গুজরাট দাঙ্গা নিয়ে বিতর্ক কম হয়নি দেশ জুড়ে। গুজরাট দাঙ্গায় সিটের ক্লিনচিটের বিরোধিতায় মামলা দায়ের করেছিলেন জাকিয়া জাফরি। সিটের তদন্তে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া হয়েছিল।
গুজরাট দাঙ্গা নিয়ে বিতর্ক কম হয়নি দেশ জুড়ে। গুজরাট দাঙ্গায় সিটের ক্লিনচিটের বিরোধিতায় মামলা দায়ের করেছিলেন জাকিয়া জাফরি। সিটের তদন্তে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া হয়েছিল।
ভারতে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘন্টায় ১৭,৩৩৬ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে মোট করোনভাইরাস সংক্রমণের সংখ্যা হয়েছে ৪,৩৩,৬২,২৯৪। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,২৮৪।
গরুপাচার মামলায় ইডির মুখোমুখি দীপক অধিকারী(দেব)। সম্প্রতি দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি, এমনটাই খবর সূত্রের। টানা ৫ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে।
গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে এর আগে একাধিক প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁদের থেকে মিলেছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। ইডি সূত্রে খবর, একাধিক অভিযুক্তের জেরাতে উঠে এসেছে দেবের নাম।
আগে গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। সে সব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৫ ফেব্রুয়ারি সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।
এদিন, বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর জন্য বেশকিছু নয়া সুবিধার কথা নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া প্রমোশনের সুবিধা থেকে শুরু করে মেডিকেল বেনিফিট একাধিক ক্ষেত্রে নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। এর পাশাপাশি নতুন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়োগ এর কথাও এদিন নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য এক গুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন "ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর অফিসারদের জন্য দুটো করে বাড়তি ইনক্রিমেন্ট এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অফিসারদের ডিপার্টমেন্টাল পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের বদলে এবার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে দেওয়া যাবে।"পাশাপাশি আইএএস,আইপিএস রা যেমন স্পেশাল অ্যালাউন্স বা বিশেষ ভাতার সুবিধা পান সেই সুবিধা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও পাবেন বলে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন "বার্ষিক হেলথ চেকআপ আইএস,আইপিএসদের যেমন করা হয়েছে তেমনই ৪০ বছরের উপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদেরও বাধ্যতামূলকভাবে সরকারি খরচে হেলথ চেকআপ করা হবে।"এদিন ইউনিফর্ম অ্যালাউন্স ২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার দের জন্য নতুন করে একটি ফোরাম করা হল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন "এতদিন ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিস এর অফিসারদের কোন ফোরাম কিছু ছিল না। ওদের জন্য আমি একটি ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা করছি। রাজ্যে এখন ৫৫০ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের আছে। আর ৮৫ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্য থেকেও প্রমোশন পেয়ে আইপিএস হয়ে আছে। এর ফলে ওরা উপকৃত হবে। আমি আশা করি এর মাধ্যমে ওরা ওদের অভাব অভিযোগ জানাতে পারবে।"
''মহারাষ্ট্রে যা ঘটছে তা শকিং। অনৈতিকভাবে একটা সরকার ভাঙার চেষ্টা চলছে।'' মহারাষ্ট্রের সরকারের সংকট নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা ছড়িয়ে, ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে বিধায়কদের কেনার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''উদ্ধবের জন্য ন্যায় চাই। মহারাষ্ট্রে জন্য ন্যায় চাই।
মহাসংকটে শিবসেনার সিংহাসন। ৪০-৪২ জন বিধায়ককে নিয়ে আপাতত গুয়াহাটির একটি হোটেলে আশ্রয় নিয়েছেন 'বিক্ষুব্ধ শিবিরের নেতা' একনাথ শিন্ডে। উদ্ধব ঠাকরের আসন যখন টলমল সেই সময় ঠাকরের পাশে দাঁড়াল তৃণমূল।
২৬৯ জনের চাকরি বাতিল, বেতন বন্ধ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা ধরে শুনানিতে সঠিক যুক্তিই খাড়া করতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
"২৩ লাখ প্রার্থীর মধ্যে কেন ২৬৯ জনকে বাড়তি এক নম্বর দেওয়া হল?"
উল্লেখ্য, SSC-র টেট-এও নিয়োগের ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত একটি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার টেট সংক্রান্ত একটি মামলা ডিভিশন বেঞ্চে উঠে। এদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ অনিময়ম মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।
উত্তরবঙ্গে আরও একবার প্রবল বৃষ্টির সর্তকতা। বৃষ্টি বাড়তে পারে শনিবার থেকে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহসরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সর্তকতা জানানো হয়েছে। শনিবার থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।