অক্টোবরের শেষে ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। বাংলা ও ওড়িশা উপকূলে এর প্রভাব পড়তে পারে নবমী এবং দশমীতে। ইতিমধ্যেই আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
অক্টোবরের শেষে ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। বাংলা ও ওড়িশা উপকূলে এর প্রভাব পড়তে পারে নবমী এবং দশমীতে। ইতিমধ্যেই আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
সমকামীতা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সমলিঙ্গের বিয়েকেও নিয়ে আজ রায় দিস সুপ্রিম কোর্ট। এটা নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে শীর্ষ আদালতে। কেন্দ্র-সহ সব পক্ষের মতামত শোনার পর রায়দান স্থগিত রেখেছিল উচ্চ আদালত। তবে, আজ অবশেষে রায় ঘোষণা করল আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ সেন। ওএমআর শিট নষ্টের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন ধৃত ব্যক্তি। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি।
১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলাটিকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে ক্রিকেটকে এলএ ২৮’ (LA 28)-তে অন্তর্ভূক্তির অনুমদন দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নিদিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি এবার তদন্তে তাদের গতি বৃদ্ধি করেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করেছে ইডি।
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল ইডি। ইডির নোটিস অনুযায়ী সোমবার দুপুর বারোটা নাগাদ ইডি দফতরে এসে পৌঁছন সুমিত রায়। সুমিত রায়ের হাতে ছিল বেশকিছু নথি। ইডির ওই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক। দ্রুত শুনানির আবেদন জানিয়েও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে সেই মামলার শুনানি হয়নি। সোমবারই সেই মামলার শুনানি হবে। ইডির আইনজীবীকে বিচারপতি বলেছেন, সোমবার সকাল সাড়ে ১০টার পরিবর্তে দুপুর ১২টার পর সিজিও কমপ্লেক্সে সুমিতকে হাজিরার সময় দেওয়া হোক। তার আগেই মামলার শুনানি হয়ে যাবে।
এবারের পঞ্চায়েত নির্বাচন মামলায় বেশ বিপাকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। শুক্রবার কলকাতা হাউকোর্ট তাঁর বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছে। রুল জারি করে রাজীব সিনহাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিরোধীরা বারবারই পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। সেই মামলায় নির্বাচন কমিশনার অবমাননার কাজ করেছেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তাঁকে তলব করল তদন্তকারী সংস্থা ইডি। সমন পাঠিয়ে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই তলবের বিরোধিতায় তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ শুনানি হোক, ইডির আইনজীবীকে এমনই সুপারিশ করেন বিচারপতি।