নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভুল সংশোধনে ফাইন এক হাজার টাকা। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক চলছিলই। এতো টাকা ফাইন দেওয়া পড়ুয়াদের পক্ষে কতটা সম্ভব, তা নিয়েও উঠছিল প্রশ্ন।
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
লাল শার্ট, হাতে বাঁধা ব্যাজ, মোট বইলেন 'কুলি' রাহুল
পরনে চিরাচরিত সাদা টি-শার্ট। তার উপরে কুলিদের লাল জামা। মাথার চড়ানো বড় ভারী ট্রলি। বাহুতে কুলির ব্যাজ। বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে আবারও অন্য মেজাজে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে ওয়ানাদের সাংসদের মাথায় ট্রলি ব্যাগ তুলে দিচ্ছেন তাঁর চারপাশে ঘিরে থাকা কুলিরা। তাঁর মুখে তখন একচিলতে হাসি। এরপরে সেই ট্রলি মাথায় নিয়ে রাহুল এগিয়ে গেলেন রেল পোর্টারদের লাল সমুদ্রের মাঝখান দিয়ে। চারপাশে তখন শ্লোগান, 'রাহুল জিন্দাবাদ!'
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কুলিদের অভাব-অভিযোগ, সমস্যা সম্পর্কে খোঁজখবর নিতে এদিন আনন্দ বিহার রেল স্টেশনে হাজির হয়েছিলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে কংগ্রেসের তরফে লেখা হয়, "আজ, আনন্দ বিহার স্টেশনের পোর্টারদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি। কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ওই স্টেশনের পোর্টাররা রাহুল গান্ধির সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। আজ রাহুল ওঁদের সঙ্গে দেখা করেন এবং ওঁদের কথা শোনেন। ভারত জোড়ো যাত্রা অব্যাহত।"
আদালতে জমা পড়ল লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্তাদের সম্পত্তির খতিয়ান!
লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর এবং শীর্ষকর্তাদের সম্পত্তির যাবতীয় তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নিয়োগ মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ডিরেক্টর সহ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সমস্ত কর্তাব্যক্তিদের সম্পত্তির পরিমাণ জানাতে হবে আদালতক। ২১ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।
নিয়োগ দুর্নীতি মামলা; পার্থর বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন রাজ্যপালের
এখনও জামিন অধরা। নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এবার পার্থ চট্টোপাধ্যায়ের নামে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে জানাল তদন্তকারী সংস্থা সিবিআই।
বছর ঘুরে গেল!
এদিন আলিপুরে সিবিআই আদালতে পেশ করা হয় কুন্তল ঘোষ-সহ নিয়োগ দুর্নীতি মামলা ধৃত ৩ অভিযুক্তকে। আদালতে সিবিআই তরফে জানানো হয়, 'রাজভবন থেকে এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ে বিরুদ্ধে চার্জশিটের অনুমোদনপত্র চলে এসেছে'। আরও ৫ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদনে অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে অসুস্থ সন্দীপ রায়!
সম্প্রতি 'নয়ন রহস্য' টিম নিয়ে চেন্নাইয়ে শুটিং করতে গিয়েছিলেন সন্দীপ রায়। 'হত্যাপুরী'র পর তাঁর হাত ধরে আবারও নতুন 'মিস্ট্রি' সমাধানে ফেলু মিত্তিরকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। গত সপ্তাহেই চেন্নাই পৌঁছে পুরোদস্তুর শুটিং শুরু করেন তিনি। তবে এর কয়েক দিন পরেই শুরু হয় বেদম কাশি।
৩২ কর্মীকে সিবিআই নোটিস; হাজিরার নির্দেশ
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। এবার একসঙ্গে বরানগর পুরসভার ৩২ জন কর্মীকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে সিবিআই। তলব করা হয়েছে একাধিক পুরসভার শিক্ষক, ক্লার্ক এবং গাড়িচালকদেরও। তাঁদের ২০-২৯ সেপ্টেম্বরের মধ্যে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।
নিম্নচাপের জেরে ভয়ঙ্কর বৃষ্টি বঙ্গে, কবে পাল্টাবে আবহাওয়া?
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বৃষ্টির চলবে শনিবার পর্যন্ত। আজও রাজ্যের একাধিক প্রান্তে রেইনি ডে পরিস্থিতি। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ ওড়িশা উপকূল ও উত্তর ওড়িশাতে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে।