Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৭ জুন, ২০২২

মমতা-মুকুলকেও গ্রেফতারের দাবি তোলা উচিত, মন্তব্য সুজনের

 ৯:১৯ PM     kolkata     No comments   

 

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শাসকদলের এই কর্মসূচির সম্পর্কে প্রশ্ন করা হলে কটাক্ষের সুর বামেদের গলায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, শুধুমাত্র শুভেন্দু অধিকারীকেই কেন গ্রেফতারের দাবি তোলা হচ্ছে ?

একইসঙ্গে, মুকুল রায় ও মুখ্যমন্ত্রীকেও গ্রেফতারের দাবি তোলা উচিত বলে মন্তব্য করেন তিনি এদিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন। সেখানেই তিনি বলেন, আজ হঠাৎ শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করা হচ্ছে। যদিও আন্দোলনের ইস্যুকে সমর্থন জানিয়েছেন সুজন। তাঁর মতে, সারদা ও নারদা ইস্যুতে অবশ্যই শুভেন্দুকে গ্রেফতারের দাবি তোলা উচিত। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক; পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ আদালতের

 ৫:০৪ PM     kolkata     No comments   

ফের কলকাতা হাই কোর্টে ভুল স্বীকার করল এসএসসি। ২০১৬ সালে নবম-দশম-একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল প্রশ্ন ছিল।  প্রশ্নের উত্তর লিখলেই নম্বর দিতে হবে, এই দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল কয়েকজন হবু শিক্ষক। সোমবার সেই মামলায় নিজেদের ভুল স্বীকার করে নেয় এসএসসি। এর পরই ভুল প্রশ্ন বাবদ পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। 

২০১৬ সালে নবম-দশম-একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয় কমিশন।

নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইতিহাস পরীক্ষায় ৬ এবং ৪০ দাগের প্রশ্ন দু’টি ভুল ছিল। গলদ ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইতিহাস পরীক্ষাতেও। প্রশ্নপত্রের ১১, ১২ এবং ২৩ নম্বর প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেই, ঠিক বা ভুল যাই হোক না কেন, এই দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ। নবম-দশমের ২০ পরীক্ষার্থী এবং একাদশ – দ্বাদশের ২ চাকরিপ্রার্থী ছিলেন মামলাকারী। 

এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে নিজেদের ভুল স্বীকার করে নেয় কমিশন। এরপরই বিচারপতি নির্দেশ দেন যে প্রতিটি ভুল প্রশ্ন বাবদ পরীক্ষার্থীদের নম্বর দিতে হবে। উল্লেখ্য, চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে ভুল প্রশ্ন থাকলে, পরীক্ষার্থীরা যদি তার উত্তর দেয়, ঠিক-ভুল যাই হোক না কেন, তাতে নম্বর দিতে হয়। এটাই চাকরির পরীক্ষার ক্ষেত্রে নিয়ম। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মাছ নাকি দানব? দাম উঠল ১৩ লক্ষ টাকা

 ৪:১৬ PM     kolkata     No comments   

 

এ বারও মরশুমের শুরুতেই মৎস্যজীবীদের জালে ইলিশের দেখা নেই। জালে ইলিশ না ওঠায় স্বাভাবিকভাবে হতাশ মৎস্যজীবীদের অনেকেই। কিন্তু একটাই বৃহৎ আকারের মাছ ইলিশের দুঃখ ভুলিয়ে দিল। ৫৫ কেজির মস্ত এক ভোলা প্রজাতির মাছ।

সেই মাছ দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে ১৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।  দিঘা মোহনায় বিশালাকার সেই মাছকে দেখার জন্য কার্যত লম্বা লাইন লেগে যায় পূর্ব ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রে। বিশাল আকৃতির মাছের খবর পেয়ে হোটেল থেকেও মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সেই বিশালাকার মাছ দেখতে ছুটে যান পর্যটকেরা। মৎস নিলাম কেন্দ্র থেকে জানা গেছে প্রায় ৩ ঘন্টা ধরে নিলাম পর্ব চলার পর ২৬ হাজার টাকা প্রতি কিলো দরে মোট ১৩ লক্ষ টাকায় মাছটি কিনে নেয় এসএফটি সংস্থা। জানা গেছে এই মাছটি শংকর প্রজাতির তেলিয়া ভোলা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সুকান্তকে নিয়ে বিজেপিতে জল্পনা; সকালেই দিল্লি পৌঁছানোর নির্দেশ

 ৪:০৭ PM     kolkata     No comments   

 

সম্প্রতি বাংলা সফর সেরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপরই দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী। এবার ফের সুকান্তকে দিল্লিতে ডেকে পাঠালেন বিজেপি নেতৃত্ব।

বিজেপি সূত্রের খবর, রবিবার রাতেই বিজেপির রাজ্য সভাপতির কাছে দিল্লি থেকে ফোন আসে। জানানো হয়, সোমবার সকালেই দিল্লি পৌঁছতে হবে তাঁকে। সেই মোতাবেক দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু কেন এই জরুরি তলব, কাদের সঙ্গেই বা বৈঠক করবেন বাংলার বিজেপি সভাপতি, সেই বিষয়টি এখনও স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। 

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চলেছে বিজেপি। সেই প্রস্তুতি হিসেবে সোমবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে প্রস্তুতি বৈঠকে বসছে বিজেপি। রাজ্য স্তরের সমস্ত শীর্ষ নেতারা সেই বৈঠকে উপস্থিত থাকলেও দিল্লি যাওয়ার কারণে সেই বৈঠকে থাকতে পারছেন না সুকান্ত মজুমদার। ফলে তাঁর দিল্লি সফর বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পিএসি চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়!

 ৩:৫৬ PM     kolkata     No comments   

 

অবশেষে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বা PAC চেয়ারম্যান পদ ছাড়লেন বিধায়ক মুকুল রায়।

ইতিমধ্যে ইমেল মারফত ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।  বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জিতলেও, মমতা-অভিষেকের উপস্থিতিতে তাঁর তৃণমূলে 'ঘর ওয়াপসি' হয়। এরপর থেকে তাঁর পিএসি চেয়ারম্যানের পদ নিয়ে শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা চলছে। সম্প্রতি আরও এক বছর পিএসি-র মেয়াদও বাড়ানো হয়েছিল। 

রাজ্য বিধানসভার ৪১টি কমিটির মধ্যে পিএসি গুরুত্বপূর্ণ। মুকুল রায়কে ওই কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুলের তৃণমূলে 'ঘর ওয়াপসি' ঘটায়, অধ্যক্ষের সেই ঘোষণার বিরোধিতা করে বিজেপি। পাল্টা  অধ্যক্ষের কাছে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানায় গেরুয়া শিবির। জল গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভযোগ!

 ৩:৩৮ PM     kolkata     No comments   

 

রাজ্যে শিক্ষক নিয়োগ ঘিরে অভিযোগের পাহাড় জমেছে আদালতে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত কোণঠাসা রাজ্য সরকার। এমন আবহে এ বার অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানালেন মেধাতালিকাভুক্ত একাধিক চাকরিপ্রার্থী। রবিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ। ইতিমধ্যে, কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মেধাতালিকায় থাকা বহু চাকরিপ্রার্থী। সেই মামলা চলাকালীন এ বার মেধাতালিকায় থাকা প্রত্যেকের প্রাপ্ত নম্বর প্রকাশের দাবি জানালেন চাকরিপ্রার্থীরা। সেই সঙ্গে একাধিক অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজ্যের মন্ত্রীদের আত্মীয় থেকে শুরু করে শাসক দলের নেতাদের পরিচিতরা যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে চাকরি পেয়েছেন। আর যাঁদের যোগ্যতা আছে, তাঁদের আন্দোলন করতে হচ্ছে । ওই সাংবাদিক বৈঠকে চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, অধ্যাপকের চাকরি পাওয়ার বয়সের যে সময়সীমা, তা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অনেকে নিয়োগপত্র পেয়েছেন। এর পাশাপাশি  মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকে নিয়োগপত্র পেয়েছেন বলে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন। কিন্তু, কলেজ সার্ভিস কমিশন এখনও পরীক্ষার নম্বর প্রকাশ করেনি বলে জানিয়েছেন তাঁরা। এ দিনের সাংবাদিক বৈঠকে নিয়োগ সংক্রান্ত এমন নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ করেছেন অধ্যাপকের চাকরিপ্রার্থীরা। পাশাপাশি আগামী দিনে আরও এমন অনিয়মের তথ্য তারা প্রকাশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার 'দুয়ারে' পুলিশ; সুন্দরবনের জঙ্গলের বাসিন্দাদের অভিযোগ নিতে নয়া উদ্যোগ

 ১২:৩৪ PM     kolkata     No comments   

 

নয়া উদ্যোগ প্রশাসনের। জঙ্গলের মানুষের অভিযোগ নিতে লঞ্চে করে দুয়ারে পৌঁছল পুলিশ। বারুইপুর পুলিশ জেলার প্রতিটি থানায় ইতিমধ্যে এমন উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। সোনারপুর, মৈপিঠ, সুন্দরবন উপকূল থানা-সহ অন্যান্য থানাগুলিতে এই নয়া প্রকল্প শুরুতে সাড়া মিলেছে।

কুলতলি থানার পুলিশ লঞ্চ নিয়ে এ দিন জঙ্গলের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান। বারুইপুর পুলিশ জেলার নয়া প্রকল্প 'সম্পর্ক'-এর মাধ্যমে এই নয়া সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে। কুলতলির জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে থানায় আসাও মহা ঝক্কি। তাই সেখান থেকে সাধারণ মানুষ থানায় যেতে কুণ্ঠাবোধ করেন, তার অপরে রয়েছে যাতায়াতের খরচও। এলাকার হতদরিদ্র মানুষের সেই ক্ষমতাটুকুও নেই অনেকের। সে কারণেই উদ্যোগী হয়েছে প্রশাসন। এলাকার মানুষের সমস্যা সমাধানে লঞ্চে করে সুন্দরবনের জঙ্গলের গ্রামগুলিতে পৌঁছে গিয়েছে পুলিশ। এ দিন লঞ্চে ছিলেন কুলতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু দে সরকার। সকাল থেকে লঞ্চের কাছে অভিযোগ জানাতে গ্রামের মানুষ ভিড় জমান। তাঁদের মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates