অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যসভায় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি যাদবপুর-সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর পেসমেকার বসেছে।
শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
'মোদি সরকার আমার মেরুদণ্ড বাঁকাতে পারেনি'; বিজেপিকে কটাক্ষ অভিষেকের
কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে একের পর এক কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, " এবারের পঞ্চায়েত ভোট আটকাতে বিরোধীরা আদালতে গিয়েছিলেন।
বাংলায় হেরেছে বলে গায়ে জ্বালা। বাংলা খাবে না তাও ঠিক আছে, কিন্তু মাথা নত করবে না। ইডি, সিবিআই লাগিয়ে টাইট করতে চাইছে। ইডি, সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।"
সেঞ্চুরি করে ক্ষমা চাইলেন বিরাট!
বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে রোহিতবাহিনী। পর পর চার ম্যাচ জিতে ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখল রাহুল দ্রাবিড়ের ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর এবার ভারত হারিয়ে দিল বাংলাদেশকে।
বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
ফের খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন!
পুজোর মুখে ফের খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। গরু পাচার মামলায় গত বছরের ১১ আগস্ট থেকে জেলবন্দি অনুব্রত। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে। সুপ্রিম কোর্টে আবেদন করেও জামিন পেলেন না গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল।
পর্ষদ সভাপতি গৌতম পালকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ!
নিয়োগ দুর্নীতি মামলায় নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। পর্ষদ সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। গৌতম পালকে দ্রুত জিজ্ঞাসাবাদের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। তদন্তে সহযোগিতা না করলে দরকারে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
শুধুমাত্র পর্ষদ সভাপতি গৌতম পাল নন, জিজ্ঞাসাবাদের নির্দেশ পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন একটি তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই রিপোর্ট দেখার পরই পর্ষদ সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি, বিচারপতি গঙ্গোপাধ্যায় এও উল্লেখ করেছিলেন যে, পর্ষদের পক্ষ থেকে 'ডিস্টার্ব' করা হচ্ছে সিবিআইকে। এখন কোন প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের নির্দেশ, তিনি অবশ্য তা খোলসা করেননি। পাশাপাশি, সিবিআই-এর পক্ষ থেকে যে সিট গঠন করা হয়েছে, সেই সিটের তদন্তকারী অফিসাররা জানান যে, এই তদন্তপ্রক্রিয়ায় তাঁরা কয়েকজনকে যুক্ত করতে চান। এরপরই পর্ষদ সভাপতি গৌতম পালকে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ১৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের FIR হওয়া উচিতঃ শুভেন্দু
রানিগঞ্জ ও জামুড়িয়ায় বেআইনি কয়লা খনির ছাদ ধসে ৮ জনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দুবাবু বলেন, 'রানিগঞ্জে ৭ জন গরিব মানুষ বেআইনি কয়লা তুলতে গিয়ে চাপা পড়ে মারা গেল, কিন্তু সবাই চুপ। আমি চলে যাওয়ার পরে আসানসোলে একটা কম্বল বিতরণ অনুষ্ঠানে ৩ জন মারা গিয়েছিলেন। সেজন্য জিতেন্দ্র তিওয়ারিকে জেল খাটিয়েছেন। তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারিকে বাড়ি ছাড়া হতে হয়েছে। আমার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট পাত্তা দেয়নি। রানিগঞ্জে ৭ জন ও জামুরিয়ায় ১ জন গরিব লোক মরে গেছে। আমি কয়েকদিনের মধ্যেই রানিগঞ্জের প্রত্যেকটি মৃতের পরিবারের কাছে আসছি। আমরা এটা ছাড়ব না। যদি জিতেনবাবুর আয়োজিত অনুষ্ঠানে ত্রুটি থাকলে রানিগঞ্জে বেআইনি খনির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও খুনের FIR হওয়া উচিত'।
পুজোতে ফের বৃষ্টির চোখরাঙানি!
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা থাকছে। সোমবার অর্থাৎ নবমীর রাতে অথবা দশমীর দিন সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তার আগে রবিবার অষ্টমীর পর্যন্ত পরিষ্কার আকাশ।