Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

অভিষেকের সামনে কড়া প্রশ্নপত্র; খবর ইডি সূত্রে

 ৪:৫৯ PM     kolkata     No comments   

ফের ইডি দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে এগারোটার পরপরই ইডি দফতরে ঢোকেন অভিষেক। সূত্রের খবর, দুটি দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে। সর্বপ্রথম ইডির জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডলের বয়ানে বলেছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মানিক ভট্টাচার্যের কাছে যেতেন। যেখানে ৩২৬ জনের লিস্ট দেওয়া হয়েছিল। তাপস মণ্ডলের কাছ থেকে কুন্তল ঘোষ টাকা তুলেছিল, সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে।

সেই তথ্য যাচাই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান লিপিবদ্ধ করা হবে। সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের নাম নিয়েছিলেন জিজ্ঞাসাবাদে। সেই জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ইডির অফিসিয়ালি প্রেস রিলিজ উল্লেখ করা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি কি এখনও বর্তমানে সিইও পদে আছেন? নাকি সেই কোম্পানির সঙ্গে সমস্ত কাজ আগেই ছেড়ে দিয়েছেন? এই বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। সর্বশেষ কুন্তল ঘোষের চিঠি বিতর্ক নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

হাতে ফাইল, নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে নুসরত

 ৩:৩১ PM     kolkata     No comments   

সমস্ত জল্পনায় জল ঢেলে ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির তলবে হাজিরা দিলেন তৃণমূলের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। মঙ্গলবার ফাইলপত্র নিয়ে নির্ধারিত সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১১টার সময় তলব করে ইডি।  নুসরত সকাল ১০টা ৪৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছে যান। হাতে নথি নিয়ে তাঁকে ইডির দফতরে ঢুকতে দেখা যায়।

ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির। সেই সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। ফ্ল্যাট তৈরির জন্য কেনা হবে জমি। এই প্রতিশ্রুতি দিয়ে চারশো উনত্রিশজনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে সেই টাকার পরিমাণ ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। ৯ বছর পর যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁরা কোনও ফ্ল্যাট পাননি। 

অভিযোগ তুলে প্রথমে কলকাতা পুলিসের দ্বারস্থ, এরপর ইডির দ্বারস্থ হন অভিযোগকারীরা। তদন্তভার নেওয়ার পর ইডি সূত্রে দাবি, একটি মোটা অঙ্কের টাকা গিয়েছিল নুসরত জাহানের কাছে। ঘুর পথে টাকা নেওয়ার ছক, মনে করছেন তদন্তকারীরা। দাবি করা হয়েছে ইডি সূত্রে। যদিও প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নুসরত জাহান দাবি করেছিলেন তিনি কোনও প্রতারণার সঙ্গে জড়িত নন। তিনি সংস্থার ডিরেক্টর থাকাকালীন সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন মাত্র। সেই টাকা তিনি সুদে আসলে ফিরিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছিলেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

'ইডি-সিবিআই আসবে ভাবলে বিজেপিতে যোগ দিন', বিজেপি নেতা অনুপমের মন্তব্যে বিতর্ক

 ৬:২৬ PM     kolkata     No comments   

ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির ভূমিকা ওয়াশিং মেশিনের মতো বলে বারবার দাবি করেছে তৃণমূলের একটা বড় অংশ। সেই দাবিতেই যেন সিলমোহর দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।

লাভপুরের দলীয় কর্মসূচি থেকে ঘাসফুল শিবিরের নেতা-কর্মীদের বিজেপিতে যোগদানের আহ্বান জানান। তাঁর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক চাপানউতোর। অনুপম বলেন, "হাতে মোটা বালা, গলায় মোটা সোনার চেন, বেঁধে যাঁরা ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের যে নেতারা রয়েছেন, যাঁদের মনে হচ্ছে যেকোনও সময়ে ইডি-সিবিআই আসতে পারে। তাঁদের বলছি এখন থেকে চুরিটা বন্ধ করুন। আর আমার ফেসবুকে, একটা নম্বরও দেওয়া রয়েছে। যদি সামনে এসে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান। আমরা দেখব, আপনাদের কীভাবে কাজে লাগানো যায়।" স্বাভাবিকভাবেই অনুপম হাজরার এই মন্তব্য নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপি যে চোর, চিটিংবাজদের দল তা অনুপমের আহ্বানেই স্পষ্ট।  প্রশ্ন উঠছে, তবে কী তৃণমূলের দাবিই ঠিক? তবে উত্তর অধরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'ওকে বারবার বিরক্ত করা হচ্ছে'; অভিষেককে ফের ইডি তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

 ৬:১৮ PM     kolkata     No comments   

INDIA জোটের কো-অর্ডিনেশন বৈঠকের প্রথম বৈঠকের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি।  বুধবার, ১৩ তারিখ তাঁকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার রাতে সেই নোটিস পেয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। '৫৬ ইঞ্চির ছাতি'র ভীরুতা নিয়ে কটাক্ষ করেছিলেন।

আর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বুধবার অভিষেককে ইডি তলব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, "এটা রাজনৈতিক প্রতিহিংসা। অভিষেককে বারবার বিরক্ত করা হচ্ছে এভাবে। যখন-তখন ডেকে পাঠানো হচ্ছে। কোনও অভিযোগ উঠলে তার তদন্ত করুক কিন্তু এভাবে হেনস্তা কেন? এসব সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে বিজেপির ক্ষেত্রে ব্যুমেরাং হতে পারে। আজ একটা দল ক্ষমতায়, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ঠিক রাখতে হবে। সেটাই গণতন্ত্রের পক্ষে কাম্য।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রতিশ্রুতি পূরণ; মহকুমা হচ্ছে ধূপগুড়ি

 ৫:৩৯ PM     kolkata     No comments   

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে মহকুমা হচ্ছে ধূপগুড়ি। সোমবার নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বানারহাটের কিছু অংশ ও ধূপগুড়ি নিয়ে তৈরি হচ্ছে আলাদা মহকুমা।

ধূপগুড়ির উপনির্বাচনের আগে ভোটপ্রচারে গিয়ে ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই আলাদা মহকুমা তৈরি হবে।  প্রতিশ্রুতির পর একমাসও কাটেনি। তার আগেই পূর্ণ হল প্রতিশ্রুতি। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, বানারহাট, বানারহাট শহরের কিছু অংশ ও ধূপগুড়ি নিয়ে তৈরি হবে ধূপগুড়ি মহকুমা। সেই কাজ চলেছে। দীর্ঘদিন ধরেই দাবি ছিল, ধূপগুড়ি আলাদা মহকুমা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  সভায়ও সেই দাবি তুলেছিল উপস্থিত জনতা। তাঁদের সেই দাবিপূরণের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে, প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। বলেন, "আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি। এখন থেকে সবুজ আবির খেলতে শুরু করুন। ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। কথা দিয়ে গেলাম।" সেই প্রতিশ্রুতিপূরণ হল ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পর্যটন থেকে সরানো হল বাবুলকে; দায়িত্ব পেলেন ইন্দ্রনীল

 ৫:২৫ PM     kolkata     No comments   

রাজ্যের মন্ত্রিসভায় ফের বেশকিছু রদবদল। এবার পর্যটন দফতর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে। এর থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। এর সঙ্গে তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও রয়েছে বাবুলের হাতে। অন্যদিকে, বাবুলের পর্যটন দফতর দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। পাশাপাশি, আরও বেশ কিছু রদবদল এদিন হয়েছে। অরূপ রায় সমবায় দফতর থেকে সরিয়ে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

জ্যোতিপ্রিয় মল্লিক বনদফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছে। বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দফতর আপাতত সামলাবেন। সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তে অনুমোদনও দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিধানসভার মধ্যে জোর তরজায় জড়িয়েছিলেন রাজ্যের শাসকদলের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। বাবুল সুপ্রিয় এতোদিন পর্যটন মন্ত্রী থাকলেও, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন হিসাবে ছিলেন কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বিধানসভার মধ্যেই বাবুল অভিযোগ করেন যে, ইন্দ্রনীল নাকি তাঁর কাজে বাধা সৃষ্টি করছেন। এই প্রসঙ্গে পাল্টা জবাব দেন ইন্দ্রনীলও। ঠিক তার কিছুদিনের মধ্যেই পর্যটন দফতর থেকে সরিয়ে দেওয়া হল বাবুলকে। তারপরে সেই ইন্দ্রনীলকে দায়িত্ব দেওয়া হল। অন্যদিকে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস-এর দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অনুব্রত মণ্ডলের 'কত' কোটির সম্পত্তি বাজেয়াপ্ত? পড়ুন

 ৫:১৪ PM     kolkata     No comments   

গরু পাচার মামলায় তিহাড় জেলবন্দি বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গত এক বছর চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে এক সময়ের  বীরভূমের তৃণমূলের দাপুটে নেতার।

প্রথমে এ রাজ্যে থাকলেও বর্তমানে বাংলা ছাড়িয়ে কেষ্ট মণ্ডলের বর্তমান ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল। একই জেলে বন্দি রয়েছেন মেয়ে সুকন্যাও। এবার অনুব্রত ও তাঁর পরিবারের থেকে বাজেয়াপ্ত টাকার বিপুল অঙ্ক প্রকাশ্যে আনল দুই গোয়েন্দা সংস্থা। এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে ১১কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। আর এ বার জানা যাচ্ছে সেই বাজেয়াপ্ত করা ১১ কোটির স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিল্লির রাউস অ্যাভিনিউয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে তুলে ধরেছে তদন্তকারী সংস্থাদুটি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যৌথভাবে কোটি কোটি টাকার গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার হিসাব পেশ করেছে আদালতে। সূত্রের খবর, দুই কেন্দ্রীয় এজেন্সি রাউস অ্যাভিনিউ আদালতে তাদের নিজ নিজ হিসাব জমা দিয়েছে। তবে একইসঙ্গে গোয়েন্দা সংস্থার দাবি, যে ১১ কোটি টাকার সম্পত্তির হিসাব আদালতে জমা পড়েছে যদি তার বাজারদর ধরা যায় তবে ওই বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য হতে পারে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা। এদিন আদালতে বাজেয়াপ্ত করা সম্পত্তির হিসাবের পাশাপাশি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেন এবং কেষ্ট ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বয়ানের প্রতিলিপিও আদালতে জমা করা হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates