চলতি ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এবং এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে পারেন ভিভিএস লক্ষ্মণ। এমনই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।
শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
২১ ঘণ্টার ম্যারাথন তল্লাশি, গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয়
প্রায় ২১ ঘণ্টা জেরার পরে এবার ইডি-র হাতে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শিক্ষা, গরু, কয়লা পেরিয়ে এবার নজরে রেশন দুর্নীতি। রেশন দুর্নীতি মামলায় এই প্রথমবার গ্রেফরতা কোনও মন্ত্রী। শুক্রবার ভোরে ম্যারাথন তল্লাশির পরে গ্রেফতার করা হয় বনমন্ত্রীকে।
তাঁর আপ্ত সহায়কের বয়ান হাতে আসার পরে সেই সংক্রান্ত প্রশ্ন করা হয় তাঁকে।
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
পে কমিশনে বড় লাফ ডিএ-তে!
দিওয়ালির আগে বড় খবর। রাজ্যের সরকারি কর্মচারীদের দিওয়ালি উপহার দিয়েছে হরিয়ানা সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বা ডিও বাড়ানোর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবারই এই মেগা সুখবর ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এর ফলে রাজ্যের ৩.৫ লক্ষ সরকারি কর্মচারীদের ডিএ-তে ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ঘোষণা করেছেন যে হরিয়ানার আশা কর্মীদের সাম্মানিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং এর আওতায় তাদের সম্মানিক ভাতা হল ২১০০ টাকা।
গ্রেগ চ্যাপেলের বেঁচে থাকার মতো টাকা নেই; পড়ুন
অস্ট্রেলিয়ার হয়ে তিনি ৮৭টি টেস্টে ২৪টি সেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছিলেন ৪৮টি ম্যাচে। এমন একজন ক্রিকেটার কি না শেষ বয়সে এসে অর্থকষ্টে ভুগছেন।
১৯৮৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। তিনি ক্রিকেটার হিসেবে যত না জনপ্রিয় হয়েছিলেন, একটা সময় ভারতীয় দলের কোচিং করিয়ে তার থেকেও বেশি আলোচনায় ছিলেন। বিশেষ করে তাঁর সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এপিসোড এখনও ক্রিকেটভক্তদের মনে গেঁথে রয়েছে। সেই গ্রেগ চ্যাপেল এখন অর্থকষ্টে ভুগছেন। তাঁর জন্য অনলাইন ফান্ডরেইজিং ক্যাম্পেইন শুরু করেছেন তাঁর একদন বন্ধু। গ্রেগ চ্যাপেলের জন্য অর্থ সংগ্রহে নেমেছেন তাঁরা।
গ্রেগ বলেছেন, আমি কারও কাছে হাত পাতিনি। তবে এটা সত্যি আমি বিলাসবহুল জীবনের স্বপ্ন আর দেখি না। আর্থিক সমস্যায় আছি। আমার বন্ধুরা মনে করেছে, আমি খুবই সমস্যায় আছি। তাই ওরা আমার জন্য এগিয়ে এসেছে। গ্রেগ আরও বলেছেন, আমরা যে সময় ক্রিকেট খেলেছি, সেই সময়ের সঙ্গে এখনের অনেক ফারাক। তবে এটা ভুললে চলবে না, সেই সময়ের ক্রিকেটারদের জন্যই এখন ক্রিকেট এই জায়গায় রয়েছে। তবে এটাও বলতে পারি, আমার মতো আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার আজ প্রবল অর্থকষ্টে রয়েছে। হয়তো তারা প্রচারের আলোয় আসেনি এখনও।
কাউন্সেলিং হওয়া মানেই চাকরি নয়ঃ এসএসসি
দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ৬ নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু করতে চলেছে। সেই কাউন্সেলিয়ে অংশ নিতে মুখিয়ে থাকা চাকরিপ্রার্থীরা শুধু এ রাজ্য থেকে নয়, ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও আসবেন বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিকের টেটে কেমন হবে প্রশ্ন? পড়ুন
আগামী ১০ই ডিসেম্বর প্রাথমিকের টেট হতে চলেছে। কেমন প্রশ্নপত্র হবে এবং কত নম্বরের প্রশ্ন থাকবে, বিস্তারিত তথ্য প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুধু তাই নয়, মডেল প্রশ্নপত্র পর্ষদের তরফে দিয়ে দেওয়া হল। পর্ষদ জানিয়েছে ১৫০ নম্বরের পরীক্ষা হবে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কোন বিষয়ের জন্য কী কী সিলেবাসে থাকবে। এর পাশাপাশি প্রশ্ন কেমন হবে, সেটিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। সিলেবাস জানানোর পাশাপাশি কেমন ধরনের প্রশ্নপত্র থাকবে, সেটিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ।
জ্যোতিপ্রিয়র বাড়িতে ED; কী বললেন মুখ্যমন্ত্রী?
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এটা করেও ভোট পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, "আমার প্রশ্ন একটাই একটাও বিজেপির নেতার বাড়িতে, বিজেপির চোরের বাড়িতে তল্লাশি হয়েছে? এদের নেতা বিদেশে গেলে নাকি সবকা সাথ সবকা বিকাশ। আর দেশের সবকা সর্বনাশ। রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতে রেইড হচ্ছে শুনেছি। আর এখানে তো রোজ সকাল থেকে রেইড হচ্ছে। এখানে ইডির আধিকারিক যাঁরা ছিলেন, তাঁদের সকলকে সরিয়ে দিয়েছে। এই ভাবে দেশে চলবে? আরও ভয়ঙ্কর আইন আনছে। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ফটাফট আলোচনা হচ্ছে। আমি কাকলি ঘোষ দস্তিদারকে বললাম লক্ষ্মী পুজো করতে হবে না। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যাও।