দুর্গাপুজো মিটতেই দুর্নীতির জট ছাড়াতে ফের সক্রিয়ভাবে তদন্তে নেমেছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মোট ৮ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা!
পুজো মিটতেই ফের সক্রিয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। দ্বাদশীর সকালেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা। জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তেই রাজ্যের মন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন ইডির তদন্তকারীরা। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়।
বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বদলে সত্যিই কি ভারত! পড়ুন
স্কুলের পাঠ্য বই থেকে ইন্ডিয়া নাম মুছে ফেলার সুপারিশ করে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কমিটি। তবে বৈঠকে নাকি এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনই মন্তব্য করেছেন এনসিইআরটি ডিরেক্টর দীনেশ সাখালি। দেশের নাম বিতর্কে এবার নয়া মোড়।
ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠের বাইরে হার্দিক!
চলতি বিশ্বকাপের দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের এই সফরের ভিলেন হয়ে দাঁড়িয়েছে চোট আঘাত। গত সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময় গোড়ালিতে গুরুতর চোট লাগে হার্দিক পাণ্ডিয়ার। যার জেরে নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধেও হয়তো মাঠে নামতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার। সূত্রের খবর, বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, হার্দিককে নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই। আসলে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। সেই কারণেই আরও একটা ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরেক রিপোর্ট আবার জানাচ্ছে, আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে রয়েছেন হার্দিক। বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। ব্যাটিং করতে এমনিও কোনও সমস্যা নেই তাঁর। বোলিংয়ের ক্ষেত্রে খানিক অসুবিধা হলেও হতে পারে। সেক্ষেত্রে হার্দিকের পরিবর্তে আবারও হয়তো সুযোগ পাবেন সূর্যকুমার যাদব।
সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
ধেয়ে আসছে হামুন; কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক বিষাণ সিং বেদি!
৭৭ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী প্রাক্তন স্পিনার বিষাণ সিং বেদি। পঞ্জাবের বাসিন্দা ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের প্রধান ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে তিনি মোট ৬৭টি টেস্ট ম্যাচ ও ১০টি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। টেস্টে তিনি নিয়েছিলেন ২৬৬টি উইকেট, আর ১০টি ওয়ান ডে-তে তাঁর সংগ্রহে ছিল সাতটি উইকেট৷ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এরাপল্লি প্রসন্ন, বিএস চন্দ্রশেখর ও এস ভেঙ্কটরাঘবনের পাশাপাশি বেদি স্পিন বোলিংয়ের চেহারা একেবারে পাল্টে দিয়েছিলেন।
রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
মহানবমী থেকেই মহাদুর্যোগের আশঙ্কা!
বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে গভীর নিম্নচাপে পরিণত মধ্য বঙ্গোপসাগরে। অতি গভীর নিম্নচাপ রূপে এটি বাঁক নেবে আরও শক্তিশালী হয়ে। শেষ পর্যন্ত কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এই নিয়ে আশঙ্কা বাড়ছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে একথা স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা।