অভাবনীয় কিছু না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ। এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিসিসিআইয়ের অন্দরে। সূত্রের খবর, চিকিৎসার জন্য হয়তো নিউজিল্যান্ডেও যেতে হতে পারে তারকা পেসারকে। আপাতত তাঁকে শারীরিক পরিশ্রম থেকে একেবারে দূরে থাকতে বলা হয়েছে। তার জেরেই আরও বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। বর্ডার-গাভাসকর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। এহেন পরিস্থিতিতে বিখ্যাত অর্থোপেডিক সার্জেনের সঙ্গে আলোচনা করেছেন বুমরাহ। গোটা বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও। নিউজিল্যান্ডের বিখ্যাত সার্জেন রোয়ান শাউটেনই আগের বার বুমরাহর অস্ত্রোপচার করেছিলেন। এবারও চোট সারাতে তাঁরই দ্বারস্থ হয়েছেন তারকা পেসার।
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
আদালতে সঞ্জয়ের ফাঁসি চাইছে না আরজি করে নির্যাতিতার পরিবার!
আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাই কোর্টে তারা এ কথা সরাসরি জানিয়েছে। এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কি না, তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। আপাতত রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত।শুনানি চলাকালীন নির্যাতিতার পরিবারের আইনজীবী শামীম আহমেদ বলেন, "রাজ্য এবং সিবিআইয়ের আবেদন নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কি না, তা আদালত ঠিক করবে। রাজ্য এবং কেন্দ্রের এই আবেদন সংক্রান্ত মামলায় আমরা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই না।"
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
শারীরিক অবস্থার আরও অবনতি; এখন কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়?
এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-এ চিকিৎসাধীন। এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তাঁর শারীরিক অবস্থা কেমন? কী হয়েছে তাঁর?
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে। তাঁর রক্তে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রায় সমস্যা রয়েছে। আজ শনিবার ফের মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে পরীক্ষা করেন। হার্টের অবস্থা কী রকম, তা জানতে আজ ফের ইকো-কার্ডিওগ্রাম করা হবে। ফের ব্লাড টেস্টও করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এসএসকেএম সূত্রে খবর, এই অসুস্থতার মূল কারণ খাদ্যাভ্যাস বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ বয়স অনুযায়ী খাদ্যাভ্যাসের সংযম নেই পার্থ চট্টোপাধ্যায়ের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও কিছুটা আচ্ছন্ন ভাব রয়েছে প্রাক্তন মন্ত্রীর। হাসপাতালে আসার পর, খাবারে রুচি নেই তাঁর। শুক্রবার যদিও জোর করেই খাওয়ানো হয়েছে তাঁকে। মেডিক্যাল বোর্ড সূত্রে খবর, আগে থেকে কিডনির সমস্যা থাকায় ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও সংকট মুক্ত নন।
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
আরজি কর মামলায় হাইকোর্টে আবেদন সিবিআই'এর!
আরজি কর মামলায় নিম্ন আদালত রায় দেওয়ার পর ফের নতুন একটি মামলা হল কলকাতা হাইকোর্টে। রাজ্যের পর এবার আবেদন করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী সোমবার হবে এই মামলার শুনানি। সিবিআই-এর আর্জি, আরজি কর খুন-ধর্ষণ মামলায় দোষী সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড দেওয়া হোক। একই আর্জি জানিয়ে মামলা করেছে রাজ্য সরকারও। গত সোমবার আরজি কর মামলায় রায় ঘোষণা করে শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালত। বিচারক অনির্বাণ দাস জানান, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি তিনি। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশে আপত্তি জানিয়ে উচ্চ আদালতে মামলা করল সিবিআই। তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা, সবাই চেয়েছেন সঞ্জয়ের ফাঁসি হোক। কিন্তু আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনে হতাশ হয়ে পড়েন একাংশ। তবে রাজ্য সরকারের আর্জি শুনলেও হাইকোর্টে প্রশ্ন উঠেছে রাজ্যের এক্তিয়ার নিয়ে। রাজ্য আদৌ এই মামলা করতে পারে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিচারতি জানতে চান মৃত চিকিৎসকের বাবা-মা মামলার কথা জানেন কি না। রাজ্য জানিয়েছে 'না'।
এবার কমল রিচার্জের খরচ!
এবার অপ্রয়োজনীয় কারণে ডেটা রিচার্জের খরচ থেকে রেহাই মিলতে চলেছে গ্রাহকদের। মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা Bharti Airtel, Reliance Jio, এবং Vi (Vodafone Idea) এবার চালু করতে চলেছে নতুন প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের প্রয়োজন না-হলে ইন্টারনেট প্যাক রিচার্জ করাতে হবে না। শুধুমাত্র কলিং এবং এসএমএস সুবিধা উপবোগ করতে পারবেন। এর ফলে অ্যাক্টিভ থাকবে সিমকার্ড।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির (TRAI) জারি করা নির্দেশিকার পর এই প্ল্যান চালু করেছে টেলিকম সংস্থাগুলি। ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী, টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের ডেটা প্যাক রিচার্জে বাধ্য করতে পরাবে না। গ্রাহকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী কলিং এবং এসএমএসের জন্য প্যাক রিচার্জ করতে পারবেন। এর ফলে গ্রাহকদের মোবাইল খরচ অনেক কমবে।
রাজনীতিতে আসছেন ঋতুপর্ণা? কী বললেন
রাজনীতির ময়দানে তারকাদের সরাসরি অংশগ্রহণ নতুন কিছু নয়। বলা ভাল, নির্বাচনের আগে এখন প্রায় সকলে তাকিয়ে থাকেন নতুন কোন তারকা বা শিল্পী ভোটে লড়বেন। সেই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় বিস্তর জল্পনাও। লোকসভা ভোটের ঠিক আগে যেমনটা হয়েছিল হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সাংবাদিকরা ঠিক তেমনই প্রশ্ন ছুঁড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে? রাজনীতিতে কি আসছেন ঋতুপর্ণা? অভিনেত্রী বলেছেন, "আমি রাজনীতির কিছু বুঝি না।" তিনি আরও বলেন, "রাজনীতি থেকে আমি দূরে। আমি শিল্পী, তাই শিল্পী হিসাবে থাকতে চাই।"
মুখ্যমন্ত্রীর নির্দেশ;রাজ্যর সব বনাঞ্চলের প্রবেশমূল্য প্রত্যাহার
মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টা পরেই পদক্ষেপ। রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার করল বনদপ্তর। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডিএফওরা। প্রবেশ মূল্য প্রত্যাহারের খবরে উচ্ছ্বসিত পর্যটকরা। 'জঙ্গল সাধারণ মানুষের অধিকার', বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে একথা বলেই মুখ্যমন্ত্রী একহাত নিয়েছিলেন বনদপ্তরকে। তিনি প্রশ্ন করেছিলেন, কেন বনাঞ্চলে প্রবেশে আমজনতাকে গুণতে হবে টাকা? নির্দেশ দিয়েছিলেন যেন অবিলম্বে এই প্রবেশ মূল্য প্রত্যাহার করা হয়। যাতে বিনা খরচে জঙ্গলের অভিজ্ঞতা পেতে পারেন সকলেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই প্রবেশমূল্য প্রত্যাহারের নোটিস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই বক্সায় দেখা যায় প্রবেশমূল্য সংক্রান্ত নোটিস। তবে মনে করা হচ্ছিল, ২৩ জানুয়ারি হওয়ায় ওইদিন বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলসা হয়েছে গোটা বিষয়টা। উল্লেখ্য, এতদিন বক্সা বাঘ বনে ঢুকতে গেলে পর্যটকদের প্রতিদিনের জন্য মাথা পিছু দিতে হত ১৫০ টাকা। এছাড়া প্রতি গাড়ির জন্য ৪৮০ টাকা ধার্য করেছিল বন কর্তৃপক্ষ। বুধবার প্রশাসনিক বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তারপরই এই সিদ্ধান্ত।