ফের ইডি দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে এগারোটার পরপরই ইডি দফতরে ঢোকেন অভিষেক। সূত্রের খবর, দুটি দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে। সর্বপ্রথম ইডির জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডলের বয়ানে বলেছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মানিক ভট্টাচার্যের কাছে যেতেন। যেখানে ৩২৬ জনের লিস্ট দেওয়া হয়েছিল। তাপস মণ্ডলের কাছ থেকে কুন্তল ঘোষ টাকা তুলেছিল, সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে।
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
হাতে ফাইল, নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে নুসরত
সমস্ত জল্পনায় জল ঢেলে ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির তলবে হাজিরা দিলেন তৃণমূলের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। মঙ্গলবার ফাইলপত্র নিয়ে নির্ধারিত সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১১টার সময় তলব করে ইডি। নুসরত সকাল ১০টা ৪৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছে যান। হাতে নথি নিয়ে তাঁকে ইডির দফতরে ঢুকতে দেখা যায়।
অভিযোগ তুলে প্রথমে কলকাতা পুলিসের দ্বারস্থ, এরপর ইডির দ্বারস্থ হন অভিযোগকারীরা। তদন্তভার নেওয়ার পর ইডি সূত্রে দাবি, একটি মোটা অঙ্কের টাকা গিয়েছিল নুসরত জাহানের কাছে। ঘুর পথে টাকা নেওয়ার ছক, মনে করছেন তদন্তকারীরা। দাবি করা হয়েছে ইডি সূত্রে। যদিও প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নুসরত জাহান দাবি করেছিলেন তিনি কোনও প্রতারণার সঙ্গে জড়িত নন। তিনি সংস্থার ডিরেক্টর থাকাকালীন সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন মাত্র। সেই টাকা তিনি সুদে আসলে ফিরিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছিলেন।
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
'ইডি-সিবিআই আসবে ভাবলে বিজেপিতে যোগ দিন', বিজেপি নেতা অনুপমের মন্তব্যে বিতর্ক
ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির ভূমিকা ওয়াশিং মেশিনের মতো বলে বারবার দাবি করেছে তৃণমূলের একটা বড় অংশ। সেই দাবিতেই যেন সিলমোহর দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
'ওকে বারবার বিরক্ত করা হচ্ছে'; অভিষেককে ফের ইডি তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
INDIA জোটের কো-অর্ডিনেশন বৈঠকের প্রথম বৈঠকের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। বুধবার, ১৩ তারিখ তাঁকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার রাতে সেই নোটিস পেয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। '৫৬ ইঞ্চির ছাতি'র ভীরুতা নিয়ে কটাক্ষ করেছিলেন।
প্রতিশ্রুতি পূরণ; মহকুমা হচ্ছে ধূপগুড়ি
কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে মহকুমা হচ্ছে ধূপগুড়ি। সোমবার নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বানারহাটের কিছু অংশ ও ধূপগুড়ি নিয়ে তৈরি হচ্ছে আলাদা মহকুমা।
পর্যটন থেকে সরানো হল বাবুলকে; দায়িত্ব পেলেন ইন্দ্রনীল
রাজ্যের মন্ত্রিসভায় ফের বেশকিছু রদবদল। এবার পর্যটন দফতর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে। এর থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। এর সঙ্গে তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও রয়েছে বাবুলের হাতে। অন্যদিকে, বাবুলের পর্যটন দফতর দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। পাশাপাশি, আরও বেশ কিছু রদবদল এদিন হয়েছে। অরূপ রায় সমবায় দফতর থেকে সরিয়ে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুব্রত মণ্ডলের 'কত' কোটির সম্পত্তি বাজেয়াপ্ত? পড়ুন
গরু পাচার মামলায় তিহাড় জেলবন্দি বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গত এক বছর চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে এক সময়ের বীরভূমের তৃণমূলের দাপুটে নেতার।