অমানবিক মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শক। পদ থেকে ২ সপ্তাহের মধ্যে অপসারণের সুপারিশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি (জেলা স্কুল পরিদর্শক) অন্য দফতরে চাকরি করতে পারেন, কিন্তু ওই পদে থাকার কোনও যোগ্যতা নেই।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
ফের টিকল না রাজ্যের আর্জি;মিছিল হবে ক্যামাক স্ট্রিট দিয়েই
বুধবার কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিল রয়েছে। সেই মিছিলের রুটের একটি অংশ নিয়ে আপত্তি তুলেছিল রাজ্য। হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। কিন্তু ধোপে টিকল না আর্জি। গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটে কোনও পরিবর্তন হচ্ছে না। এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের মিছিল যাবে ক্যামাক স্ট্রিট হয়েই।
প্রসঙ্গত, গতকালই রাজ্যের তরফে ক্যামাক স্ট্রিট এলাকা দিয়ে মিছিলে আপত্তি জানানো হয়েছিল। রাজ্যের বক্তব্য ছিল, ওই রুটে অনেকগুলি স্কুল রয়েছে। অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার-সহ বেশ কয়েকটি স্কুলের কথা আদালতে উল্লেখও করে রাজ্য। মিছিলের ফলে ওই রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছিল রাজ্য। কিন্তু এদিন বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবীর উদ্দেশে বলেন, 'আপনাদের বলা কোনও স্কুল ক্যাম্যাক স্ট্রিটে নেই। এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না। তাঁরা মিছিল করে চলে যাবেন। তাঁদের মিছিল যাতে যেতে পারে, পুলিশ সেই ব্যবস্থা করবে।'
এবার শুরু বর্ষা বিদায় পর্ব, দক্ষিণে বাড়বে তাপমাত্রা
দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। এর পাশাপাশি বাড়বে তাপমাত্রা। সঙ্গে হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তর আন্দামান সাগরে আগামী শুক্রবার তৈরি হবে ঘূর্ণাবর্ত।
দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গেল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু করল পশ্চিম রাজস্থান থেকে। আগামী ২১ থেকে ২৩ দিনে ধাপে ধাপে গোটা দেশে বর্ষা বিদায়।
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
অভিষেকের মা লতার সম্পত্তির হিসাবও জমা দিন; ইডিকে নির্দেশ আদালতের
লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় অস্বস্তি বাড়ল শাসক তৃণমূলের। এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাই কোর্ট। সংস্থা নিয়ে গত আট মাস ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে তদন্ত করেছে, তা নিয়ে সোমবার অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিংহ। তিনি জানিয়েছেন, এই তদন্তের নিট ফল শূন্য। সংস্থা এবং সংস্থার সিইও অভিষেকের বিষয়ে ইডি বিশদে তথ্য দিতে পারেনি। তাই এই সংক্রান্ত আরও কিছু তথ্য জমা করার নির্দেশ দেন বিচারপতি সিংহ। তালিকায় রয়েছে অভিষেকের মা লতার সম্পত্তির খতিয়ান, যিনি ওই সংস্থার ডিরেক্টর ছিলেন। ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে এই তথ্য দিতে হবে।
লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও এবং ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ ইডিকে জমা দিতে বলেছিল হাই কোর্ট।
এর পরেই বেশ কিছু তথ্য ইডি-কে বিশদে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ। লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার ছ’জন ডিরেক্টরের নাম, তাঁদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থায় কারা ক্লায়েন্ট, তাঁদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার রোজের কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারা, কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায়, তা জানাতে হবে হাই কোর্টে। বিচারপতি এ-ও জানিয়েছেন, আদালত ফল আশা করে।
বঙ্গে ডেঙ্গির বাড়বাড়ন্ত; বিদেশ সফর বাতিল করলেন রাজ্যপাল
এবার বিদেশ সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য যখন ডেঙ্গির মৃত্যুর মতো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে, তখন মাননীয় গভর্নর মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে সম্মিলিত জাতিসংঘে বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদানের কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিনি আপাতত সেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বদলে তিনি অনলাইনে এই বৈঠকে যোগ দেওয়ার কথা বলেছেন। আর্থিক খরচ কমানো এবং ডেঙ্গির বাড়বাড়ন্তের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
স্পেন সফরেই ফের চোট বাঁ পায়ে; মুখ্যমন্ত্রীকে চলাফেরা নিয়ন্ত্রণের পরামর্শ
স্পেন সফরে ফের চোট লেগেছে বাঁ পায়ে। এসএসকেএমে মুখ্যমন্ত্রী। আগামী ১০ দিন তাঁকে চলাফেরা কমানোর পরামর্শ দিলেন চিকিৎসকরা। দু-ঘণ্টারও বেশি সময় চলল MRI-সহ বিভিন্ন পরীক্ষা। হাতে আর বেশ সময় নেই। চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্য বিনিয়োগে আনতে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাংলার শিল্পপতি ও তিন প্রধানের কর্মকর্তা। কবে? ১২ সেপ্টেম্বর।
ঘড়িতে তখন ৪টে। এদিন বিকেলে কালীঘাটের বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে এসএসকেএমের হাসপাতালে ডিরেক্টর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, 'গত সপ্তাহে মুখ্যমন্ত্রী বা পায়ের হাঁটুতে চোট লেগেছে। ৩ মাস আগে উত্তরবঙ্গ সফরের ওই হাঁটুতে চোট লেগেছিল। তীব্র যন্ত্রণা হচ্ছিল। MRI-সহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। আগামী ১০ দিন চলাফেরায় নিয়ন্ত্রণ থাকবে। চিকিৎসদের তত্ত্বাবধানে থাকবেন'।
বিদায় চেয়েও ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের, জানালেন, ছাড়ছেন না রাজনীতি
ঘোষণার প্রায় ৭২ ঘণ্টার মধ্যেই ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের। তিনি জানালেন, বিজেপি ছাড়ছেন না তিনি। ১৮০ ডিগ্রি ঘুরে রবিবার এমনই জানিয়ে দিলেন তমলুক বিজেপির সহ সভাপতি। দু'দিন আগেই যদিও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি।