাকারীরা সুযোগ নিতে চাইছেন। একটা নির্দেশ বার করে নেওয়ার জন্য মামলা করেছেন।"
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "সমস্ত সরকারি কাজে স্বচ্ছতা রাখা দরকার। গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা থাকা দরকার।" স্বচ্ছতার ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কিশোর দত্ত কমিশনের তরফে হলফনামা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ২১ জুন।
"এখন রাজ্যে ২৩ জেলা, ৪৬টিও হতে পারে"; ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
নয়া সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। রাজ্যে আগামী দিনে আরও নতুন নতুন জেলা হবে। এমনকী বর্তমানে জেলার সংখ্যা দ্বিগুণও হতে পারে। বৃহস্পতিবার সংস্কার হওয়া টাউন হলে আমলাদের নিয়ে সম্মেলনে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এর জন্য আরও বেশি অফিসার দরকার। কেন্দ্রের কাছে বারবার আইএএস অফিসারদের বঙ্গে কাজের সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার সংস্কারের পর টাউন হলের সূচনা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। সেইসঙ্গে আমলাদের বার্ষিক সম্মেলনে যোগ দেন। রাজ্যের বেশ কয়েকজন আমলার ভূয়সী প্রশংসা করেন তিনি। পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ার জেলাশাসকদের প্রশংসা করে বলেন, " বর্তমানে রাজ্যে ২৩টি জেলা, এরপর ৪৬টিও হতে পারে। তার জন্য আরও অফিসার দরকার। পরিকাঠামো দরকার। পরিকাঠামো আমাদের আছে, কিন্তু পর্যাপ্ত অফিসার নেই।"
অফিসারদের জন্য ফের একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর!
ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমলাদের জন্য এই ঘোষণা বলেই জানা গিয়েছে। নতুন টাউন হলের উদ্বোধনের পর WBCS অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা। প্রশংসা করলেন রাজ্যের তিন জেলাশাসকের।
রাত থেকে বুকে ব্যথা; ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল
ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে বীরভূমের জেলা সভাপতিকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। বুধবার রাত থেকে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাই বৃহস্পতিবার সকালে তাঁকে তাঁর চিনার পার্কের বাসভবন থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ঢোকার সময় প্রথমে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন অনুব্রত। কিন্তু তাতে অসুবিধা হওয়ায় হুইল চেয়ারে বসেই তিনি হাসপাতালে প্রবেশ করেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই মতো ঠিক তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা। ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এসএসকেএম হাসপাতালে ভরতি হন।
দিলীপ উবাচ ; 'তৃণমূল নেতাদের পিছনে পেট্রল ঢেলে দিন, দেখবেন, কেমন দৌড়য়'
ফের বেলাগাম বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের 'পিছনে পেট্রল ঢেলে দেওয়া'র নিদান দিলেন তিনি। পেট্রোপন্যের পাল্টা আলুর দামবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন তিনি। বিজেপির কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ায় গিয়েছেন দিলীপ ঘোষ। বাঁকুড়া শহরে 'ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি'র দাবিতে পদযাত্রা করেন তিনি। পদযাত্রা শেষে কর্মিসভা হয় শহরের মাচানতলা এলাকায়।






