Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৭ আগস্ট, ২০২৪

অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার; আপাতত ভারতই আশ্রয়স্থল

 ১২:৩৬ PM     India     No comments   

 

আপাতত নয়াদিল্লিতেই থাকছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডয়চে ভেলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, "ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।"  বস্তুত, মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না-হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন মুজিব-কন্যা। আপাতত হাসিনার ব্রিটেনে যাওয়ারও সম্ভাবনা আর নেই।

কারণ, সে দেশের অভিবাসন নীতি অনুযায়ী অন্য দেশ থেকে ব্রিটেন সফরে গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। এর মধ্যে হাসিনা-পুত্র সাক্ষাৎকারে বলেন, "তিন বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হল। তিন বারের মতো সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হল।"  তিনি আরও বলেন আমি আর মা বাদে পরিবারের সবাই অনেক দিন ধরে বিদেশে আছেন। আমরা এখানে (বিদেশে) সেটল্‌ড। আমাদের এখানে জীবনের কোনও সমস্যা নেই। আমরা এখানে থাকতে অভ্যস্ত।" ছাত্রজোটের দাবি মেনে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস হচ্ছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবারই তিনি বাংলাদেশে ফিরতে পারেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

'আর ফিরতে চান না বাংলাদেশে'; সাফ জানালেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়

 ১২:৪১ PM     International     No comments   

ক্রমাগত গণ আন্দোলনের অভিঘাতের মুখে পড়ে সোমবারই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার খাতিরে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, রাজনীতির ময়দান থেকে তাঁর মায়ের অবসর গ্রহণের কথা ছিল। সেই সঙ্গে জয় এ-ও জানালেন যে, "বাংলাদেশের যে পরিস্থিতি, তা নিয়ে বেশ হতাশ ছিলেন হাসিনা। তিনি আর বাংলাদেশে ফিরে যেতে চান না।" জয় জানিয়েছেন যে, গত রবিবার থেকেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভেবে রেখেছিলেন মুজিব-কন্যা হাসিনা। সোমবারেই তা ঘোষণা করার কথা ছিল। কিন্তু পথে থাকা আন্দোলনকারীদের জন্য আর সেটা করার সময় পাননি তাঁর মা। এখানেই শেষ নয়, আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগের সিদ্ধান্তের পক্ষ নিয়ে জয় আরও জানান যে, "আপনারা শুধুমাত্র গতকালই ১৩ জন পুলিশকর্মীকে পিটিয়ে মেরেছেন। তাহলে আপনাদের কী মনে হয়, উন্মত্ত জনতা যখন পিটিয়ে মারছে, তখন পুলিশের কী করা উচিত?" জয় বলে চলেন, উনি (হাসিনা) তো বাংলাদেশের ভোল বদলে দিয়েছিলেন। যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, তখন তো বাংলাদেশের অবস্থা একেবারেই ভাল ছিল না। দরিদ্র দেশ ছিল। আর আজকের দিনে এশিয়ার উদীয়মান এবং প্রগতিশীল দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী!

 ৯:৫৪ PM     kolkata     No comments   

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের আর্জি, "সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। বিষয়টা ভারত সরকারের অধীনে। ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব।" সোশাল মিডিয়ায় পোস্টের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বকেও সতর্ক থাকতে পরামর্শ দিলেন তিনি। উত্তপ্ত বাংলাদেশ। ইতিমধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা। একদিকে ঢাকার রাস্তায় 'স্বাধীনতা'র বিজয় উল্লাস চলছে। অন্যদিকে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে 'বঙ্গবন্ধু' মুজিবর রহমানের মূর্তি। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষকে শান্ত ও সতর্ক থাকার  পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "আমাদের বাংলায় কেউ যেন কোনও উত্তেজনা না করায়। উত্তেজনায় পা না দেয়। বিষয়টা ভারত সরকারের অধীনে।

ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব।" 

মুখ্যমন্ত্রীর সাফ কথা, "ভারত একটা দেশ। বাংলাদেশ একটা দেশ। পড়শি রাজ্য, দেশে যাই হোক তা পাশের রাজ্য বা দেশে পড়েই। সেক্ষেত্রে শান্ত থাকতে হবে। সব সন্তানরা ভাল থাকুন। সকলেই আমাদের ভাইবোন। বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য হোক। শান্তি রক্ষা করা হোক।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

লজ্জার হারের পর মুখ খুললেন রোহিত!

 ৭:২১ PM     Sports     No comments   

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে রোহিত বাহিনীকে। ২৪১ রান তাড়া করতে গিয়ে মাত্র ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একাই ৬ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াক তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনকে ধরাশায়ী করে দেন শ্রীলঙ্কার স্পিনার জেফ্রে ভ্যান্ডারসে। এই হারের ফলে স্বভাবতই হতাশ অধিনায়ক রোহিত শর্মা ও গোটা দল। ম্যাচে শেষে নিজের হতাশা ও যন্ত্রণার কথা জাহিরও করলেন রোহিত শর্মা।

প্রথম দুই ম্যাচেই রান পেয়েছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ম্যাচ হারের পর দলের উদ্দেশ্যে দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা। রোহিত শর্মা বলেছেন,"ম্যাচ হারলে হতাশা ও যন্ত্রণা তো হবেই। গোটা দলই খুব হতাশ। আমরা পুরো ম্যাচে আশানরুপ ক্রিকেট খেলতে পারিনি। ধারাবাহিকতা দেখাতে পারিনি। তবে কোনও ম্যাচে এমনটা হতেই পারে। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে হবে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওবিসি সংরক্ষণ মামলা; স্থগিতাদেশ মিলল না

 ৭:১১ PM     kolkata     No comments   

ওবিসি সংরক্ষণ মামলায় রাজ্য সরকারের আর্জি মেনে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। স্থগিতাদেশ না দিয়ে রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে আদালত।

আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। গত ২২ মে ২০১০ সালের পর রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয় বলে আদালত সূত্রে খবর পাওয়া গিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদব করে রাজ্য সরকার। এ দিন নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যবেক্ষণে জানান, হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে। তাই রাজ্যকে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বদলাব না; হারের পরও সাফ জানালেন রোহিত শর্মা

 ৭:০৪ PM     Sports     No comments   

ভারতীয় দলের 'মিশন লঙ্কা-বধ' ওডিআই সিরিজে আর হচ্ছে না। রোহিত শর্মার ভারত দ্বিতীয় ওডিআইতে হেরে যেতেই এ আশা শেষ হয়েছে। সিরিজে পিছিয়ে পড়ার পরও ভারত অধিনায়ক পরিষ্কার জানিয়েছেন, তিনি কিন্তু স্ট্র্যাটেজি বদলাবেন না। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩২ রানে দ্বিতীয় ওডিআই ম্যাচ হেরেছে ভারত।

ম্যাচের শেষে রোহিত শর্মা, পরিষ্কার জানান, টিম ভালো খেলতে পারেনি, তাই এই ফল। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯ বলে হাফসেঞ্চুরি করেন রোহিত শর্মা। শেষ অবধি ৪৪ বলে ৬৪ রান করেন তিনি। কিন্তু তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষে রোহিত বলেন, 'আমি ৬৫ রান করতে পেরেছিলাম, কারণ আমি ঝুঁকিপূর্ণ ব্যাটিং করছিলাম। মাঝে মাঝে এটা প্রয়োজন হয়। ১০০ রান করি বা ৫০ কিংবা শূন্য যখন দল না জেতে অত্যন্ত হতাশ লাগে। কিন্তু তা হলেও আমি আমার ব্যাটিংয়ে ঝুঁকি নেওয়া বদলাব না।' 

ভারত অধিনায়ক রোহিত স্বীকার করে নিয়েছেন, দ্বিতীয় ওডিআইতে টিম ইন্ডিয়া ভালো খেলতে পারেনি। তাঁর কথায়, 'আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। যে কারণে আমরা হেরেছি। এই পিচে রান করাটা বেশ কঠিন। মাঝের ওভারে রান করা মোটেও সহজ ছিল না। পাওয়ার প্লেতে তাই ঝুঁকি নিতেই হত।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাসিনার বিছানাও দখল; ডাইনিংয়ে বসে চিবোল চিকেনের ঠ্যাং

 ৬:২৯ PM     International     No comments   

শেখ হাসিনার বাসভবন তো বটেই তাঁর শয়নকক্ষে ঢুকে তাঁর বিছানারও দখল নিলেন আন্দোলনকারীদের একাংশ। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে এক তরুণ আন্দোলনকারী হাসিনার বিছানায় জুতো পরে শুয়ে এক পা অন্য পায়ের উপর তুলে চিৎকার করছেন "গণভবন আমাদের দখলে"। আজ, সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন, গণভবন ছেড়ে 'নিরাপদ আশ্রয়ের' উদ্দেশে রওনা হন হাসিনা এবং তাঁর বোন। তার ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে চড়াও হন কয়েক হাজার মানুষ।  চলতে থাকে যথেচ্ছ লুঠপাট।

বাংলাদেশের সংবাদ মাধ্যম 'প্রথম আলো' এই ইস্যুতে লিখেছে বহু সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়ে। তাঁদের হাতে গণভবনে ব্যবহৃত জিনিসপত্রও দেখা যায়। গণভবনের ভিতর থেকে ঘাড়ে, কাঁধে, পিঠে নানা আসবাব সামগ্রী নিয়ে বেরিয়ে আসার ছবি, ভিডিয়োও প্রকাশ্যে আসে। সেই রকমই একটি ভিডিয়ো ফেসবুকে প্রকাশ করেন বাংলাদেশের এক ছাত্র আন্দোলনকারী। ভিডিয়োর বিবরণে লেখা ‘হাসিনার রুমে’। তাতে দেখা যাচ্ছে মাথায় বাংলাদেশের পতাকার ফেট্টি বাঁধা এক তরুণ পায়ে জুতো পরে উঠে পড়েছেন একটি পরিপাটি নীল চাদরে মোড়া বিছানায়। পায়ের উপর পা তুলে বিছানায় শুয়ে তিনি চিৎকার করে জানাচ্ছেন, তাঁরা গণভবনের দখল নিয়েছেন।

আরও একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে গণভবনের পাকশালে রান্না করা খাবারে দেদার ভোজ সারছেন আন্দোলনকারীদের একাংশ। তবে সমাজ মাধ্যমে বাংলাদেশের অনেকেই ওই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, আন্দোলনকারীরা গণভবনের রান্নাঘরে ঢুকে পড়েছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ অনলাইন। সোমবার হাসিনার পদত্যাগের খবর আসে অকস্মাৎই। তাঁকে যে বাড়ি ছাড়তে হতে পারে সে খবর সম্ভবত জানা ছিল না গণভবনের রান্নাঘরের দায়িত্বে যিনি বা যাঁরা থাকেন, তাঁদেরও। ভিডিয়োয় দেখা যাচ্ছে থরে থরে ট্রে ভরে সাজানা রয়েছে ভাত, ডাল, মাংসের পাশাপাশি নানা পদ। ভিডিয়োয় দেখা যায় সেই খাবারে হামলে পড়েছেন কিছু তরুণ। তারিয়ে তারিয়ে মাংসের হাড় চিবোচ্ছেন তাঁরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates