দেশে দৈনিক মারণ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সমানে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। বৃহস্পতিবার দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ লক্ষ। মৃত্যুহার, সংক্রমণের হার সবই ঊর্ধ্বমুখী।
দেশে দৈনিক মারণ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সমানে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। বৃহস্পতিবার দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ লক্ষ। মৃত্যুহার, সংক্রমণের হার সবই ঊর্ধ্বমুখী।
রাজ্যে উধাও হয়ে গেছে কয়েক হাজার প্রাইমারি স্কুল। মোট ৭০১৮টি প্রাথমিক স্কুল গত দশ বছরে উধাও হয়েছে বলে জানা গিয়েছে। এমনই তথ্য রাজ্যের শিক্ষা দফতরের। যে দফতরের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সোচ্চার রাজ্য। সেই দফতর মিড ডে মিলের পরিকল্পনা জানাতে গিয়ে এই কথা তথ্য সামনে এসেছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের তথ্য জানাচ্ছে ২০১২-র মার্চে রাজ্যে ৭৪,৭১৭টি প্রাথমিক স্কুল ছিল। ২০২২-র মার্চে সেই সংখ্যা ৬৭,৬৯৯টি।
আদালতে ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ বলে জানাল হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। বিচারপতি তাঁর নির্দেশে আজ বলেন, "নতুন ভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন করতে হবে। এর জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি। ১ লা অগস্ট থেকে অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব নেবে। নতুন ভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে ।"বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে।
মামলাকারী কুণাল সাহার বক্তব্য ছিল, নির্দিষ্ট আইন অনুযায়ী মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করা হয়নি। যদিও মেডিক্যাল কাউন্সিলের তরফে এই বক্তব্যের বিরোধিতা করে বলা হয়, "মামলাকারী কুণাল সাহা একজন প্রবাসী ভারতীয়। তিনি এই ভাবে মামলা করতে পারেন না। ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি একজন বিদেশি। সর্বোপরি এটা একটা জনস্বার্থ মামলা।"
PAC-র চেয়ারম্যান হতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করবেন বিধানসভার অধ্যক্ষ। সূ্ত্রের খবর তেমনই। একুশের বিধান ভোটে বিজেপি টিকিটে জিতেছিলেন।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের মামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাব বিকাশ ভট্টাচার্যের। রাজ্যে বেআইনি শিক্ষক নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। তিনি বলেন, "রাজ্যে ১৭ হাজার পদে দুর্নীতিগ্রস্তদের নিয়োগ করা হয়েছে। লাখ লাখ টাকার বিনিময়ে এই নিয়োগ হয়েছে। যারা যোগ্য নন, তাদের থেকে টাকা নেওয়া হয়েছে। সেজন্যই এই নিয়োগের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।"
বিকাশ ভট্টাচার্য আরও বললেন, "সম্পূর্ণ বেআইনিভাবে নিয়োগ হয়েছে। তাই যারা যোগ্য প্রার্থী তাঁরা আদালতে গিয়েছেন। মামলা করেছেন। আমি তাঁদের হয়ে সওয়াল করেছি।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক চলছে শেষ কয়েক বছর ধরে। এমন সময় শিক্ষক নিয়োগ নিয়েও বিরোধীদের কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, '১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি আছে। আদালত অনুমতি না দিলে, আমি দিতে পারি না।' এবার বিরোধী পক্ষের আইনজীবীদের নাম করে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বলেন ,' বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই চাকরি চালু করবেন' সেই সঙ্গে তিনি বলেন, 'কেন্দ্র চাকরি কেড়ে নিচ্ছে, ত্রিপুরায় কত মানুষের চাকরি হারিয়েছে।' এর সঙ্গে রাজ্যের তরফে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন,"পারিবারিক হিংসায় হাত কাটা পড়া রেণুর জন্য কৃত্রিম হাত আমরা বানিয়ে দেব। একে কেন্দ্র করে কারখানা, হোটেল তৈরি হবে। আইটি পার্কে কর্মসংস্থান হয়েছে, আরও হবে। দুর্গাপুর-আসানসোলের চেহারা পাল্টে যাবে।
পানাগড়ে শিল্প তালুকের কাজ হচ্ছে। পানাগড়ে ১২টি প্রকল্পের অনুমোদন হয়েছে। বগটুইকাণ্ডে ১০ জনের চাকরি করে দিয়েছি। রানিগঞ্জে শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে ১৫ হাজার কোটি বিনিয়োগ হবে। এতে হাজার হাজার মানুষের চাকরি হবে।"