ঝালদা পুরসভা হাতছাড়া হয়েছিল আগেই। এবার উপপুরপ্রধানের পদ থেকে ইস্তফা পূর্ণিমা কান্দুর। আজ, বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেন তিনি। তিনি জানান, "নৈতিক কারণেই এই ইস্তফা।" ঝালদা পুরসভা নিয়ে আইনি টানাপোড়েন চলছিলই। তার মাঝে কয়েকদিন আগে পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়-সহ চার কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেন।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
নিয়োগে ফের বেনিয়ম, দমকল বিভাগের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্টে
এবার দমকল বিভাগের চাকরিতেও নিয়োগ দুর্নীতির ছায়া। বীরভূমে অক্সিলারি ফায়ার অপারেটর পদে ২৫ জনের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই মামলায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল করেছে বলে জানা গিয়েছে।
লিপস অ্যান্ড বাউন্ডস-এর সকলের সম্পত্তির হিসেব দিতে হবে; কড়া নির্দেশ আদালতের
লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ইডি আধিকারিকের ডাউনলোড করা ১৬ ফাইলের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয়েছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে ইডি। জেনারেল ডাইরির ভিত্তিতে ইডি আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। বিভিন্ন প্রশ্নের উত্তর চাইছে কলকাতা পুলিশ। অভিযোগ ইডি-র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে ইডি, এই ১৬ টি ফাইল তদন্তের কোথাও ব্যবহার করবে না তারা।
তবে, এদিন আরও উল্লেখযোগ্য কিছু নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২১ সেপ্টেম্বরের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও, সমস্ত ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান (লিস্ট অফ অ্যাসেটস) পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ যদি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও হন, তাঁর সমস্ত সম্পত্তির খতিয়ান পেশ করতে হবে ইডিকে।
এখনও পর্যন্ত তদন্তে ইডি যা পেয়েছে, সঙ্গে কিছু সিনেমা জগতের কিছু ব্যক্তির যোগ পেয়েছেন তদন্তকারীরা। এদেরও সমস্ত সম্পত্তির খতিয়ান পেশ করতে নির্দেশ ইডিকে। কলকাতা পুলিশ এ বিষয়ে কোনও তদন্ত করতে পারবে না। তবে হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে যাবে সিবিআই, ইডি। যেমনটা তারা করছে।
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
'গদর ২-এর মতো উগ্র দেশপ্রেমের ছবি আদতে ক্ষতিকারক': নাসিরুদ্দীন শাহ
বক্স অফিসে জোরকদমে চলছে সানি দেওলের ছবি গদর ২। প্রায় ২২ বছর পর মুক্তি পেয়েছে সুপারহিট ছবি 'গদর'-এর সিক্যুয়েল। প্রথম ছবির থেকেও সিক্যুয়েলটি বেশি হিট, এক কথায় বলা চলে ব্লকবাস্টার। তবে এই ছবিকেই এবার 'উগ্র দেশপ্রেম' ও 'পিছিয়ে পড়া সংস্কৃতি' বলে কটাক্ষ করেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গত ১১ অগস্ট মুক্তি পায় এই ছবি।
শুভেন্দুর দেহরক্ষী মৃত্যু; এতদিন পর FIR কেন? আদালতে প্রশ্নের মুখে রাজ্য
শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যু মামলায় হাই কোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য। বিচারপতি জয় সেনগুপ্তর প্রশ্ন, এতদিন পর এফআইআর কেন? বুধবার হাই কোর্টে মামলাটি উঠেছিল। সওয়ালের সময় নুসরত জাহানের ইডি হাজিরা নিয়েও বিরোধী দলনেতাকে খোঁচা দেন সরকারি আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়।
বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে ছিল মামলার শুনানি।
'ED-CBI আমার পার্টির লোককে যেদিন ধরবে, খুশি হব'; বিস্ফোরক রূপা
এবারের বিধানসভা ভোটে হেরে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধী নেতা-মন্ত্রীদের বারবার হেনস্তা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এমন অভিযোগ বরাবর সরব তৃণমূল কংগ্রেসের একাংশ। এবার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ভিডিওকে হাতিয়ার করে কেন্দ্রের 'চক্রান্তে'র বিরুদ্ধে সোচ্চার হল ঘাসফুল শিবির।
নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ইডি দপ্তরে হাজিরা দিতে পৌঁছে যান অভিষেক। ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে যাওয়া আটকাতেই অভিষেককে ওই দিনই ইডি দিয়ে তলব করে কেন্দ্র সরকার হেনস্তা করতে চাইছে বলে তোপ দাগে তৃণমূল।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলে দেন, "যেদিন ইডি কিংবা সিবিআই আমার পার্টির একটি লোককে ধরবে, যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বা ছিল। আমি ভীষণ খুশি হব।" X হ্যান্ডেলে সাক্ষাৎকারের এই অংশটুকু তুলে ধরেই কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে তৃণমূল। লিখেছে, বিজেপির হেভিওয়েট নেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় নিজেই নিজের দলের উপর থেকে পর্দাটা সরিয়ে দিয়েছেন। তিনিও মনে করেন, বিজেপির যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। গ্রেপ্তার করা না হলেও ইডি-সিবিআই অন্তত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত করুক।
অভিষেককে ইডির তলবের দিনই এই ভিডিওটি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে ঘাসফুল শিবির। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টেট ২০২৩; পরীক্ষার দিনক্ষণ জানালেন বোর্ড সভাপতি
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরই গৌতম পাল বলেছিলেন, 'প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে।' সেই মতো ২০২২ সালে ১১ ডিসেম্বর টেট নিয়েছিল বোর্ড। এবারও টেট (TET 2023) নেওয়া হবে। আজ, বুধবার সভাপতি গৌতম পাল জানান, 'আগামী ১০ ডিসেম্বর এবারের টেট নেওয়া হবে।' এদিন পর্ষদ সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী টেট-এর দিনক্ষণ ও পরীক্ষার বিজ্ঞপ্তি সম্পর্কে জানান।
এই পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। টেট দুর্নীতি সামনে আসার পরই একাধিক বিষয় নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পর্ষদকে। 'অযোগ্য' দের টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। সিবিআই-ইডি, এই দুর্নীতির তদন্ত করছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
এই দুর্নীতি মামলায় নাম জড়ায় তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। বর্তমানে তিনি জেলে রয়েছেন। হাইকোর্টের নির্দেশে তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরই তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন গৌতম পাল।