Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

'চাইলে টেনে-হিঁচড়ে ওঠাতে পারতাম, করিনি', করজোড়ে অবরোধ তোলার অনুরোধ মুখ্যমন্ত্রীর

 ৭:৩০ PM     kolkata     No comments   

মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল দেশ। এর প্রতিবাদে দেশে-বিদেশে প্রতিবাদ শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে এই রাজ্যে। রাস্তা অবরোধ শুরু হয়েছে।

যার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। 

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিদ্বেষ ছড়ানো এবং অশান্তি লাগানোর চেষ্টা হচ্ছে। এর পিছনে বিজেপি নেতাদের সরাসরি ইন্ধন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই যে কিছু রাস্তা অবরোধ হয়েছে, এর কারণে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। সকাল ১০টা থেকে অবরোধ করে রেখেছে। বিজেপির দুই নেতা যে কমেন্ট করেছে, ওদের দু'জনকে এখনই গ্রেফতার করা উচিত। আমাদের এখানে কেউ বললে, আমি সঙ্গে সঙ্গে গ্রেফতার করাতাম। দিল্লিতে একটা ঘটনা ঘটেছে, আর তারজন্য বাংলাটাকে তছনছ করবে? আমি চাইলে হয়ত পুলিশ দিয়ে টেনে-হিঁচড়ে ওঠাতে পারতাম। কিন্তু আমি সেটা করব না।" এরপর হাতজোড় করে বারবার অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মানবিক মুখ্যমন্ত্রী! ক্যানসারে আক্রান্ত সাংবাদিকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

 ৭:২১ PM     kolkata     No comments   

 

মুখ্যমন্ত্রীর মানবিকতার সাক্ষী রইলেন বঙ্গবাসী। রাজ্যের এক সাংবাদিক দূরারোগ্য ক্যানসারে ভুগছেন, এই খবর শুনেই তাঁর চিকিৎসার সব দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ওঁর সমস্ত চিকিৎসার ভার সরকারের। এসএসকেএমে ভরতি করানো হোক। উন্নতমানের চিকিৎসা হবে। যা খরচ লাগবে, রাজ্য দেবে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক স্বর্ণেন্দু দাস। সদ্যই জানা গিয়েছে, তিনি ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার বিপুল ব্যয়।

সেই খরচ বহন করা খুবই কঠিন তাঁর পরিবারের পক্ষে। তাই সাংবাদিকের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন তাঁর বন্ধু, শুভাকাঙ্খীরা। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন। 'ক্রাউড ফান্ডিং'য়ের মাধ্যমে বন্ধুকে বাঁচানোর কাতর আরজি তাঁদের। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নদিয়া জেলার নেতাদের পকেট ভারী হয়ে গেছে: মদন মিত্র

 ৭:১১ PM     kolkata     No comments   

 

গিয়েছিলেন দলের শ্রমিক সংগঠন INTTUC-র রক্তদান শিবিরের উদ্বোধন করতে। ওই অনুষ্ঠানের মঞ্চেই দুর্নীতির প্রসঙ্গে দলের একাংশকে কাঠগড়ায় তুললেন মদন মিত্র।  নিজের ফেসবুক পেজেও সেই ভিডিও পোস্ট করেছেন এই হেভি-ওয়েট তৃণমূল বিধায়ক। যেখানে মদন মিত্রকে বলতে শোনা গিয়েছে, 'নদিয়া জেলায় যাঁরা দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন, তাঁরা কার কী করেছেন আমি জানি না, তাঁরা নিজেদের পকেটটা বড্ড ভারী করেছেন।'

আর তৃণমূল বিধায়কের যে বক্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ অবশ্য পুরোপুরি দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিচ্ছে না। রানাঘাট উত্তর-পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সমীর পোদ্দার বলেছেন, 'হয়তো কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটতেও পারে। যেহেতু তিনি নদিয়া জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই হিসাবে হয়তো তিনি বিশেষ কোনও তথ্য জানেন। তবে আমাদের সেই সম্পর্কে কিছু জানা নেই।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শওকত মোল্লাকে ফের তলব করল সিবিআই!

 ৬:৫৯ PM     kolkata     No comments   

 

আগামী ১৫ জুন ফের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। এর আগে তাঁকে তলব করা হয়েছিল কিন্তু সেই সময় একাধিক অছিলায় নিজের হাজিরা এড়িয়ে যান শওকত মোল্লা। তবে এবারেও তিনি নিজাম প্যালেসে আসবেন কি না, সেই বিষয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।

কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে এ রাজ্যের একাধিক জেলায় ও শহরের বহু জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা।  এর পাশাপাশি একাধিক কয়লা ব্যবসায়ী এবং কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, রানীগঞ্জ-আসানসোল হয়ে বেআইনিভাবে কয়লা খাদান থেকে কয়লা তুলে বিভিন্ন জায়গায় পাচার করা হত।  তার মধ্যে অন্যতম জায়গা হল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায়। যেহেতু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ফলে সিবিআই গোয়েন্দাদের দাবি, এই ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এর ফলে সেই কয়লা পাচারের টাকা থেকে কারা কারা লাভবান হয়েছিলেন, সেই তালিকা এখন বের করতে চান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

টেট পরীক্ষা পাস করেও চাকরি না পাওয়ার অভিযোগ; বিক্ষোভে চাকরিপ্রার্থীরা

 ৬:২৪ PM     kolkata     No comments   

 

২০১৭ সালে টেট পরীক্ষা পাস করার পর চাকরি পায়নি টেট পরীক্ষার্থীরা। এমনটাই অভিযোগ চাকরি প্রার্থীদের। ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। সেইমতো সল্টলেক সিটি সেন্টারের কাছে জামায়াত করতে গেলে প্রায় শতাধিক আন্দোলনকারীদের আটক করে বিধান নগর পুলিশ।

পরবর্তী সময় সিটি সেন্টার সংলগ্ন কল্যাণ জুয়েলার্সের সামনে থেকে আরও একটি মিছিল শুরু করে। পরে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিলে সল্টলেক অরুণাচল ভবনের কাছে আসতেই ওই মিছিল আটকে দেয় পুলিশ। এর পরেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতে পাঠাল আদালত!

 ৫:৫২ PM     kolkata     No comments   

রোদ্দুর রায়কে ১৪ জুন পর্যন্ত পুলিশ হোফাজত দিল আদালত। আজ ইউটিউবার রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে এই রায় দেন বিচারক। মুখ্যমন্ত্রীর উদ্দেশে সোশাল মিডিয়ায় অশালীন আক্রমণের জেরে ইউটিউবার রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতে পাঠাল আদালত। গোয়া থেকে গ্রেফতারের পর গতরাতে কলকাতায় আনা হয় রোদ্দুর রায়কে, আজ তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে।

মুখ্যমন্ত্রী, অভিষেক ও কলকাতা পুলিশ সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এদিন রোদ্দুর রায়কে আদালতে পেশ করা হলে দুই পক্ষে আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ চলে। 'যাঁর নামে বলেছেন, তিনি অভিযোগ করেননি, রোদ্দুরের জামিন চেয়ে সওয়াল অভিযুক্তের আইনজীবীর। বাকস্বাধীনতার নামে কাউকে আঘাত করা যায় না, জামিনের বিরোধিতা করে পাল্টা জবাব সরকারি আইনজীবীর। আদালতের কাছে প্রমাণ হিসেবে একটি পেন ড্রাইভে রোদ্দুর রায়ের বক্তব্যের ভিডিও পেশ করা হয়। শেষ পর্যন্ত রোদ্দুর রায়ের ১৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতেরই নির্দেশ দেয় আদালত। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২৪ জুলাই মেয়াদ শেষ কোবিন্দের; ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই

 ৪:৫৫ PM     India     No comments   

 

ঘোষণা হল রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ জুলাই।

ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঘোষণা করেছে এই নির্ঘণ্ট। কমিশন আরও জানিয়েছে, ভোট গণনার প্রয়োজন পড়লে তা ২১ জুলাই অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই, জানিয়েছে কমিশন। ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। ২০১৭ সালে, বিজেপি দেশের সর্বোচ্চ এই পদের জন্য বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকে বেছে নিয়েছিল। বিরোধী শিবির বিভক্ত হয়ে যায় এই সিদ্ধান্তকে ঘিরে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates