Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ২১ মে, ২০২২

পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত!

 ১২:২৬ PM     kolkata     No comments   

 



অবশেষে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিতর্কের অবসান ঘটতে চলেছে। অনলাইন নয়, অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের সেমেস্টার পরীক্ষা। ছাত্র বিক্ষোভ উড়িয়ে শুক্রবার এব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের একটা বড় অংশের দাবি ছিল, অনলাইনেই হোক পরীক্ষা। তবে, বিভিন্ন সেমেস্টারে দীর্ঘ সময় অফলাইন ক্লাস হওয়ায় সেই দাবির বিরুদ্ধে ছিলেন শিক্ষক-অধ্যাপকরা। তাই ইউজি বোর্ড অব স্টাডির প্রতিনিধি এবং পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে অফলাইন পরীক্ষাতেই সিলমোহর পড়েছে।

যদিও এদিনই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ঘোষণা করেছে।  

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ১৫০টি কলেজ রয়েছে। স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে এবার পরীক্ষায় বসার কথা প্রায় ১ লক্ষ ২০ হাজার ছাত্রছাত্রীর। অনলাইনে পরীক্ষার দাবিতে এঁদের একটা বড় অংশ বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছিল। বিক্ষিপ্তভাবে দাবি-দাওয়া পেশ হলেও পুরোদস্তুর আন্দোলন দানা বাঁধতে পারেনি। অনলাইন পরীক্ষা গ্রহণের দাবিতে স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদও। উচ্চ শিক্ষা দফতর অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি হয়নি। বিশ্ববিদ্যালয়গুলিকে সম্মান জানিয়ে তাদের উপরেই ছাড়া হয়েছিল গোটা বিষয়টি। এরপর কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইন এবং কয়েকটি অফলাইনের পথে হেঁটেছে। তবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফলাইন পরীক্ষা হওয়ার ইঙ্গিত আগে থেকেই ছিল। বৃহস্পতিবার শিক্ষক সমিতি কুটা বিবৃতি দিয়ে জানায়, তারা সশরীরে হাজির হয়ে পরীক্ষার পক্ষে। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাও স্বীকার করেন, ‘অফলাইন পরীক্ষা হবে বুঝতেই পেরেছিলাম। তাই ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়তে বলি। যদিও সব পরীক্ষার্থী যে অনলাইনে পরীক্ষা চাইছে এমনটা নয়।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গ্রেফতারের আশঙ্কার মধ্যে তৃতীয়বার সিবিআই জেরার মুখে পরেশ অধিকারী!

 ১২:০৯ PM     kolkata     No comments   

 


আরও চাপে পরেশ অধিকারী। তৃতীয়বার সিবিআই জেরার মুখে তৃণমূল নেতা পরেশ অধিকারী। শনিবার সকালে নির্ধারিত সময়ের কিছুটা আগে নিজাম প্যালেসে পৌঁছন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে একটি ফাইলও ছিল বলে জানা গিয়েছে। তাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সূত্রের খবর, কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা, সে সংক্রান্ত নানা তথ্যের খোঁজেই ফের পরেশ অধিকারীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত বৃহস্পতিবার প্রথমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের মুখোমুখি হন পরেশ অধিকারী। ওইদিন প্রায় তিন ঘণ্টা তাঁকে জেরা করেন আধিকারিকরা। শুক্রবারও নিজাম প্যালেসে যান তিনি। ওইদিন প্রায় দশ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। রাত সাড়ে আটটা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরন পরেশ। শনিবার ফের সকাল এগারোটায় তাঁকে তলব করা হয়। নির্ধারিত সময়ের কিছুটা আগে পৌনে এগারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি। গাড়ি থেকে নামার সময় তাঁর হাতে একটি ফাইলও ছিল। ওই ফাইলেই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২০ মে, ২০২২

সিবিআই হেফাজতে নিতে পারবে পার্থকে!

 ৯:৫৩ PM     kolkata     No comments   

তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে সিবিআই চাইলে এখন পার্থকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। ঘটনাচক্রে, সিবিআই শুক্রবারই পার্থকে দ্বিতীয় বার হাজিরা দিতে বলেছে নিজাম প্যালেসে। পার্থের জন্য রক্ষাকবচ চেয়ে শুক্রবার সকালেই আদালতের কাছে গিয়েছিলেন তাঁর আইনজীবীরা।

আদালতকে তাঁরা বলেছিলেন, পার্থের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়। একই সঙ্গে, আদালতের কাছে আইনজীবীদের আবেদন ছিল, সিবিআই যেন পার্থকে হেফাজতেও না নেয়। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয় শুক্রবার দুপুরে। 

এর আগে পার্থকে হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে যান পার্থ। এর পরে যান সুপ্রিম কোর্টেও। শুক্রবারের রায়ের পর পার্থের সিবিআই দফতরে হাজির হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২০১৬ মেধাতালিকায় থাকা সবাইকে চাকরি, হাইকোর্টে জানাল এসএসসি

 ৬:২৫ PM     kolkata     No comments   

২০১৬ সালের প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। নিয়োগ নিয়ে দুর্নীতির জেরে তোলপাড়ের মধ্যেই হাইকোর্টে এ কথা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তিকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার চাকরিপ্রার্থীদের এক আবেদনের ভিত্তিতে এই মন্তব্য করেন বিচারপতি। এর পাশাপাশি এই বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত বন্ধ করার চেষ্টা করছে।

আদালতে বললেন চাকরিপ্রার্থীদের আইনজীবী।

এদিন চাকরিপ্রার্থীদের তরফে আদালতে জানানো হয়, 'চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে রাজ্য সরকার। নিয়োগের এই ধরণের বিজ্ঞপ্তি ভিত্তিহীন। মামলার ওপর চাকরির ভাগ্য নির্ধাণর করবে একথা কেন লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে? মামলাকারীদের চাকরি দিয়ে তদন্ত বন্ধ করতে চাইছে রাজ্য। ভুয়ো নিয়োগ বাতিল হলে বাকিরা এমনিতেই চাকরি পাবেন আদালতে মামলাকারীরা। এই ধরণের সিদ্ধান্তে তদন্ত প্রভাবিত হবে।' 

পালটা রাজ্যের তরফে জানানো হয়, 'র‍্যাঙ্ক জাম্প করার জন্য যারা চাকরি পাননি তাঁরা চাকরি পাবেন, রাজ্য।' দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি বলেন, এই বিজ্ঞপ্তির মাধ্যমে চোখে ধুলো দেওয়ার চেষ্টা হচ্ছে। 

প্রসঙ্গত, নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। চলতে থাকা এই বিতর্কের মাঝেই  বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের। ৬৮৬১ টি পদের বিজ্ঞপ্তি জারি। বিভিন্ন সময় দেখা গিয়েছে রিকমেন্ডেশন-এর ক্ষেত্রে র‍্যাঙ্ক জাম্প হয়েছে। তার জেরে এত সংখ্যক শূন্য-পদ তৈরি রাজ্যের। ১৯৩২টি পদ নবম দশম-এর জন্য, ২৪৭টি পদ একাদশ-দ্বাদশ এর জন্য, ১১০২টি পদ গ্রুপ সি ও ১৯৮০-টি পদ গ্রুপ ডি-এর জন্য। এর পাশাপাশি কর্মশিক্ষা ও শারীর শিক্ষার ক্ষেত্রেও পদ তৈরি করা হলো। ৭৫০ টি কর্মশিক্ষা ও ৮৫০ টি শারীর শিক্ষার-এর জন্য। রাজ্য মন্ত্রিসভায় আগেই সিদ্ধান্ত হয়েছিল, আজ তা বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। এক দিকে যেখানে সিবিআই তদন্ত চলছে এই র‍্যাঙ্ক জাম্প প্রসঙ্গকে কেন্দ্র করে, তার মধ্যেই স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও এর আগেই ঘোষণা করা হয়, এসএসসি-তে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। মোট ৫২৬১টি শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। তার সঙ্গে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পদ যুক্ত হয়েছে। এই শূন্যপদগুলি ২০১৬-এ নিয়োগ প্রক্রিয়ার সময় তৈরি হওয়া প্যানেলগুলির জন্য তৈরি করেছে রাজ্য সরকার। অর্থাৎ যে পদগুলি নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলির ক্ষেত্রেই এই শূন্যপদ তৈরি করা হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নতুন মেধাতালিকা নিয়েও হাইকোর্টের উষ্মা, বিজ্ঞপ্তিতে ব্যবহৃত শব্দ নিয়ে ক্ষোভ

 ৬:১৬ PM     kolkata     No comments   

 

গতকাল রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তিকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার চাকরিপ্রার্থীদের এক আবেদনের ভিত্তিতে এই মন্তব্য করেন বিচারপতি। এর পাশাপাশি এই বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত বন্ধ করার চেষ্টা করছে। আদালতে বললেন চাকরিপ্রার্থীদের আইনজীবী।

এদিন চাকরিপ্রার্থীদের তরফে আদালতে জানানো হয়, 'চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে রাজ্য সরকার। নিয়োগের এই ধরণের বিজ্ঞপ্তি ভিত্তিহীন। মামলার ওপর চাকরির ভাগ্য নির্ধাণর করবে একথা কেন লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে? মামলাকারীদের চাকরি দিয়ে তদন্ত বন্ধ করতে চাইছে রাজ্য। ভুয়ো নিয়োগ বাতিল হলে বাকিরা এমনিতেই চাকরি পাবেন আদালতে মামলাকারীরা।

এই ধরণের সিদ্ধান্তে তদন্ত প্রভাবিত হবে।' 

পালটা রাজ্যের তরফে জানানো হয়, 'র‍্যাঙ্ক জাম্প করার জন্য যারা চাকরি পাননি তাঁরা চাকরি পাবেন, রাজ্য।' দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি বলেন, এই বিজ্ঞপ্তির মাধ্যমে চোখে ধুলো দেওয়ার চেষ্টা হচ্ছে। 

প্রসঙ্গত, নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। চলতে থাকা এই বিতর্কের মাঝেই  বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের। ৬৮৬১ টি পদের বিজ্ঞপ্তি জারি। বিভিন্ন সময় দেখা গিয়েছে রিকমেন্ডেশন-এর ক্ষেত্রে র‍্যাঙ্ক জাম্প হয়েছে। তার জেরে এত সংখ্যক শূন্য-পদ তৈরি রাজ্যের। ১৯৩২টি পদ নবম দশম-এর জন্য, ২৪৭টি পদ একাদশ-দ্বাদশ এর জন্য, ১১০২টি পদ গ্রুপ সি ও ১৯৮০-টি পদ গ্রুপ ডি-এর জন্য। এর পাশাপাশি কর্মশিক্ষা ও শারীর শিক্ষার ক্ষেত্রেও পদ তৈরি করা হলো। ৭৫০ টি কর্মশিক্ষা ও ৮৫০ টি শারীর শিক্ষার-এর জন্য। রাজ্য মন্ত্রিসভায় আগেই সিদ্ধান্ত হয়েছিল, আজ তা বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। এক দিকে যেখানে সিবিআই তদন্ত চলছে এই র‍্যাঙ্ক জাম্প প্রসঙ্গকে কেন্দ্র করে, তার মধ্যেই স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও এর আগেই ঘোষণা করা হয়, এসএসসি-তে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। মোট ৫২৬১টি শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। তার সঙ্গে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পদ যুক্ত হয়েছে। এই শূন্যপদগুলি ২০১৬-এ নিয়োগ প্রক্রিয়ার সময় তৈরি হওয়া প্যানেলগুলির জন্য তৈরি করেছে রাজ্য সরকার। অর্থাৎ যে পদগুলি নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলির ক্ষেত্রেই এই শূন্যপদ তৈরি করা হয়েছে।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলাফল; প্রস্তুতি তুঙ্গে

 ৬:০৬ PM     kolkata     No comments   

জুনের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে চলেছে এবারের মাধ্যমিকের ফলাফল। অন্তত তেমনটাই স্কুল শিক্ষা দফতর সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

সূত্রের খবর, ইতিমধ্যেই ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়েছে পর্ষদে। সে ক্ষেত্রে আর কিছু নম্বর জমা পড়া বাকি থাকলেও তা ও দ্রুত জমা পড়ে যাবে। আর তাই জুনের প্রথম সপ্তাহ পর্ষদ ফল প্রকাশ করলে খুব একটা সমস্যা হবে না বলেই মত পর্ষদের আধিকারিকদের। গোটা বিষয়টি নিয়েই রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে পর্ষদের বলেই সূত্রের খবর। বলে রাখা ভাল, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন তারিখে ফলাফল ঘোষণা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দুর্নীতির রহস্যভেদ সময়ের অপেক্ষা; 'লক' করা হল SSC দফতরের সার্ভার

 ৫:৫৩ PM     kolkata     No comments   

 


শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগ উঠেছে বার বার। এই অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। এবার এসএসসি নিয়োগ দুর্নীতির রহস্যভেদে অন্যতম মূল প্রমাণ হিসেবে সিবিআই কর্তাদের নজরে রয়েছে যাবতীয় ডিজিটাল তথ্য। সেই তথ্য যাতে সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকে তাতে জোর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এসএসসি অফিস আচার্য সদনের সার্ভার লক করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই।  তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে এই নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্যরাও। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য।

নিয়োগ দুর্নীতির রহস্য ভেদে তৎপর আদালত ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুর্নীতির একটা বড় অংশ লুকিয়ে রয়েছে ডিজিটাল তথ্যে। যে তথ্য থেকেই তদন্তের একটা দিক খুলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। 

এসএসসি অফিস থেকে যাতে কোনও নথি ও তথ্য চুরি বা লোপাট না হয়ে যায়, বা নষ্ট না হয় তার জন্য নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা হাইকোর্টর নির্দেশের পরই বৃহস্পতিবার গভীর রাত থেকেই এই নিরাপত্তার ব্যবস্থা। আর ডিজিটাল তথ্য সংরক্ষিত রাখতেই সার্ভার লক করে দিয়েছে সিবিআই। এই সার্ভার থেকেই পরিচালিত হত এসএসসি দফতরের গুরুত্বপূর্ণ কম্পিউটারগুলি। যেখানে রয়েছে নিয়োগ সংক্রান্ত ডিজিটাল তথ্য। যে তথ্যগুলি প্রয়োজন মতো সংগ্রহ করবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। 

প্রসঙ্গত,  নিয়োগপত্রে যে কর্তার সই রয়েছে, সেটিও ডিজিটাল ফরম্যাটে বলেই জানা গিয়েছে। নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা জানতে পারেন পাসওয়ার্ড দিয়ে ওই সই লক থাকত। সেক্ষেত্রে এই তথ্যও যাতে সংরক্ষিত থাকে সেই বিষয়ে জোর দিতে চেয়েছেন সিবিআই কর্তারা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates