Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

লিপস অ্যান্ড বাউন্ডস বিতর্কে মমতাকে জড়িয়ে বিস্ফোরক শুভেন্দু!

 ৪:৩২ PM     kolkata     No comments   


বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর। লিপস অ্যান্ড বাউন্ডসের ২ ডিরেকটরের নিরাপত্তায় কলকাতা পুলিস। মুখ্যমন্ত্রীর বাড়িতেই তাঁদের রাখার সিদ্ধান্ত। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

শুভেন্দু বলেন, "গতকাল সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৪ জনের মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী, ওনার ভাইপো, ডিজি মনোজ মালব্য ও কলকাতার সিপি বিনীত গোয়েল। বিনীত গোয়েলের হাতে একটি ল্যাপটপ ছিল। মিটিং অনেকক্ষণ চলেছে। মিটিংয়ের আউটকাম, লিপস অ্যান্ড বাউন্ডসের ২ জন ডিরেকটর যাঁরা ইতিমধ্যেই সমন পেয়েছিলেন,তাঁদেরকে মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুলিসের নিরাপত্তায় রাখার ব্যবস্থা হয়েছে।

মিটিংয়ের সিদ্ধান্তগুলো আমি জানাচ্ছি। সেখানে কলকাতা পুলিসের তরফে হাই-পাওয়ারের সিসিটিভি ও ২ আর্মড কনস্টেবল দেওয়া হয়েছে। লিপস অ্য়ান্ড বাউন্ডসের ২ জন ডিরেকটর তাঁদের নিজেদের বাড়িতে থাকছেন না। তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকছেন।" 

শুভেন্দুর এই দাবির বিরুদ্ধে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্ত্বনু সেন। তিনি বলেন, "তৃণমূল ফোবিয়া, মমতা ফোবিয়া, অভিষেক ফোবিয়া লোডশেডিং নেতা শুভেন্দু অধিকারীকে তাড়া করে বেড়াচ্ছে। নিজের দলেই তিনি সর্বসম্মত নয়। টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপির পায়ের ধুলো মাথায় নিয়ে, কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে সিবিআই-ইডি ও আদালতের একাধিক রক্ষাকবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন! যাঁর নিরাপত্তারক্ষীরা আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মারধর করে! যার কনভয়ের গাড়ি মানুষকে চাপা দিয়ে চলে যায়! তাঁর মুখে এধরনের কথা মানায় না। তিনি যে অভিযোগগুলো করছেন, সেগুলো প্রমাণ করার দায়িত্ব তাঁর। আর করতে না পারলে লোকসমক্ষে তাঁর কান ধরে ক্ষমা চাওয়া উচিত। এর আগেও তিনি অনেক কথা বলেছে। সবই শেষমেশ অশ্বডিম্ব প্রসব করেছে। বাস্তবের সঙ্গে তার কোনও মিল পাওয়া যায়নি।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

শামি-বুমরাহদের আগুনে বোলিং;ইংল্যান্ডকে ছিটকে দিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া

 ১০:৫৭ PM     Sports     No comments   

২০১৯ সালের ৩০ জুন। ভেন্যু এজবাস্টন। চার বছর আগের ৫০ ওভারের বিশ্বকাপে ৩১ রানে হার। এর ঠিক তিন বছর পর ২০২২ সালের ১০ নভেম্বর। সেবার ভেন্যু ছিল অ্যাডিলেড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আরও লজ্জাজনক ভাবে ১০ উইকেটে নতজানু হয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়া।  

সেই দুই হারের জ্বালা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছিল ভারতীয় দল। ২০২৩ সালের ২৯ অক্টোবর। গত দুই আইসিসি ইভেন্টে সেই জোড়া হারের বদলা লখনউয়ের একানা স্টেডিয়ামে সুদে-আসলে তুলে নিল ভারত।

একইসঙ্গে 'ছয়ে ছয়' করে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

টস জিতে জস বাটলার ব্যাট করতে পাঠিয়েছেন ভারতকে। ভারত আট উইকেট হারিয়ে মাত্র ২২৯ রান তুলেছিল। আর এই রানই তাড়া করতে নেমে পাহাড় প্রমাণ মনে হয়েছিল লাস্ট বয়দের। মহম্মদ শামি জসপ্রীত বু্মরাদের দাপটে ইংল্যান্ড ৩৫ ওভারের মধ্যে গুটিয়ে গেল মাত্র ১২৯ রানে। ভারত জিতল ১০০ রানে।  

এদিন টস জিতে জস বাটলার ব্যাট করতে পাঠিয়েছেন ভারতকে। ব্যাট করতে নেমেই ভারত রীতিমতো চাপে পড়ে গিয়েছে। ১২ ওভারের মধ্যে মাত্র ৪০ রান তুলতে গিয়েই চলে যায় তিন উইকেট। রোহিত ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। ক্রিস ওকসের গুড লেন্থ বলে লাইন মিস করে শুভমন ক্লিন বোল্ড হয়ে যান। ১৩ বলে ৯ রান করে ফেরেন তিনি। রোহিতের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে মাত্র ২৬ রান যোগ করেছিলেন শুভমন। তিনে নামেন বিরাট কোহলি। নয় বল খেলে কোনও রান না করেই ফিরে যান তিনি। বিরাটের পর শ্রেয়সও ফিরে যান মাত্র চার রান করে। ওকসের শিকার হন তিনি। এরপর রোহিত ও কেএল রাহুল ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজ করেন। ১১১ বলে ৯১ রান যোগ করেন তাঁরা। ৫৮ বলে ৩৯ করে আউট হন রাহুল। উইলির গুড লেন্থ বলে চালাতে গিয়ে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন রাহুল। এরপর রোহিতও ফিরে যান সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে দাঁড়িয়ে। রোহিত যেভাবে ব্রিটিশ বোলারদের শাসন করেছিলেন এদিন, মনে হচ্ছিল যে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৩২ নম্বর সেঞ্চুরিটি চলে আসবে লখনউতেই। কিন্তু হল না। বাঁধা সেঞ্চুরি তাঁকে রেখে আসতে হয়েছে মাঠে। ১০১ বলে ৮৭ রান করে আউট হন তিনি। হিটম্যান ১০টি চার ও ৩টি ছয়ে নিজের ইনিংস সাজিয়ে ছিলেন। ব্যাট করেছেন ৮৬.১৩-এর স্ট্রাইকরেটে। তবে এদিন ছয়ে নেমে সূর্যকুমার যাদব ৪৭ বলে ৪৯ রানের ইনিংস না খেললে ভারত এই রান তুলতে পারত না। শেষের দিকে জসপ্রীত বুমরা (১৬) ও কুলদীপ যাদব (৯) আপ্রাণ চেষ্টা করেছেন ভারতের হয়ে বড় রান করার। 

এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের হারাকিরি হয়ে যায়। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করেন ব্রিটিশরা। মাত্র ৩৯ রানের মধ্যে প্রথম চার ব্যাট ফিরে যান ডাগআউটে। ডেভিড মালানকে ক্লিন বোল্ড করে প্রথম ঝটকা দেন বুম বুম বুমরা। এরপর বাকিটা বুমরা ও শামি বুঝে নেন। ১৭ বলে ১৬ করে ফেরেন মালান। তিনে নেমে জো রুট এলবিডব্লিউ হয়ে যান কোনও রান না করেই। সৌজন্যে বুমরা। আরেক ওপেনার বেয়ারস্টোকে ক্লিন বোল্ড করে দেন শামি। বেয়ারস্টো করেছিলেন ২৩ বলে ১৪ রান। এরপর চারে নামা বেন স্টোকসের উইকেটও ছিটকে দেন শামি। স্টোকসও খুলতে পারেননি খাতা। এরপর সাতে নামা লিয়াম লিভিংস্টোন একমাত্র লড়াই করেছিলেন। মারকুটে ব্য়াটারের হাত থেকে এসেছে ৪৬ বলে ২৭ রান। কিন্তু তিনি ছাড়া পাঁচ থেকে দশের মধ্যে আর কোনও ব্যাটারই কুড়ির গণ্ডি টপকাতে পারেননি। এদিন শামি চার উইকেট পান, তিন উইকেট নেন বুমরা। জোড়া উইকেট কুলদীপের। এক উইকেট পান রবীন্দ্র জাদেজা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

জ্যোতিপ্রিয় ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা; কড়া পদক্ষেপ নিল ইডি

 ৬:১৫ PM     kolkata     No comments   

রেশন দুর্নীতিতে গ্রেফতারের পর এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল তদন্তকারী সংস্থা ইডি। মন্ত্রী ঘনিষ্ঠদের অ্যাকাউন্টেও ফ্রিজ করা হল। মোট ১৬ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

জেরা করা হচ্ছে জ্যোতিপ্রিয় আপ্ত সহায়ক অমিত দেকেও। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়, তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা ঢুকেছে বলে তারা সন্দেহ করছেন।  সেই কারণেই ওইসব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ইডির নজরে বর্তমানে যেসব বিষয় রয়েছে তা হল একাধিক বেনামি অ্যাকাউন্ট ও সম্পত্তি। এনিয়ে তদন্ত করতে গিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে বহু জায়গায় বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে। অন্য অনেকের অ্যাকাউন্ট বা ব্যবসা ব্যবহার করে টাকা সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ বিভিন্ন লোক, সেল কেম্পানিকে টাকা সরাতে ব্যবহার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন  মানুষজনকে জেরা করছে ইডি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বাড়ির পরিচারক ভুয়ো কোম্পানির ডিরেক্টর; আরও চাপে জ্যোতিপ্রিয়

 ৫:৫৫ PM     kolkata     No comments   

অনুব্রত মণ্ডলের দেখানো পথেই জোত্যিপ্ৰিয় মল্লিক তাঁর ঘনিষ্ঠ, পরিচিত বা পরিচারকদের কোম্পানির ডিরেক্টর করেছিলেন। ইডি সূত্রে খবর,ঘনিষ্ঠ একজনের মা ও স্ত্রী  এবং নিজের  বাড়ির পরিচারককে জোত্যিপ্ৰিয়র তিনটি কোম্পানির ডিরেক্টর করেছিলেন। 

ইডি তদন্তকারীদের দাবি, নিজের প্রাক্তন আপ্ত সহায়ক  অভিজিৎ দাসের মা মমতা দাস ও স্ত্রী সুকন্যা দাসকে ভুয়ো কোম্পানিতে ডিরেক্টর করেছিলেন খোদ জোত্যিপ্ৰিয় মল্লিক। এছাড়া বাড়ির এক পরিচারককেও ডিরেক্টর করেছিলেন তাঁর কোম্পানিতে।

এর পাশাপাশি, ওই পরিচারককেই কৃষি দফতরে গ্রুপ ডি পদে চাকরির জন্য সুপারিশও করেছিলেন জোত্যিপ্ৰিয়। ইডি সূত্রের খবর, ওই পরিচারক গত ১৭ বছর ধরে বনমন্ত্রীর  বাড়িতে কাজ করেন।  ইডির কাছে ওই ব্যক্তির চঞ্চল্যকর বয়ানও রেকর্ড করেছে। ইডি অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছে। তিনটি কোম্পানির বিষয়ে জোত্যিপ্ৰিয় স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসা করা হলে তাঁরা কোনওরকম যোগাযোগ অস্বীকার করেন। কিন্তু  প্রাক্তন আপ্ত সহায়কই ইডি-কে  জানিয়ে দেন, ওই তিনটি সংস্থার মালিক জোত্যিপ্ৰিয় মল্লিক। এই তিন কোম্পানি জোত্যিপ্ৰিয় কন্ট্রোল করতেন অভিযোগ ইডির। এই কোম্পানিগুলি কালো টাকা সাদা করার জন্য খোলা হয়েছিল বলে অভিযোগ তদন্তকারী সংস্থার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

বাবার সঙ্গে কথা বলতে বলতেই হার্ট অ্যাটাক; প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র

 ৩:৪৩ PM     kolkata     No comments   

মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। হীরকজ্যোতি পেশায় চিকিৎসক ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়িতে বাবা পরেশের সঙ্গে বসে কথা বলছিলেন তিনি। আচমকা অসুস্থ বোধ করায় হীরকজ্যোতিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপসকুমার দাস জানান, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিয়োর এবং দীর্ঘ দিনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে। হীরকজ্যোতি মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি।

বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 'রেড ক্রস সোসাইটি'র মেখলিগঞ্জ মহকুমার সম্পাদক পদে ছিলেন। এর আগে রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল পরেশের। মেয়ে অঙ্কিতা অধিকারীকে 'ক্ষমতা ব্যবহার' করে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এথিক্স কমিটির তলবে সাড়া দিচ্ছেন না মহুয়া!

 ৩:১৫ PM     kolkata     No comments   

লোকসভার এথিক্স কমিটির তলবে সাড়া দিচ্ছেন না মহুয়া মৈত্র। আগামী ৩১ অক্টোবর এথিক্স কমিটি তলব করেছে কৃষ্ণনগরের সাংসদকে। কিন্তু ওই দিন তিনি সংসদে হাজির হবেন না বলে জানিয়ে দিলেন। সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে মহুয়া  জানিয়েছেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিজের লোকসভা কেন্দ্রে বহু পূর্বনির্ধারিত বিজয়া সম্মিলনী রয়েছে তাঁর।

তাই ওই সময় হাজিরা দেওয়া সম্ভব নয়। সশরীরে হাজিরা দেওয়ার জন্য এথিক্স কমিটির তাঁকে নতুন তারিখ দেওয়া হোক বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, ৫ নভেম্বরের পর তাঁকে কমিটির সুবিধামতো যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে তিনি হাজির হবেন।মহুয়া চিঠিতে জানিয়েছেন, কমিটির সামনে যে তিনি নিজের বক্তব্য জানাতে আগ্রহী সেটা আগেই বলেছেন। কিন্তু পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় তিনি যেতে পারছেন না।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দাদার অনুপস্থিতিতে অসহায়; অনুব্রতর ভাইকে মার দুষ্কৃতীদের

 ১:৩৬ PM     kolkata     No comments   

এবার বোলপুরে আক্রান্ত অনুব্রত মণ্ডলের ভাই। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বোলপুরে। জানা গিয়েছে, আক্রান্তের নাম সুমিত মণ্ডল। তিনি অনুব্রত মণ্ডলের তুতো ভাই। পেশায় প্রাথমিক শিক্ষক। অভিযোগ, অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে বিসর্জন ছিল বৃহস্পতিবার। সেই সময় সুমিতকে মারধর করে এলাকার দুই যুবক। কার্যত রক্তারক্তি কাণ্ড হয়।

সেই অবস্থায় বোলপুর থানায় যান সুমিত। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়নি বলে অভিযোগ৷আক্রান্ত সুমিতের দাবি, অনুব্রত মণ্ডলের ভাই বলেই তাঁকে মারধর করা হয়েছে। তিনি বলেন, "বিসর্জনের সময় কামরুল আলি ও আকাশ কুণ্ডু আমাকে আক্রমণ করে। আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। যেহেতু আমার দাদা তিহারে বন্দি তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থতা বোধ করছি। এটা বলার পরেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি।" থানার বাইরে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পরে থাকতে দেখা যায় অনুব্রত মণ্ডলের ভাইকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates