Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

ডেলিভারি বয় থেকে বিশাল প্রাসাদের মালিক; হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডি তল্লাশি

 ৩:০৯ PM     kolkata     No comments   

দুর্গাপুজো মিটতেই দুর্নীতির জট ছাড়াতে ফের সক্রিয়ভাবে তদন্তে নেমেছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মোট ৮ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর আপ্ত সহায়কের একাধিক বাড়িতে তল্লাশি চলছে। এই তালিকায় রয়েছে হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে।  ডেলিভারি বয় থেকে কীভাবে সে প্রাসাদের মালিক হল, সে বিষয় খোঁজখবর নিচ্ছেন আধিকারিকরা। অভিজিতের বাড়ি ঘিরে ফেলা হয়েছে।  স্থানীয় সূত্রে খবর, অভিজিৎ দাস মন্ত্রী, সরকারি আধিকারিকদের ঘনিষ্ঠ। সেই কারণেই তিনি ইডির স্ক্যানারে বলে অনুমান। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা!

 ১২:৪৯ PM     kolkata     No comments   

পুজো মিটতেই ফের সক্রিয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। দ্বাদশীর সকালেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা। জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তেই রাজ্যের মন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন ইডির তদন্তকারীরা। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়।

আপাতত বন দফতরের দায়িত্বে আছেন তিনি। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। আর এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি কর্তারা। এই প্রসঙ্গে জানা গিয়েছে, দ্বাদশীর দিন সল্টলেকের বিসি ব্লকে জ্যোতিপ্রিয়র বাড়িতে সকাল সকাল তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। এছাড়াও আরও ৭টি জায়গায় আজ হানা দিয়েছে ইডি। এর মধ্যে রয়েছে নাগেরবাজারে অবস্থিত জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দের বাড়িও। সকাল থেকেই আটটি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকেরা। ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে মন্ত্রীর কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও তল্লাশি চালাচ্ছে ইডি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বদলে সত্যিই কি ভারত! পড়ুন

 ৫:৫০ PM     India     No comments   

স্কুলের পাঠ্য বই থেকে ইন্ডিয়া নাম মুছে ফেলার সুপারিশ করে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কমিটি। তবে বৈঠকে নাকি এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনই মন্তব্য করেছেন এনসিইআরটি ডিরেক্টর দীনেশ সাখালি। দেশের নাম বিতর্কে এবার নয়া মোড়।

তিনি জানান, বৈঠকে এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। দু'দিন আগে বৈঠক হয়েছে। এটা কোনও বিশেষ ব্যক্তির মতামত, পুরো কমিটির নয়। এই ধরনের কোন ধারণা এখনও অনুমোদিত হয়নি! এনসিইআরটি-র বইয়ে 'ইন্ডিয়া'র বদলে 'ভারত' লেখার বিষয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা খাড়্গেকে জানিয়েছেন, "এমনটা হতই। সরকার নাম পরিবর্তন করা নিয়ে মেতে উঠেছে। কোনও উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে না, শুধু নাম পরিবর্তনের প্রকল্প চলছে। 'ইন্ডিয়া' নামের প্রতি হঠাৎ ঘৃণা কেন? কেন ৯ বছর ধরে ওরা অপেক্ষা করছিল?ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক মূলত শুরু হয় জি-২০ সম্মেলনের সময় থেকে৷ গত ৯ সেপ্টেম্বর জি-২০ র নৈশভোজের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর তরফে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছিল, সেখানে তাঁকে 'প্রেসিডেন্ট অফ ভারত' বলে উল্লেখ করা হয়েছিল৷ তা নিয়েই সে সময় প্রতিবাদ উঠে এসেছিল কংগ্রেস সহ বিরোধী শিবিরের তরফ থেকে। সে সময় অবশ্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রী দাবি করেছিলেন, ভারতীয় সংবিধানে দেশের নাম ‘ইন্ডিয়া’র পাশাপাশি 'ভারত' বলেও উল্লিখিত রয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠের বাইরে হার্দিক!

 ৫:৩৩ PM     Sports     No comments   

চলতি বিশ্বকাপের দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের এই সফরের ভিলেন হয়ে দাঁড়িয়েছে চোট আঘাত। গত সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময় গোড়ালিতে গুরুতর চোট লাগে হার্দিক পাণ্ডিয়ার। যার জেরে নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন।

তবে মনে করা হচ্ছিল হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরবেন তিনি। কিন্তু আবারও তাঁর ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধেও হয়তো মাঠে নামতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার। সূত্রের খবর, বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, হার্দিককে নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই। আসলে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। সেই কারণেই আরও একটা ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরেক রিপোর্ট আবার জানাচ্ছে, আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে রয়েছেন হার্দিক। বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। ব্যাটিং করতে এমনিও কোনও সমস্যা নেই তাঁর। বোলিংয়ের ক্ষেত্রে খানিক অসুবিধা হলেও হতে পারে। সেক্ষেত্রে হার্দিকের পরিবর্তে আবারও হয়তো সুযোগ পাবেন সূর্যকুমার যাদব।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ধেয়ে আসছে হামুন; কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

 ৯:১৬ PM     kolkata     No comments   


গভীর নিম্নচাপের বর্তমান অবস্থান হচ্ছে দীঘা থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম প্রায় ৫১০ কিলোমিটার। এর মুভমেন্ট উত্তর ও উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ঘন্টায় এটি সাইক্লোনে পরিণত হয়ে বাংলাদেশের দিকে যাবে। ২৫ তারিখ সন্ধ্যার কাছাকাছি বাংলাদেশে উপকূলে আছড়ে পড়বে এই সাইক্লোন। এই সিস্টেমের প্রভাব দক্ষিণবঙ্গে সরাসরি না পড়বেনা।
আজ সোমবার দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার এর পরিমাণ একটু বাড়বে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত। ২৫ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেক উন্নত হবে। সোমবার উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের সব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা এবং পরশু দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল মিলিয়ে হয়তো চার থেকে পাঁচ সেন্টিমিটার বৃষ্টি সম্ভাবনা রয়েছে। 




Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক বিষাণ সিং বেদি!

 ৯:০৪ PM     Sports     No comments   

৭৭ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী প্রাক্তন স্পিনার বিষাণ সিং বেদি। পঞ্জাবের বাসিন্দা ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের প্রধান ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে তিনি মোট ৬৭টি টেস্ট ম্যাচ ও ১০টি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। টেস্টে তিনি নিয়েছিলেন ২৬৬টি উইকেট, আর ১০টি ওয়ান ডে-তে তাঁর সংগ্রহে ছিল সাতটি উইকেট৷ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এরাপল্লি প্রসন্ন, বিএস চন্দ্রশেখর ও এস ভেঙ্কটরাঘবনের পাশাপাশি বেদি স্পিন বোলিংয়ের চেহারা একেবারে পাল্টে দিয়েছিলেন।

ভারতের প্রথম একদিনের ম্যাচ জেতার পিছনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি, ১৯৭৫ সালের বিশ্বকাপে৷ভারতের স্বাধীনতার ঠিক এক বছর আগে, ১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন তিনি৷ পঞ্জাবের এই বাঁ-হাতি স্পিনারের জাদুতে মজেছিল গোটা বিশ্বই।  ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর হাতে খড়ি। তার পর টানা ২৩ বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলেছেন। চোটের কারণে দল না থাকা অধিনায়ক অজিত ওয়াড়েকরের স্থানে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭১ সালে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছিল ভারত। ক্রিকেট মানচিত্রে ভারতের উত্থানকে তরান্বিত করেছিল এই জয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মহানবমী থেকেই মহাদুর্যোগের আশঙ্কা!

 ১১:১১ AM     kolkata     No comments   

বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে গভীর নিম্নচাপে পরিণত মধ্য বঙ্গোপসাগরে। অতি গভীর নিম্নচাপ রূপে এটি বাঁক নেবে আরও শক্তিশালী হয়ে। শেষ পর্যন্ত কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এই নিয়ে আশঙ্কা বাড়ছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে একথা স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা।

পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ মধ্য বঙ্গোপসাগরে এসে রিকার্ভ করবে গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা, অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন। শেষ পর্যন্ত বাংলাদেশের পশ্চিমভাগে না পূর্বভাগে এই নিম্নচাপ এগিয়ে যায় আরও শক্তিশালী হয়ে সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates