ভারত চাঁদে যাচ্ছে। ওরা আবার জি-২০ আয়োজন করছে। আর পাকিস্তান ভিক্ষে করছে। পাক বিরোধী কোনও ব্যক্তি বা সংগঠন নয়। এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২১ অক্টোবর তিনি পাকিস্তানে ফিরছেন ব্রিটেন থেকে।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
বধূ নির্যাতন মামলায় জামিন পেলেন বাংলার পেসার মহম্মদ শামি!
বিশ্বকাপের আগে টেনশন অনেকটাই কমল ভারতীয় পেসার মহম্মদ শামির। স্ত্রী হাসিন জাহানের করা মামলায় শামির উপর থেকে চাপ কমল। মঙ্গলবার সশরীরে আলিপুর আদালতে হাজিরা দেন মহম্মদ শামি ও তাঁর দাদা হাসিব আমেদ।
দু-টি ভাগে দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা; প্রস্তাব এল স্কুল শিক্ষা দফতরে
রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
এশিয়া কাপ ফাইনালে সিরাজ ঝড়; মাত্র ৫০ রানেই শেষ শ্রীলঙ্কা
এক ওভারে চার উইকেট। ৬ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ঝুলিতে ছয় উইকেট। এশিয়া কাপের ফাইনালে আগুন ঝরালেন ভারতের স্পিড স্টার মহম্মদ সিরাজ।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
৫০ কোটির দুর্নীতি বিতর্ক; রাজ্যের উপর তুমুল চটলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়; ৫০ লাখ টাকার জরিমানার নির্দেশ
ফের আদালতে বড় ধাক্কা। আলিপুরদুয়ার মহিলা ঋনদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলায় সিআইডি-র উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় সিআইডি এখনও কেন নথি তুলে দেয়নি সিবিআই ও ইডিকে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তীব্র ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় এদিন সিআইডি নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে ৫০ লাখ টাকা জরিমানা হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে জরিমানার টাকা দিতে হবে রাজ্যকে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
'১৮ তারিখের মধ্যে সমস্ত নথি সিবিআই ও ইডির হাতে তুলে না দিলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠাব।' বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ; নিম্নচাপ ভয়ংকর ঝড় হয়ে এগিয়ে আসছে
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গতকাল আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি ক্রমে উপকূলের দিকে এগিয়ে আসছে। আগে এর অভিমুখ ছিল ওডিশা-ছত্তীসগঢ়। পরে সেই অভিমুখ পরিবর্তিত হয় তা যাচ্ছে ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও বাংলার জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
উপাচার্য নিয়োগের অধিকার রাজ্যপালেরই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব বেশ চরমে। এমন আবহে উপাচার্য নিয়োগ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।তিনি বললেন, "উপাচার্য নিয়োগের অধিকার রাজ্যপালের রয়েছে। শিক্ষায় নাক না গলিয়ে রাজ্য নিজেদের দায়িত্ব পালন করুক।" রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ ছাড়া একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন তিনি।